ভারতের রামমন্দির উদ্বোধনকে স্বাগত জানিয়ে উদ্বোধনের দিন ২২ জানুয়ারিকে একটি জাতীয় উৎসব ঘোষণা করেছে ইসরায়েল – এই দাবিতে একটি পোস্ট সম্প্রতি ফেসবুকে ভাইরাল হয়েছে। ফ্যাক্টওয়াচের অনুসন্ধানে দেখা যাচ্ছে, দাবিটি সম্পূর্ণ ভিত্তিহীন। ভারতীয় ও ইসরায়েলি সংবাদমাধ্যমে এ দাবির সপক্ষে কিছু পাওয়া যায় নি এবং ভারতের ইসরায়েলি দূতাবাসের পক্ষ থেকে এ দাবিকে মিথ্যা জানানো হয়েছে। তাই ফ্যাক্টওয়াচ এ পোস্টকে “মিথ্যা” আখ্যা দিচ্ছে।
গুজবের উৎস
রামমন্দির উদ্বোধনের পরদিন ২৩ জানুয়ারি থেকে কোনো সূত্র উল্লেখ ছাড়াই পোস্টটি ফেসবুকে ছড়াতে থাকে। কিছু পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে, এখানে, এখানে, এখানে।
ফ্যাক্টওয়াচ অনুসন্ধান
ভারতীয়, ইসরায়েলি এবং আন্তর্জাতিক গণমাধ্যমে সন্ধান করে ইসরায়েলের ২২ জানুয়ারিকে জাতীয় উৎসব ঘোষণা দেওয়ার বিষয়ে কোনো সংবাদ খুঁজে পাওয়া যায় না। ভারতের ইসরায়েলি দূতাবাসের ওয়েবসাইট এবং বিভিন্ন সোশাল মিডিয়া হ্যান্ডেলেও এমন কোনো ঘোষণা আসে নি। ভারতে নিযুক্ত ইসরায়েলি রাষ্ট্রদূত Naor Gilon-এর টুইটার অ্যাকাউন্ট থেকেও এমন ঘোষণা দেওয়া হয় নি।
ফ্যাক্টচেকিং সংস্থা Logically Facts-এর প্রতিবেদন থেকে জানা যাচ্ছে, এ দাবির সত্যতা জানতে ভারতের ইসরায়েলি দূতাবাসের সাথে যোগাযোগ করা হলে দূতাবাসের মুখপাত্রের পক্ষ থেকে জানানো হয় যে, ইসরায়েল ২২ জানুয়ারিকে জাতীয় উৎসব হিসেবে কোনো ঘোষণা দেয় নি। ভারতীয় ফ্যাক্টচেকিং সংস্থা বুম লাইভ ইসরায়েলি ফ্যাক্টচেকারদের সাথে যোগাযোগ করে এ দাবির সপক্ষে কোনো প্রমাণ বের করতে পারে নি। তাই দুটো সংস্থাই এ দাবিকে মিথ্যা বলে আখ্যা দিয়েছে।
তাই সার্বিক বিবেচনায় ফ্যাক্টওয়াচ এ পোস্টকে “মিথ্যা” সাব্যস্ত করছে।
এই নিবন্ধটি ফেসবুকের ফ্যাক্ট-চেকিং প্রোগ্রামের নীতি মেনে লেখা হয়েছে।। এর উপর ভিত্তি করে ফেসবুক যে ধরণের বিধিনিষেধ আরোপ করতে পারে, সে সম্পর্কে বিস্তারিত জানুন এখানে। এছাড়া এই নিবন্ধ সম্পর্কে আপনার মূল্যায়ন, সম্পাদনা কিংবা আরোপিত বিধিনিষেধ তুলে নেয়ার জন্য আবেদন করতে এই লিঙ্কের সাহায্য নিন।