সম্প্রতি আইভরিকোস্টের সাবেক ফুটবলার দিদিয়ার দ্রগবা ইসলাম ধর্ম গ্রহণ করেছেন — এমন একটি তথ্যসহ কিছু ছবি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। অনুসন্ধানে দেখা যাচ্ছে, তথ্যটি ভুয়া। তিনি ইসলাম গ্রহণ করেননি। দিদিয়ার দ্রগবা তাঁর অফিসিয়াল টুইটার একাউন্টে একটি টুইটের মাধ্যমে তা নিশ্চিত করেছেন।
উক্ত পোস্টে থাকা বিভিন্ন ছবির সাহায্যে অনুসন্ধান করা হলে বিভিন্ন গণমাধ্যমের অনেকগুলো প্রতিবেদন পাওয়া যায়। এর মধ্যে বিবিসির একটি প্রতিবেদন থেকে জানা যায়, ড. মোহাম্মদ সালাহ যিনি একজন ইসলামিক পন্ডিত, তার অফিসিয়াল টুইটার থেকে ভাইরাল এসব ছবিগুলো পোস্ট করা হয় এবং দাবি করা হয় দ্রগবা ইসলাম গ্রহণ করেছেন। পরবর্তীতে তিনি লেখাগুলো মুছে এবং বলেন, দ্রগবা ইসলাম গ্রহণ করেনি তবে তিনি আশাবাদী হয়তো কোনদিন আবার গ্রহণ করবেন।
এর প্রেক্ষিতে দ্রগবার অফিসিয়াল টুইটার হ্যান্ডেলে অনুসন্ধান করা হলে, তার টুইটটি খুঁজে পাওয়া যায়।
This story is going viral 😅 but I haven’t changed religion.
This was just me paying respect to my Muslim brothers i was visiting in my village. A moment of togetherness.
Much love and blessings to all 🙏🏾
সেখানে দ্রগবা বলছেন, এই ছবিগুলো তার গ্রামের বাড়িতে তোলা। ছবিতে তাকে “দোয়া” পড়ার ভঙ্গিতে দেখা যায়। এর কারণ হিসেবে দ্রগবা বলেন মুসলিম ভাই/বন্ধুদের প্রতি সম্মান দেখাচ্ছিলেন তিনি।
সেখানে ইসলাম গ্রহণের বিষয়ে তিনি বলেন, তিনি তার ধর্ম পরিবর্তন করেননি। অর্থ্যাৎ, তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেননি। এছাড়া বিবিসির এই প্রতিবেদন থেকেও এই তথ্যটি জানা যায়।
উল্লেখ্য, দিদিয়ার দ্রগবা আইভোরিকোস্টের ফুটবলার। এছাড়া ইংলিশ ক্লাব চেলসির হয়েও ফুটবল খেলেছেন তিনি। গত ২০১৮ সালে তিনি অবসরের ঘোষণা দেন। তার ধর্মীয় পরিচয় থেকে জানা যায়, তিনি খ্রিস্টান এবং নিজ দেশের চার্চগুলোর সাথেও তার ভালো যোগাযোগ আছে।
সুতরাং, বিষয়টি নিশ্চিত যে আইভরিকোস্টের সাবেক ফুটবলার দিদিয়ার দ্রগবা ইসলাম ধর্ম গ্রহণ করেননি।
আপনি কি এমন কোন খবর দেখেছেন যার সত্যতা যাচাই করা প্রয়োজন? কোন বিভ্রান্তিকর ছবি/ভিডিও পেয়েছেন? নেটে ছড়িয়ে পড়া কোন গুজব কি চোখে পড়েছে?