সম্প্রতি ফেসবুকে ভাইরাল কিছু পোস্টে দাবি করা হচ্ছে, দেলোয়ার হোসাইন সাঈদীর মৃত্যুতে কাবা শরিফের প্রধান ইমাম শায়েখ ডঃ আব্দুর রহমান আস সুদাইস এক টুইটার বিবৃতিতে শোকবার্তা জানিয়েছেন। ফ্যাক্টওয়াচের অনুসন্ধানে দেখা যাচ্ছে, কাবা শরিফের বর্তমান ইমামের ব্যক্তিগত কোনো টুইটার অ্যাকাউন্ট নেই। অন্যদিকে, মূলধারার কোনো সংবাদমাধ্যম বা নির্ভরযোগ্য কোনো উৎস থেকে উক্ত দাবির সমর্থনে কোনো তথ্য পাওয়া যায়নি। এ কারণে ফ্যাক্টওয়াচ ভাইরাল হওয়া পোস্টগুলোকে “মিথ্যা” হিসেবে চিহ্নিত করেছে।
জামায়াতের নেতা দেলাওয়ার হোসাইন সাঈদী গত ১৪ আগস্ট ঢাকায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন থাকা অবস্থায় মারা যান। তার মৃত্যুকে কেন্দ্র করে ফেসবুকে ভাইরাল কিছু পোস্টে দাবি করা হচ্ছে কাবা শরীফ তথা মসজিদুল হারামের প্রধান ইমাম আব্দুর রহমান আস সুদাইস টুইটারে একটি শোক বার্তা প্রকাশ করেচেন। তাই এ ব্যাপারে নিশ্চিত হওয়ার জন্য আব্দুর রহমান আস-সুদাইসের অফিশিয়াল টুইটার অ্যাকাউন্টের সন্ধান করা হয়। কিন্তু তার নামে অফিশিয়াল কোনো টুইটার অ্যাকাউন্ট খুঁজে পাওয়া যায়নি।
পরবর্তীতে, আব্দুর রহমান আস-সুদাইস নামে একটি ভেরিফাইড ফেসবুক পেইজ খুঁজে পাওয়া যায়। এটি মিশর থেকে পরিচালনা করা হয়। এছাড়াও, এই একই নামের আরও বেশ কিছু আনভেরিফাইড টুইটার এবং ফেসবুক অ্যাকাউন্টও খুঁজে পাওয়া যায়। সেগুলোর কোথাও দেলাওয়ার হোসাইন সাঈদীর জন্য মসজিদুল হারামের প্রধান ইমামের কোনো শোকবার্তা খুঁজে পাওয়া যায়নি।
পরবর্তিতে প্রাসঙ্গিক কিছু কী-ওয়ার্ড ধরে অনুসন্ধান করে সৌদি আরবের রিয়াদ ভিত্তিক সংবাদমাধ্যম Al Arabiya এর অফিশিয়াল ওয়েবসাইটে ২০১৪ সালের ১৮ অক্টোবর প্রকাশিত একটি প্রতিবেদনে বলা হয়েছিল যে, আব্দুর রহমান আস-সুদাইসের টুইটার কিংবা অন্য সামাজিক যোগাযোগ মাধ্যমে কোনো অ্যাকাউন্ট নেই। তবে, ২০১৪ সালের পরে তার কোনো অ্যাকাউন্ট ছিল কি না এ সম্পর্কিত নিশ্চিত কোনো তথ্য খুঁজে পাওয়া যায়নি।
অন্যদিকে বিভিন্ন ভাবে ভিন্ন ভিন্ন কিছু কী-ওয়ার্ড ধরে অনুসন্ধান করেও সাঈদীর মৃত্যুতে আব্দুর রহমান আস সুদাইসের শোকবার্তা সংক্রান্ত কোনো তথ্য জাতীয় বা আন্তর্জাতিক কোনো সংবাদমাধম থেকে পাওয়া যায়নি। আব্দুর রহমান আস সুদাইস যেহেতু মুসলিম বিশ্বের একজন গুরুত্বপুর্ণ ব্যক্তি এবং তাকে সৌদি আরবের একজন মন্ত্রীর পদমর্যাদাও দেয়া হয়েছে, সুতরাং তিনি যদি কারও জন্য শোকবার্তা জানিয়ে থাকেন তাহলে তার উল্লেখ মূলধারার সংবাদমাধ্যমে খুঁজে পাওয়ার কথা।
আতছাড়া, বাংলাদেশ জামায়াতে ইসলামীর অফিশিয়াল ফেসবুক পেইজ থেকে অনেক ইসলামি ব্যক্তিত্বদের তরফ থেকে পাঠানো শোক বার্তা প্রচার করা হয়েছে। সেখানেও আব্দুর রহমান আস- সুদাইসের নামে কোনো শোকবার্তার দাবি করা হয় নি।
অতএব, সবকিছু বিবেচনা করে ফ্যাক্টওয়াচ ভাইরাল হওয়া পোস্টগুলোকে “মিথ্যা” সাব্যস্ত করছে।
এই নিবন্ধটি ফেসবুকের ফ্যাক্ট-চেকিং প্রোগ্রামের নীতি মেনে লেখা হয়েছে।। এর উপর ভিত্তি করে ফেসবুক যে ধরণের বিধিনিষেধ আরোপ করতে পারে, সে সম্পর্কে বিস্তারিত জানুন এখানে। এছাড়া এই নিবন্ধ সম্পর্কে আপনার মূল্যায়ন, সম্পাদনা কিংবা আরোপিত বিধিনিষেধ তুলে নেয়ার জন্য আবেদন করতে এই লিঙ্কের সাহায্য নিন।