রেললাইনটি বেঁকে গিয়েছিল ভূমিকম্পে, প্রচণ্ড তাপে নয়

12
রেললাইনটি বেঁকে গিয়েছিল ভূমিকম্পে, প্রচণ্ড তাপে নয়
রেললাইনটি বেঁকে গিয়েছিল ভূমিকম্পে, প্রচণ্ড তাপে নয়

Published on: [post_published]

রোদের প্রচণ্ড তাপে রেললাইন বেঁকে গেছে — এমন দাবিতে সম্প্রতি একটি ছবি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। কিন্তু অনুসন্ধানে দেখা যাচ্ছে রেললাইনের ছবিটি নিউজিল্যান্ডের এবং এটি কমপক্ষে ১২ বছর আগের। আরো জানা যায়, রেললাইনটি এভাবে বেঁকে যাওয়ার কারণ রোদের প্রচণ্ড তাপ নয় বরং একটি ভূমিকম্প।  

এমন কয়েকটি ফেসবুক পোস্ট দেখুন এখানে, এখানে এবং এখানে

ভাইরাল এই ছবিটির উৎস অনুসন্ধান করা হলে ৫ জুন ২০১৮ এ প্রকাশিত দি সানের একটি প্রতিবেদন পাওয়া যায়। প্রতিবেদনটি এমন কিছু ছবি দিয়ে সাজানো যেসব ছবি দেখতে “ফটোশপড” মনে হলেও আসলে সত্যি। সেখানে রেললাইনের এই ছবিটি পাওয়া যায়। উক্ত ছবির বর্ণনায় স্পষ্ট লেখা আছে, ভূমিকম্পের কারণে এই রেললাইনটি বেঁকে গিয়েছিলো। তবে সেখানে ছবিটি কোথায় বা কখন তোলা হয়েছে সে ব্যাপারে বিস্তারিত কোনো তথ্য পাওয়া যায়নি।

পুনরায় অনুসন্ধানের মাধ্যমে, ০২ নভেম্বর, ২০১০ এ আমেরিকান জিওফিজিক্যাল ইউনিয়ন প্রকাশিত একটি ব্লগপোস্ট পাওয়া যায়। “The Canterbury Earthquake: Images of the distorted railway line” শিরোনামে প্রকাশিত এই ব্লগপোস্টে বর্তমানে ভাইরাল এই ছবিটি খুঁজে পাওয়া যায়। জানা যায়, ০৪ সেপ্টেম্বর, ২০১০ এ নিউজিল্যান্ডের ক্যান্টারবিউরিতে ৭.১ মাত্রার একটি ভূমিকম্প হয়। মূলত সেই ভূমিকম্পের কারণে সেই রেললাইনটি ক্ষতিগ্রস্ত হয়। এর তিনদিন পর বেঁকে যাওয়া রেললাইনটি পুনরায় মেরামত করা হয়।

 

সুতরাং, বিষয়টি পরিষ্কার যে, ভাইরাল এই ছবিতে দেখানো বেঁকে যাওয়া রেললাইনের ছবিটি নিউজিল্যান্ডের এবং এটি ২০১০ সালের। এর এমন বেঁকে যাওয়ার কারণ প্রচণ্ড রোদের তাপ নয় বরং সেসময়কার ৭.১ মাত্রার একটি ভূমিকম্প। তাই এই ছবির সাথে ব্যবহৃত ক্যাপশনটিকে ফ্যাক্টওয়াচ “মিথ্যা” চিহ্নিত করছে।

 

আপনি কি এমন কোন খবর দেখেছেন যার সত্যতা যাচাই করা প্রয়োজন?
কোন বিভ্রান্তিকর ছবি/ভিডিও পেয়েছেন?
নেটে ছড়িয়ে পড়া কোন গুজব কি চোখে পড়েছে?

এসবের সত্যতা যাচাই করতে আমাদেরকে জানান।
আমাদেরকে ইমেইল করুনঃ contact@factwatch.org
অথবা ফেইসবুকে মেসেজ দিনঃ facebook.com/fwatch.bangladesh

No Factcheck schema data available.