কবরে রাখার পর জীবিত হয়ে উঠেছে মৃতদেহ: ক্লিকবেইট শিরোনাম

21
কবরে রাখার পর জীবিত হয়ে উঠেছে মৃতদেহ: ক্লিকবেইট শিরোনাম কবরে রাখার পর জীবিত হয়ে উঠেছে মৃতদেহ: ক্লিকবেইট শিরোনাম

Published on: [post_published]

সম্প্রতি সামাজিক মাধ্যমে একটি ভিডিও শেয়ার হতে দেখা যাচ্ছে, যার ক্যাপশনে দাবি করা হচ্ছে যে মৃতদেহ কবরে রাখা মাত্রই সেটি জীবিত হয়ে উঠেছে এবং আশেপাশের মানুষ ভয়ে পালিয়ে গিয়েছে। তবে, ফ্যাক্টওয়াচের অনুসন্ধানে দেখা গিয়েছে যে ভিডিওটির কোথাও মৃতদেহ প্রাণ ফিরে পায়নি এবং মানুষজন ভালোভাবেই মৃতদেহটি কবর দিতে পেরেছে। সঙ্গত কারণে ফ্যাক্টওয়াচ উক্ত দাবিটিকে মিথ্যা বলে সাব্যস্ত করছে।

সামাজিক মাধ্যমে শেয়ারকৃত এমন কিছু পোস্টের নমুনা দেখুন এখানে, এখানে, এখানে এবং এখানে

ফ্যাক্টওয়াচের অনুসন্ধান:

শেয়ারকৃত ভিডিওতে মৃতদেহ জেগে উঠেছিলো কিনা তা যাচাই করতে আমরা ৭ মিনিট ৪১ সেকেন্ডের ভিডিওটি বারবার দেখি এবং ভিডিওটির শেষ পর্যন্ত দেখতে পাই যে মানুষজন মৃতদেহটি কবরে শুইয়ে ভালোভাবে মাটি চাপা দিচ্ছে এবং তাদের মধ্যে কোন ভয় বা উত্তেজনা দেখা যায়নি। ভিডিওটির ৪১ সেকেন্ডের সময় দেখা যায় যে মানুষজন মৃতদেহটিকে কবরে শোয়ানোর প্রস্তুতি নিচ্ছে এবং ৬ মিনিট ৪৯ সেকেন্ডের সময় দেখা যায় তারা মৃতদেহটিকে কবরে শুইয়ে মাটি চাপা দিচ্ছে।


উল্লেখ্য, মারা যাওয়ার পরও কিছু কিছু মৃতদেহের পেশি (Muscle) স্নায়ুতে ইলেক্ট্রোকেমিক্যাল (Electrochemical) প্রতিক্রিয়ার কারণে সামান্য নড়েচড়ে উঠতে পারে এবং মৃতদেহের হাতের আঙ্গুল বা পা নড়তে দেখা যেতে পারে। পেশির এই সামান্য নড়াচড়াকেই অনেকে অতিরঞ্জিত করে ফেলেন এবং বলেন যে মৃতদেহ জেগে উঠেছে। পড়ুন এখানে

তবে, বর্তমান ভিডিওতে এমন কিছু ঘটে নি। শেয়ারকৃত ভিডিওটির কোথাও মৃতদেহকে জীবিত হয়ে উঠতে এবং মানুষজনকেও ভয় পেতে বা উত্তেজিত হয়ে উঠতে দেখা যায়নি। অথচ পোস্টগুলোর ক্যাপশনে দাবি করা হচ্ছিলো যে কবরে রাখা মাত্রই মৃতদেহ জীবিত হয়ে উঠেছিলো এবং আশেপাশের মানুষ ভয়ে পালিয়েছিলো।

সুতরাং, সবকিছু বিবেচনা করে আমরা এই সিদ্ধান্তে এসেছি যে শেয়ারকৃত পোস্টগুলোর শিরোনামটি মিথ্যা।

আপনি কি এমন কোন খবর দেখেছেন যার সত্যতা যাচাই করা প্রয়োজন?
কোন বিভ্রান্তিকর ছবি/ভিডিও পেয়েছেন?
নেটে ছড়িয়ে পড়া কোন গুজব কি চোখে পড়েছে?

এসবের সত্যতা যাচাই করতে আমাদেরকে জানান।
আমাদেরকে ইমেইল করুনঃ contact@factwatch.org
অথবা ফেইসবুকে মেসেজ দিনঃ facebook.com/fwatch.bangladesh

No Factcheck schema data available.