সম্প্রতি একটি আরবি ক্যালিগ্রাফিকে ডিজিটাল প্রযুক্তির সহায়তায় সম্পাদনা করে ভিন্ন রূপ দিয়ে সামাজিক মাধ্যমে প্রচার করার প্রমাণ পেয়েছে ফ্যাক্টওয়াচ। অনুসন্ধানে দেখা গেছে, মূল ক্যালিগ্রাফির সাথে আমাদের আলোচিত ক্যালিগ্রাফের কোন মিল নেই। এসব বিবেচনা করে ফ্যাক্টওয়াচ ডিজিটালি সম্পাদনা করা পোস্টগুলোকে “বিকৃত” বলে সাব্যস্ত করছে। এরকম একটি পোস্ট এখানে যুক্ত করা হলো।
সম্পাদিত আরবি ক্যালিগ্রাফিটির আসল রূপ কেমন ছিল তা দেখতে আমরা সেটি নিয়ে রিভার্স ইমেজ সার্চ পদ্ধতিতে অনুসন্ধান করি। আমাদের অনুসন্ধানে আলোচিত ক্যালিগ্রাফিটির সাথে প্রায় মিলে যায় এমন একটি ছবি খুঁজে পাওয়া গেছে। আমরা মূল ক্যালিগ্রাফিটির যে ছবি খুঁজে পেয়েছি সেখানে দৃশ্যমান আরবি ক্যালিগ্রাফিটি আগের ক্যালিগ্রাফিটির মতো নয়। বরং সেখানে বেশকিছু পরিবর্তন লক্ষ্য করা গেছে। নিচে দুটো ছবি পাশাপাশি রেখে পার্থক্যগুলো চিহ্নিত করা হলো:
উপরের ছবিটি দেখে বুঝা যাচ্ছে যে, বামপাশের ছবিটিকে ডিজিটাল প্রযুক্তির সহায়তায় সম্পাদনা করে ডানপাশের ছবিতে আরবি ক্যালিগ্রাফিটিকে ভিন্ন রূপ দেয়া হয়েছে।
তাই, সবকিছু বিবেচনা করে ফ্যাক্টওয়াচ এই ধরনের পোস্টগুলোকে বিকৃত বলে সাব্যস্ত করছে।
এই নিবন্ধটি ফেসবুকের ফ্যাক্ট-চেকিং প্রোগ্রামের নীতি মেনে লেখা হয়েছে।। এর উপর ভিত্তি করে ফেসবুক যে ধরণের বিধিনিষেধ আরোপ করতে পারে, সে সম্পর্কে বিস্তারিত জানুন এখানে। এছাড়া এই নিবন্ধ সম্পর্কে আপনার মূল্যায়ন, সম্পাদনা কিংবা আরোপিত বিধিনিষেধ তুলে নেয়ার জন্য আবেদন করতে এই লিঙ্কের সাহায্য নিন।