ফেসবুকে ৩০ সেকেন্ডের একটি ভিডিও শেয়ার করে দাবি করা হচ্ছে, ভারতে গরুর মাংস বিক্রি করার অপরাধে এই রমজান মাসে মুসলিমদের ঘরবাড়ি ভেঙ্গে ফেলেছে গুজরাটের ‘উগ্র’ হিন্দু প্রশাসন। ভিডিওটি নিয়ে ফ্যাক্টওয়াচের অনুসন্ধানে দেখা যায়, ভাইরাল ভিডিওটি চলতি রমজান মাসের নয় এবং এটির সঙ্গে গরু মাংস বিক্রয়ের কোনো সম্পর্ক নেই। মূলত এই বছরের জানুয়ারিতে ভারতের গুজরাটের দেবভূমি দ্বারকাতে ‘অবৈধ’ আখ্যা দিয়ে শতাধিক স্থাপনা উচ্ছেদ করা হয়। ভাইরাল ভিডিওটি এই ঘটনার।
দাবিটির সত্যতা যাচাইয়ে রিভার্স ইমেজ সার্চে বিবিসি নিউজের গুজরাটি সংস্করণের একটি প্রতিবেদনে ভাইরাল ভিডিওটি পাওয়া যায়। বিবিসি গত ১৯ জানুয়ারি প্রতিবেদনটি প্রকাশ করে।
প্রতিবেদনটি থেকে জানা যায়, ১৮ জানুয়ারি পর্যন্ত দেবভূমি দ্বারকা জেলার বেট দ্বারকা, দ্বারকা শহর এবং ওখাতে উচ্ছেদ অভিযানে মোট ৫২৫টি ‘অবৈধ’ স্থাপনা ভেঙে ফেলা হয়। বেট দ্বারকায় তিন শতাধিক ‘অবৈধ’ স্থাপনা ছিল। এর মধ্যে ৬টি ধর্মীয় স্থান এবং ৩টি বাণিজ্যিক স্থাপনাও রয়েছে।
বিবিসি নিউজ গুজরাটির ইউটিউব চ্যানেলেও ভিডিওটি পাওয়া যায়। এতে ভিডিওটি ১৮ জানুয়ারি পোস্ট করা হয়।
ভিডিওটি সম্পর্কে ক্যাপশনে বলা হয়েছে, বেট দ্বারকায় সাত দিনব্যাপী ‘অবৈধ’ দখল উচ্ছেদ অভিযানে ৩৫০টিরও বেশি বাড়ি ভেঙে ফেলা হয়েছে। এই উচ্ছেদের ফলে প্রায় ১ হাজার পরিবার গৃহহীন হয়ে পড়েছে। প্রশাসনের মতে, এই বাড়িগুলো ‘অবৈধভাবে’ নির্মিত হয়েছিল এবং সরকারি জমি দখল করে রাখা হয়েছিল।
একই ঘটনা নিয়ে একাধিক ভারতীয় সংবাদমাধ্যমে সে সময় প্রতিবেদন প্রকাশ হয়েছে। এমন কিছু প্রতিবেদন দেখুন এখানে, এখানে।
এসব প্রতিবেদনেও ঘটনাটিকে ‘অবৈধ স্থাপনা’ উচ্ছেদ হিসেবে উল্লেখ করা হয়েছে।
এসব তথ্যের ভিত্তিতে এটি নিশ্চিত হওয়া যায়, ভারতে গরুর মাংস বিক্রি করার অপরাধে রমজান মাসে মুসলিমদের ঘরবাড়ি ভেঙ্গে ফেলার দাবিতে প্রচারিত ভিডিওটি ভিন্ন ঘটনার। তাই ফ্যাক্টওয়াচ দাবিটিকে মিথ্যা হিসেবে সাব্যস্ত করছে।
Claim: ফেসবুকে ৩০ সেকেন্ডের একটি ভিডিও শেয়ার করে দাবি করা হচ্ছে, ভারতে গরুর মাংস বিক্রি করার অপরাধে এই রমজান মাসে মুসলিমদের ঘরবাড়ি ভেঙ্গে ফেলেছে গুজরাটের ‘উগ্র’ হিন্দু প্রশাসন।
Claimed By: Facebook Users
Rating: False
এই নিবন্ধটি ফেসবুকের ফ্যাক্ট-চেকিং প্রোগ্রামের
নীতি মেনে লেখা হয়েছে। এর উপর ভিত্তি করে ফেসবুক যে ধরণের বিধিনিষেধ আরোপ করতে পারে, সে সম্পর্কে বিস্তারিত জানুন এখানে।
এছাড়া এই নিবন্ধ সম্পর্কে আপনার মূল্যায়ন, সম্পাদনা কিংবা আরোপিত বিধিনিষেধ তুলে নেয়ার জন্য আবেদন করতে এই লিঙ্কের সাহায্য নিন।
কোনো তথ্যের সত্যতা যাচাই করতে আমাদেরকে ইমেইল করুনঃ contact@fact-watch.org অথবা ফেইসবুকে মেসেজ দিনঃ facebook.com/fwatch.bangladesh