সম্প্রতি ফেসবুকে বাংলাদেশীদের জন্য ২০২৪ সালের আমেরিকান ডিভি লটারিতে আবেদন সংক্রান্ত একটি পোস্ট ফেসবুকে ভাইরাল হয়েছে। সেখানে বলা হচ্ছে ২০২৪ সালের ডিভি লটারিতে বাংলাদেশীদের আবেদনের সুযোগ রয়েছে। ফ্যাক্টওয়াচের অনুসন্ধানে ডিভি লটারির বিষয়ে ইউএস ডিপার্টমেন্ট অফ স্টেটের নির্দেশিকা থেকে জানা যাচ্ছে, বাংলাদেশ সহ ২০ টি দেশ ২০২৪ সালের ডিভি লটারি প্রোগ্রামের আওতার বাইরে। ডিভি লটারির আওতায় ২০০৭ থেকে ২০১২ সাল পর্যন্ত বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রে অভিবাসনের উচ্চহারের কারণে ২০১২ সাল থেকে বাংলাদেশীদের জন্য ডিভি লটারির আবেদন বন্ধ রয়েছে। সামাজিক মাধ্যমে ডিভি লটারিতে আবেদনের নামে প্রতারণামূলক পোস্টের ব্যাপারে মার্কিন দূতাবাস থেকে সতর্ক করে দেওয়া হয়েছে। তাই ফ্যাক্টওয়াচ এসব প্রতারণামূলক পোস্টকে মিথ্যা আখ্যা দিচ্ছে।
এরমধ্যেএকটিওয়েবসাইটলিংকেঢুকেদেখাযাচ্ছে ‘Opportunity for 40,000 Bangladeshis to obtain citizenship in the United States’ ক্যাপশনেঅনলাইননিউজপোর্টালজাগোনিউজডটকমেরএকটিপ্রতিবেদনেরঅংশবিশেষেরছবি।প্রাসঙ্গিককি–ওয়ার্ডধরেজাগোনিউজডটকমথেকে২০২০সালের৫ডিসেম্বরপ্রকাশিতমূলপ্রতিবেদনটিখুঁজেপাওয়াযায়।সেখানেবলাহয়েছে, যুক্তরাষ্ট্রেরফেডারেলকোর্টপ্রেসিডেন্টডোনাল্ডট্রাম্পেরএকটিআইনিপদক্ষেপবাতিলঘোষণাকরায়সাড়েআটলক্ষাধিকতরুণ–তরুণীরআমেরিকায়স্থায়ীভাবেবসবাসেরসুযোগসৃষ্টিহয়, যাদেরমধ্যে৪০হাজারেরবেশিবাংলাদেশিআছেন।উল্লেখ্য, এরায়টিদেওয়াহয়েছেযুক্তরাষ্ট্রেবসবাসরতঅভিবাসীদেরজন্যযারাগ্রিনকার্ডবাস্থায়ীঅভিবাসনেরজন্যলড়াইকরছিলেন।এরসাথেডিভিলটারিরকোনোসম্পর্কনেই।
বাংলাদেশীরামার্কিনডিভিলটারি২০২৪সালেরজন্যমনোনীতকিনাজানতেইন্টারনেটেসন্ধানকরে US Department of State-এরওয়েবসাইটথেকেজানাযাচ্ছে২০২৪সালেরডিভিপ্রোগ্রামেরজন্যবাংলাদেশসহ২০টিদেশেরনাগরিকএপ্রোগ্রামেআবেদনেরঅযোগ্য।
এই নিবন্ধটি ফেসবুকের ফ্যাক্ট-চেকিং প্রোগ্রামের নীতি মেনে লেখা হয়েছে।। এর উপর ভিত্তি করে ফেসবুক যে ধরণের বিধিনিষেধ আরোপ করতে পারে, সে সম্পর্কে বিস্তারিত জানুন এখানে। এছাড়া এই নিবন্ধ সম্পর্কে আপনার মূল্যায়ন, সম্পাদনা কিংবা আরোপিত বিধিনিষেধ তুলে নেয়ার জন্য আবেদন করতে এই লিঙ্কের সাহায্য নিন।