পুরোনো ভিডিওকে সমন্বয়কদের বিরুদ্ধে সাম্প্রতিক সময়ের আন্দোলন দাবিতে প্রচার

31
পুরোনো ভিডিওকে সমন্বয়কদের বিরুদ্ধে সাম্প্রতিক সময়ের আন্দোলন দাবিতে প্রচার
পুরোনো ভিডিওকে সমন্বয়কদের বিরুদ্ধে সাম্প্রতিক সময়ের আন্দোলন দাবিতে প্রচার

সম্প্রতি ফেসবুকে একটি ভিডিও ছড়িয়ে পড়েছে, যেখানে দাবি করা হচ্ছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের বিরুদ্ধে আন্দোলনে নেমেছে সাধারণ জনগণ। ভিডিওতে ‘’ভুয়া ভুয়া”, ”আমার ভাইয়ের রক্ত, বৃথা যেতে দেবোনা” – এ ধরনের বিভিন্ন স্লোগান দিতে দেখা যাচ্ছে। তবে ফ্যাক্টওয়াচের অনুসন্ধানে জানা যাচ্ছে, এটি সমন্বয়কদের বিরুদ্ধে সাধারণ জনগণের আন্দোলনের কোনো সাম্প্রতিক ভিডিও নয়, বরং ২০২৪ সালের ১৬ জুলাই কোটা সংস্কার আন্দোলনের পক্ষে গাজীপুরের শিক্ষার্থীদের মিছিলের পুরোনো ভিডিও। 

বিভ্রান্তির উৎস

২২ জানুয়ারি থেকে ভিডিওটি ফেসবুকে উক্ত দাবিতে প্রচার হতে থাকে। কিছু পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে, এখানে, এখানে, এখানে। 

ফ্যাক্টওয়াচের অনুসন্ধান 

ভিডিওর কিছু কি-ফ্রেমের সাহায্যে রিভার্স ইমেজ সার্চ করে “SM Nayeem Hasan” নামক একটি ফেসবুক অ্যাকাউন্ট থেকে ২০২৪ সালের ১৬ জুলাই “অস্তিত্বের লড়াইয়ে, ডুয়েট, গাজীপুর” ক্যাপশনে শেয়ার করা একটি ভিডিও পাওয়া যাচ্ছে, যার সাথে আলোচ্য ভিডিওটি হুবহু মিলে যাচ্ছে।

আরো নিশ্চিত হতে ভিডিওটি ভালোমতো পর্যবেক্ষণ করলে এতে “অঙ্কুর ক্যাডেট একাডেমি” লেখা একটি সাইনবোর্ড দেখা যায়। গুগল ম্যাপের মাধ্যমে জায়গাটি চিহ্নিত করা যায় এবং নিশ্চিত হওয়া যায় যে এটি গাজীপুরেই অবস্থিত।

এছাড়া জাতীয় গণমাধ্যমে সাম্প্রতিক সময়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের বিরুদ্ধে সাধারণ জনগণের আন্দোলন বা মিছিল করার কোনো তথ্য পাওয়া যায়নি। 

এ থেকে নিশ্চিত হওয়া যায় যে, আলোচিত ভিডিওটি সাম্প্রতিক সময়ের নয়, বরং গত বছরের কোটা সংস্কার আন্দোলনের পক্ষে গাজীপুরের শিক্ষার্থীদের মিছিলের ভিডিও। সঙ্গত কারণে ফ্যাক্টওয়াচ এ ভিডিওকে “মিথ্যা’” সাব্যস্ত করছে।

Claim:
সম্প্রতি ফেসবুকে একটি ভিডিও ছড়িয়ে পড়েছে, যেখানে দাবি করা হচ্ছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের বিরুদ্ধে আন্দোলনে নেমেছে সাধারণ জনগণ। ভিডিওতে ‘’ভুয়া ভুয়া”, ”আমার ভাইয়ের রক্ত, বৃথা যেতে দেবোনা” – এ ধরনের বিভিন্ন স্লোগান দিতে দেখা যাচ্ছে।

Claimed By:
Facebook Users

Rating:
False

এই নিবন্ধটি ফেসবুকের ফ্যাক্ট-চেকিং প্রোগ্রামের নীতি মেনে লেখা হয়েছে। এর উপর ভিত্তি করে ফেসবুক যে ধরণের বিধিনিষেধ আরোপ করতে পারে, সে সম্পর্কে বিস্তারিত জানুন এখানে

এছাড়া এই নিবন্ধ সম্পর্কে আপনার মূল্যায়ন, সম্পাদনা কিংবা আরোপিত বিধিনিষেধ তুলে নেয়ার জন্য আবেদন করতে এই লিঙ্কের সাহায্য নিন।

কোনো তথ্যের সত্যতা যাচাই করতে আমাদেরকে
ইমেইল করুনঃ contact@fact-watch.org
অথবা ফেইসবুকে মেসেজ দিনঃ facebook.com/fwatch.bangladesh