যা দাবি করা হচ্ছেঃ ফেসবুকে ভাইরাল হওয়া এই ছবিগুলো ভারতে ভেঙে ফেলা বাবরি মসজিদের।
অনুসন্ধানে যা পাওয়া যাচ্ছেঃ দাবিটি বিভ্রান্তিকর। এই ছবিগুলো বাবরি মসজিদের নয় বরং ভারতে অবস্থিত তিনটি আলাদা আলাদা মসজিদের ছবি। এর মধ্যে একটি ছবি হচ্ছে কর্নাটকে অবস্থিত গুলবার্গ দুর্গের জামে মসজিদের, একটি নয়াদিল্লির ফিরোজশাহ কোটলা মসজিদের এবং দুইটি পানিপথের কাবুলি বাগ মসজিদের।
অযোধ্যার রাম মন্দির যে স্থানে নির্মাণ করা হয়েছে সেখানেই একসময় বাবরি মসজিদ অবস্থিত ছিল। মসজিদটি ১৯৯২ সালে ভেঙে ফেলা হয় এবং সেই স্থানে রাম মন্দির নির্মানের উদ্দেশ্যে ২০২০ সালের ৫ আগস্ট ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। নির্মাণ শেষে মন্দিরটি গত ২২ জানুয়ারি ২০২৪ উদ্বোধন করা হয়। এই ঘটনাকে কেন্দ্র করে বাবরি মসজিদ দাবিতে চারটি আলাদা আলাদা ছবি ফেসবুকে শেয়ার করা হচ্ছে। তাই এ ব্যাপারে নিশ্চিত তথ্য জানার জন্য ছবিগুলো ব্যবহার করে রিভার্স ইমেজ অনুসন্ধান করা হয়। অনুসন্ধানের মাধ্যমে জানা যায় যে, ছবিগুলোর সাথে বাবরি মসজিদ বা রামমন্দিরের কোনো সম্পর্ক নেই। বাবরি মসজিদের নামে ভাইরাল ছবিগুলো সম্পর্কে ফ্যাক্টওয়াচের গবেষণা থেকে নিম্নোক্ত তথ্য জানা গেছে:
ছবি ১:
এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা কিডস-এর ওয়েবসাইটে ভাইরাল এই ছবিটি খুঁজে পাওয়া যায়। সেখানে ছবিটির বর্ণনায় উল্লেখ করা হয়েছে যে, এটা ভারতের কর্নাটকে অবস্থিত গুলবার্গ দুর্গের জামে মসজিদের ছবি। পরবর্তীতে এই সূত্র ধরে প্রাসঙ্গিক কিছু কি-ওয়ার্ড ব্যবহার করে অনুসন্ধান করে ইন্টারনেট ফটো লাইব্রেরি অ্যালামিতে মসজিদিটির ভিন্ন দৃষ্টিকোণ থেকে ২০১৮ সালের ১৬ ডিসেম্বর ধারণ করা একটি ছবি পাওয়া যায়। সেখানেও ছবিটিকে গুলবার্গ দুর্গের জামে মসজিদের বলে উল্লেখ করা হয়।
ছবি ২ :
এই ছবিটি ট্যুর মাই ইন্ডিয়া নামের একটি ট্রাভেল এজেন্সির ওয়েবসাইটে “সমৃদ্ধ মুঘল শিল্প ও স্থাপত্য: ভারতের ঐতিহাসিক স্মৃতিস্তম্ভ (অনুবাদিত)” শিরোনামে একটি নিবন্ধে খুঁজে পাওয়া যায়, যেখানে মসজিদটিকে ভারতের হরিয়ানার পানিপথে অবস্থিত কাবুলিবাগ মসজিদ বলে উল্লেখ করা হয়। পরবর্তিতে ইন্টারনেট ফটো লাইব্রেরি ফ্লিকারে ভিন্ন অ্যাঙ্গেল থেকে তোলা পানিপথের কাবুলিবাগ মসজিদের একটি ছবির সাথেও ভাইরাল ছবিটির অনেক মিল পাওয়া যায়।
ছবি ৩:
হরিয়ানা পর্যটনের অফিসিয়াল ওয়েবসাইট থেকে নিশ্চিত হওয়া যায়, এই ছবিটিও পানিপথের কাবুলিবাগ মসজিদের একটি ছবি।
ছবি ৪:
এপি ইমেজ এর অফিশিয়াল ওয়েবসাইটে ২০০৮ সালের ৯ ডিসেম্বর আপলোড করা ভাইরাল এই ছবিটির অনুরূপ একটি ছবি খুঁজে পাওয়া যায়। ছবিটি মূলত একই তারিখে নয়া দিল্লীর ফিরোজ শাহ কোটলা মসজিদে ঈদ-উল আযহার নামাজ আদায় করার সময়কার। এর পরেও এই মসজিদে বিভিন্ন সময় মুসল্লিদের নামাজ আদায় করতে দেখা গেছে।
অন্যদিকে, ভেঙে ফেলা বাবরি মসজিদ দেখতে কেমন ছিল তা জানতে প্রাসঙ্গিক কিছু কি-ওয়ার্ড ধরে অনুসন্ধান করে আল জাজিরার অফিসিয়াল ওয়েবসাইটে উক্ত মসজিদের ছবি খুঁজে পাওয়া যায়। কিন্তু, তার সাথে আলোচিত মসজিদগুলোর কোনো মিল নেই।
সুতরাং, সবকিছু বিবেচনা করে ফ্যাক্টওয়াচ ভাইরাল হওয়া পোস্টগুলোকে “বিভ্রান্তিকর” হিসেবে সাব্যস্ত করেছে।
এই নিবন্ধটি ফেসবুকের ফ্যাক্ট-চেকিং প্রোগ্রামের নীতি মেনে লেখা হয়েছে।। এর উপর ভিত্তি করে ফেসবুক যে ধরণের বিধিনিষেধ আরোপ করতে পারে, সে সম্পর্কে বিস্তারিত জানুন এখানে। এছাড়া এই নিবন্ধ সম্পর্কে আপনার মূল্যায়ন, সম্পাদনা কিংবা আরোপিত বিধিনিষেধ তুলে নেয়ার জন্য আবেদন করতে এই লিঙ্কের সাহায্য নিন।