তুর্কী মঞ্চনাটকের ভিডিওকে কান চলচ্চিত্র উৎসব বিজয়ী শর্ট ফিল্ম দাবি

85
তুর্কী মঞ্চনাটকের ভিডিওকে কান চলচ্চিত্র উৎসব বিজয়ী শর্ট ফিল্ম দাবি
তুর্কী মঞ্চনাটকের ভিডিওকে কান চলচ্চিত্র উৎসব বিজয়ী শর্ট ফিল্ম দাবি

Published on: [post_published]

সম্প্রতি “পাঁচ মিনিটের ইরানের একটা শর্ট ফিল্ম। এ বছর কান চলচ্চিত্র উৎসবে প্রথম পুরষ্কার পেয়েছে”- ক্যাপশনে একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। অনুসন্ধানে দেখা যায়, ৭৫তম কান চলচ্চিত্র উৎসব ২০২২ তারিখের বেস্ট শর্ট ফিল্ম পুরষ্কারটি পেয়েছে The Water Murmurs নামক চীনা চলচ্চিত্র। ২৭ বছর বয়সী চীনা পরিচালক Jianying Chen এর পরিচালক। এছাড়াও ভাইরাল ভিডিওটি ২০২২ এর আগে বিভিন্ন সময়ে ইউটিউবে একাধিক ক্যাপশনে প্রকাশিত হয়েছে। এ থেকে নিশ্চিত হওয়া যায় যে, ভিডিওটি সাম্প্রতিক সময়ের নয় ও এ বছর কান চলচ্চিত্র উৎসবে প্রথম পুরষ্কার পায়নি। সঙ্গত কারণে ভাইরাল ভিডিওটিতে ব্যবহৃত এসকল ক্যাপশনগুলোকে ফ্যাক্টওয়াচ “মিথ্যা” চিহ্নিত করেছে।

বিভিন্ন ফেসবুক পেজ, ব্যক্তিগত একাউন্ট থেকে প্রকাশিত এমন কিছু ফেসবুক পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে, এখানে এবং এখানে। স্ক্রিনশট দেখুন নিচে:


ফ্যাক্টওয়াচের অনুসন্ধান: ভাইরাল ভিডিওটিতে ব্যবহৃত ক্যাপশনের সত্যতা জানতে গুগল সার্চ করে  দেখা গেছে ৭৫ তম কান চলচ্চিত্র উৎসব ২০২২ তারিখের বেস্ট শর্ট ফিল্ম পুরষ্কারটি চীনা পরিচালক  “Jianying Chen” পেয়েছেন তার নির্মিত শর্ট ফিল্মটির নাম “The Water Murmurs”। Forbes থেকে প্রকাশিত একটি প্রবন্ধ দেখুন এখানে। স্ক্রিনশট দেখুন নিচে..

সাম্প্রতিক সময়ে উক্ত ক্যাপশনে ভাইরাল ভিডিওটির সম্পর্কে  জানতে বিভিন্ন কী-ওয়ার্ড সার্চে দেখা যায় ১০ মাস আগে ভিডিওটি “Sorry Oscar Wining short Flim” ক্যাপশনে ইউটিউবে আপলোড করা হয়েছিল। ভিডিওটি দেখুন এখানে

পরবর্তীতে আরও বিস্তারিত জানতে বিভিন্ন কী-ওয়ার্ড সার্চে দেখা যায় এই ভিডিওটি Aristokratlar-Ota ক্যাপশনে ZO’R TV নামক ইউটিউব চ্যানেলে  ৭ ডিসেম্বর ২০১৯ তারিখে   আপলোড করা হয়েছে। ভিডিওটি দেখুন এখানে

ভিডিওটি দেখে বোঝা যায় এটি একটি মঞ্চ নাটক।  সুতরাং দুই বছর আগে ইউটিউবে প্রকাশিত এই ভিডিওটি মূলত একটি মঞ্চ নাটকের পরিপূর্ণ অংশবিশেষ।

যেকারণে পুরনো ভিডিও মিথ্যা ক্যাপশনে শেয়ার করার কারণে এসকল পোস্টগুলোকে ফ্যাক্টওয়াচ “মিথ্যা” সাব্যস্ত করেছে।

 

আপনি কি এমন কোন খবর দেখেছেন যার সত্যতা যাচাই করা প্রয়োজন?
কোন বিভ্রান্তিকর ছবি/ভিডিও পেয়েছেন?
নেটে ছড়িয়ে পড়া কোন গুজব কি চোখে পড়েছে?

এসবের সত্যতা যাচাই করতে আমাদেরকে জানান।
আমাদেরকে ইমেইল করুনঃ contact@factwatch.org
অথবা ফেইসবুকে মেসেজ দিনঃ facebook.com/fwatch.bangladesh

No Factcheck schema data available.