সদ্য গঠিত অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. ইউনূস রাষ্ট্র সংস্কারের জন্য ৬ বছর ক্ষমতা পাচ্ছেন – চ্যানেল ২৪ ও যমুনা টিভিকে সূত্র উল্লেখ করে এমন সংবাদ ফেসবুকে ছড়িয়ে পড়েছে। ফ্যাক্টওয়াচের অনুসন্ধানে দেখা যাচ্ছে, চ্যানেল ২৪ এবং যমুনা টিভিসহ অন্য কোনো সংবাদমাধ্যমে এমন খবর প্রকাশিত হয় নি। চ্যানেল ২৪-এর অফিসিয়াল ফেসবুক পেইজ থেকে ইতোমধ্যে একটি পোস্টের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। তাই ফ্যাক্টওয়াচ এ পোস্টকে “মিথ্যা” আখ্যা দিচ্ছে।
যমুনা টিভির ফেসবুক পেজ থেকে এখনো কোনো ডিসক্লেইমার প্রচার করা হয়নি, তবে তাদের ফেসবুক পেজে এমন কোনো ফটোকার্ড দেখা যাচ্ছেনা । ছড়িয়ে পড়া কার্ডের সাথে যমুনা টিভির অন্যান্য কার্ডেও অমিল দেখা যাচ্ছে।
অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ কতোদিন হবে, অন্যান্য সংবাদমাধ্যমও এ সম্পর্কে কোনো রিপোর্ট করে নি। সরকারের উপদেষ্টাও এখন পর্যন্ত এ ব্যাপারে কিছু জানায় নি।
তাই উপযুক্ত ভিত্তি না থাকায় সার্বিক বিবেচনায় ফ্যাক্টওয়াচ এই পোস্টকে মিথ্যা সাব্যস্ত করছে।
এই নিবন্ধটি ফেসবুকের ফ্যাক্ট-চেকিং প্রোগ্রামের নীতি মেনে লেখা হয়েছে।। এর উপর ভিত্তি করে ফেসবুক যে ধরণের বিধিনিষেধ আরোপ করতে পারে, সে সম্পর্কে বিস্তারিত জানুন এখানে। এছাড়া এই নিবন্ধ সম্পর্কে আপনার মূল্যায়ন, সম্পাদনা কিংবা আরোপিত বিধিনিষেধ তুলে নেয়ার জন্য আবেদন করতে এই লিঙ্কের সাহায্য নিন।