ধ্রুব রাঠি কি বাংলাদেশে চলমান কোটা আন্দোলন নিয়ে মন্তব্য করেছেন?

31
ধ্রুব রাঠি কি বাংলাদেশে চলমান কোটা আন্দোলন নিয়ে মন্তব্য করেছেন?
ধ্রুব রাঠি কি বাংলাদেশে চলমান কোটা আন্দোলন নিয়ে মন্তব্য করেছেন?

Published on: [July 18,2024]

ফেসবুকে যা ছড়াচ্ছেঃ ভারতের ইউটিউবার ধ্রুব রাঠি তার এক্স ( সাবেক টুইটার) অ্যাকাউন্ট থেকে বাংলাদেশে চলমান  আন্দোলন নিয়ে পোস্ট করেছেন।

আসল ঘটনাঃ দাবিটি মিথ্যা। বাস্তবে এটা ধ্রুব রাঠি (Dhruv Rathee) এর প্যারোডি এক্স অ্যাকাউন্ট। তার আসল এক্স অ্যাকাউন্ট থেকে বাংলাদেশে চলমান কোটা সংস্কার আন্দোলন সম্পর্কিত কোনো পোষ্ট পাওয়া যায়নি।

ফেসবুকে ছড়িয়ে পড়া এমন কিছু পোষ্ট দেখুন এখানে, এখানে, এখানে, এখানে এবং এখানে

 ফ্যাক্টওয়াচের অনুসন্ধানঃ

ফেসবুকে শেয়ার হওয়া পোষ্টগুলোতে দাবি করা হচ্ছে যে, ধ্রুব রাঠি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে নিজের ভেরিফাইড অ্যাকাউন্ট থেকে বাংলাদেশে চলমান কোটা সংস্কার আন্দোলনের সমর্থনে বেশ কিছু কন্টেন্ট শেয়ার করেছেন। এই দাবি প্রমাণ করার জন্য কন্টেন্টগুলোর ছবিও যুক্ত করা হয়েছে। তাই এ ব্যাপারে নিশ্চিত হওয়ার জন্য শুরুতেই ছবিগুলো বিশ্লেষণ করে দেখে ফ্যাক্টওয়াচ টিম। সবগুলো ছবিতে প্রোফাইলের নামের সাথে প্যারোডি লেখা দেখতে পাওয়া যায়।

প্যারোডি অ্যাকাউন্ট সামাজিক যোগাযোগ মাধ্যম, বিশেষ করে এক্সে একটি জনপ্রিয় চর্চা। যে অ্যাকাউন্টগুলো কোনো ব্যক্তি, গোষ্ঠী বা সংস্থার নাম ব্যবহার করে আলোচনা, ব্যঙ্গ, বা সেই সত্তা সম্পর্কে তথ্য প্রকাশ করে সেগুলো প্যারোডি অ্যাকাউন্ট হিসাবে পরিচিত৷ এই অ্যাকাউন্ট ব্যবহারকারীরা প্রায়ই বিভ্রান্তি এড়াতে ব্যবহারকারীর নাম বা বায়োতে “প্যারোডি” শব্দটি ব্যবহার করে। এক্সে ধ্রুব রঠির নাম ব্যবহার করে অনুসন্ধান করলে তার নামে কমপক্ষে তিনটি প্যারোডি অ্যাকাউন্ট খুঁজে পাওয়া যায়। আদতে সেগুলো তার নিজস্ব ভেরিফাইড অ্যাকাউন্ট নয়। অর্থাৎ, প্যারোডি অ্যাকাউন্টে থাকা কোনো তথ্য, ছবি বা ভিডিওর দায় ধ্রুব রঠির নয়।

এগুলোর মধ্যে প্রথম প্যারোডি এক্স অ্যাকাউন্টটিতে প্রবেশ করলে ফেসবুকে ভাইরাল ছবিগুলো খুঁজে পাওয়া যায়। তাছাড়া এই অ্যাকাউন্টের বায়োতে উল্লেখ করা হয়। “এটা ফ্যান এবং প্যারোডি অ্যাকাউন্ট এবং ধ্রুব রঠির আসল অ্যাকাউন্টের সাথে সংযুক্ত নয়।”

অন্যদিকে, তার আসল এক্স অ্যাকাউন্ট থেকে বাংলাদেশে চলমান কোটা সংস্কার আন্দোলন সম্পর্কিত কোনো পোষ্ট পাওয়া যায়নি।

যেহেতু ‘ধ্রুব রঠি বাংলাদেশে চলমান কোটা সংস্কার আন্দোলনের সমর্থন করেছেন’ এই দাবিটির সমর্থনে নির্ভরযোগ্য কোনো প্রমাণ পাওয়া যায়নি, সুতরাং ফ্যাক্টওয়াচের বিবেচনায় ভাইরাল পোষ্টগুলো মিথ্যা।

 

 

 

No Factcheck schema data available.