ডিসেম্বরে পাঁচটি বুধ-বিষ্যুদ-শুক্রবার আসছে ৮২৩ বছর পর – মিথ্যা দাবি

18
ডিসেম্বরে পাঁচটি বুধ-বিষ্যুদ-শুক্রবার আসছে ৮২৩ বছর পর – মিথ্যা দাবি ডিসেম্বরে পাঁচটি বুধ-বিষ্যুদ-শুক্রবার আসছে ৮২৩ বছর পর – মিথ্যা দাবি

Published on: [post_published]

‘এই ডিসেম্বর মাসে পাঁচটি বুধবার পাঁচটি বৃহস্পতিবার পাঁচটি শুক্রবার যা প্রতি ৮২৩ বছর পর পর আসে’- এমন তথ্য সম্বলিত একটি পোস্ট ভাইরাল হয়েছে। ফ্যাক্টওয়াচের অনুসন্ধানে দেখা যাচ্ছে, এই তথ্যটি সঠিক নয়। বরং কয়েক মাস পর পরই এমন মাসের দেখা পাওয়া যায়।

গুজবের উৎস

গত ২১শে নভেম্বর ‘একমাত্র ইসলামই শান্তির ধর্ম’ ফেসবুক গ্রুপ থেকে জনৈক মোহাম্মদ রহিম এই পোস্ট করেন।

এরপর অন্যান্য গ্রুপ এবং পেজেও অনুরূপ পোস্ট দেখা যায়। ডিসেম্বর মাসের শুরুতে এই পোস্ট রীতিমত ভাইরাল হয়ে যায়। এমন কয়েকটি পোস্ট দেখুন এখানে , এখানে , এখানে , এখানে , এখানে , এখানে , এখানে , এখানে,  এখানে , এখানে , এখানে , এখানে


এরপর অন্যান্য গ্রুপ এবং পেজেও অনুরূপ পোস্ট দেখা যায়। ডিসেম্বর মাসের শুরুতে এই পোস্ট রীতিমত ভাইরাল হয়ে যায়। এমন কয়েকটি পোস্ট দেখুন এখানে , এখানে , এখানে , এখানে , এখানে , এখানে , এখানে , এখানে ।

ফ্যাক্টওয়াচ অনুসন্ধান

গত অক্টোবর মাসে অনুরূপ একটি গুজব ফেসবুকে ভাইরাল হয়েছিল। তখন দাবি করা হয়েছিল, অক্টোবর মাসে ৫ টি করে শুক্র, শনি ও রবিবার রয়েছে ,যা খুবই বিরল , দীর্ঘ ৮২৩ বছরে মাত্র একবার দেখা যায়।

ফ্যাক্টওয়াচ সেই গুজবকে খণ্ডন করেছিল। এ বিষয়ে পুরনো প্রতিবেদন দেখুন এখানে

এবারে ডিসেম্বর মাসের অনন্য বৈশিষ্ট্য ( ৫ টি বুধবার, ৫ টি বৃহস্পতিবার, ৫ টি শুক্রবার) নিয়েও অনুরুপ গুজব ভাইরাল হয়েছে । দাবি করা হচ্ছে ,এমন বৈশিষ্ট্য ৮২৩ বছরের মধ্যে অন্য কোনো মাসে নেই।

কিন্তু  অনুসন্ধানে দেখা যাচ্ছে, ২০১০ সাল থেকে ২০৩০ সালের মধ্যে , অর্থাৎ ২২ বছরের মধ্যে ২১ বার এমন  মাস দেখা গেছে, যে মাসের মধ্যে ৫ টি বুধবার, ৫ টি বৃহস্পতিবার, ৫ টি শুক্রবার ছিল।

এই মাসগুলি হল-

১। ডিসেম্বর , ২০১০
২। আগস্ট,২০১২
৩। মে,২০১৩
৪। জুন, ২০১৪
৫। অক্টোবর ২০১৪
৬। জুলাই, ২০১৫
৭। মার্চ,২০১৭
৮। আগস্ট ,২০১৮
৯। মে, ২০১৯
১০। জুলাই ২০২০
১১। মার্চ ২০২৩
১২। মে,২০২৪
১৩।জানুয়ারি ২০২৫
১৪।অক্টোবর,২০২৫
১৫।জুলাই,২০২৬
১৬। ডিসেম্বর,২০২৭
১৭।মার্চ,২০২৮
১৮। আগস্ট,২০২৯
১৯। মে,২০৩০
২০। জানুয়ারি,২০৩১
২১। অক্টোবর,২০৩১

অর্থাৎ ,৫ টি বুধ,বৃহস্পতি,শুক্রবার যুক্ত মাসের জন্য ৮২৩ বছর অপেক্ষা করার দরকার নেই। প্রায় প্রতি বছরেই একবার করে এমন মাস দেখা যায়।

অন্যান্য ফ্যাক্টচেকারদের প্রতিবেদন

৮২৩ বছরের এই গুজবটা বিভিন্ন সময়েই ভাইরাল হতে দেখা গিয়েছে। রিউমার স্ক্যানার, স্নোপস, টাইম এন্ড ডেট ,লস এঞ্জেলেস টাইম সহ দেশী-বিদেশী  বিভিন্ন মিডিয়াতেই এই গুজবের অসারতা নিয়ে ফ্যাক্টচেকিং রিপোর্ট প্রকাশিত হয়েছে। সপ্তাহের বিভিন্ন দিন নিয়ে একেক সময়ে একেক রকম গুজব ভাইরাল হতে দেখা গিয়েছে।

ফ্যাক্টওয়াচের সিদ্ধান্ত

সপ্তাহে ৫ টি নির্দিষ্ট দিন (বুধ,বৃহস্পতি,শুক্র কিংবা অন্য যেকোনো বিন্যাস ) খুবই সাধারণ একটি ঘটনা। গড়ে প্রতি বছরেই একবার দেখা যায় এমন বিন্যাস। এটি মোটেও বিরল কিছু নয়। সার্বিক বিবেচনায় ভাইরাল হওয়া এই দাবিটিকে ফ্যাক্টওয়াচ মিথ্যা সাব্যস্ত করছে।

আপনি কি এমন কোন খবর দেখেছেন যার সত্যতা যাচাই করা প্রয়োজন?
কোন বিভ্রান্তিকর ছবি/ভিডিও পেয়েছেন?
নেটে ছড়িয়ে পড়া কোন গুজব কি চোখে পড়েছে?

এসবের সত্যতা যাচাই করতে আমাদেরকে জানান।
আমাদেরকে ইমেইল করুনঃ contact@factwatch.org
অথবা ফেইসবুকে মেসেজ দিনঃ facebook.com/fwatch.bangladesh

No Factcheck schema data available.