ভূমিকম্পের ভিডিওটি তুরস্কের, কিন্তু সাম্প্রতিক সময়ের নয়

8
ভূমিকম্পের ভিডিওটি তুরস্কের, কিন্তু সাম্প্রতিক সময়ের নয়
ভূমিকম্পের ভিডিওটি তুরস্কের, কিন্তু সাম্প্রতিক সময়ের নয়

Published on: [post_published]

সম্প্রতি তুরস্কে ভয়াবহ ভূমিকম্পের পর সামাজিক মাধ্যমে একটি রান্নাঘরের সিসিটিভি ফুটেজ শেয়ার করা হচ্ছে। ভিডিওটির ক্যাপশনে দাবি করা হচ্ছে যে, ফুটেজটি গত ৬ই ফেব্রুয়ারি, ২০২৩ এ হওয়া তুরস্কের ভূমিকম্পের সময়কার। তবে, ফ্যাক্টওয়াচের অনুসন্ধানে জানা যায় যে, উক্ত ফুটেজটি তুরস্কেরই ২০২০ সালের অক্টোবর মাসে ঘটে যাওয়া অন্য একটি ভূমিকম্পের। অর্থাৎ, ফুটেজটি তুরস্কেরই, কিন্তু প্রায় তিনবছরের পুরনো একটি ভূমিকম্পের সময়কার এবং বর্তমান ঘটনার সাথে এর কোন সম্পর্ক নেই। সঙ্গত কারণে ফ্যাক্টওয়াচ সামাজিক মাধ্যমে শেয়ারকৃত ভিডিওটির ক্যাপশনকে “বিভ্রান্তিকর” বলে সাব্যস্ত করছে।

তিনবছরের পুরনো ভিডিওকে বর্তমান সময়ের দাবি করে সামাজিক মাধ্যমে শেয়ার করা হয়েছে এমন কিছু পোস্টের নমুনা দেখুন এখানে, এখানে, এখানে, এখানে, এবং এখানে

ফ্যাক্টওয়াচের অনুসন্ধান:

সামাজিক মাধ্যমে শেয়ারকৃত ভিডিওটি সাম্প্রতিক তুরস্কে হওয়া ভূমিকম্পের ঘটনার কিনা তা যাচাই করতে আমরা উক্ত ভিডিওটি থেকে স্ক্রিনশট নিয়ে তা ব্যবহার করে গুগল রিভার্স ইমেজ সার্চ করি এবং MEHR News Agency, Milliyet, এবং Twitter এ ৩১ই অক্টোবর, ২০২০ এর একটি ভিডিও খুঁজে পাই। প্রাপ্ত ভিডিওগুলোর সাথে সাম্প্রতিক সময়ে তুরস্কের ভূমিকম্পের ঘটনা দাবি করে শেয়ার হওয়া ভিডিওটির বেশ মিল লক্ষ্য করা যায়। সামাজিক মাধ্যমে তুরস্কের সাম্প্রতিক ভূমিকম্পের ঘটনা দাবি করে শেয়ার হওয়া ভিডিওটির উপরে ডানপাশে তুর্কি নিউজ এজেন্সি  News Agency (DNA/DHA) এবং রাশিয়ান নিউজ এজেন্সি Sputnik এর দুটো লোগো (Logo) ব্যবহার করা হয়েছে যার সাথে MEHR News Agency, Milliyet, এবং Twitter এর ৩১ই অক্টোবর, ২০২০ এর ভিডিওটিতে দেখতে পাওয়া লোগোর মিল পাওয়া যায়।

অন্যান্য ফ্যাক্ট-চেকিং ওয়েবসাইটের অনুসন্ধান:

সাম্প্রতিক সময়ে তুরস্কের ভূমিকম্পের ঘটনা দাবি করে শেয়ার হওয়া ভিডিওটির সত্যতা যাচাই করে দেখেছে জনপ্রিয় দুটো ফ্যাক্ট-চেকিং ওয়েবসাইট: দি কুইন্ট এবং বুম ইন্ডিয়া। তারা দেখিয়েছে যে শেয়ারকৃত ভিডিওটি ২০২০ সালের অক্টোবর মাসে তুরস্কের আইজমির (Izmir) নামক স্থানে হওয়া ভূমিকম্পের সময়কার। দি কুইন্ট এবং বুম ইন্ডিয়া এর ফ্যাক্ট-চেকিং রিপোর্টগুলো পড়ুন এখানে এবং এখানে

উল্লেখ্য, ৩০ই অক্টোবর, ২০২০ এ তুরস্কের আইজমির নামক স্থানে ৬.৬ মাত্রার ভূমিকম্প অনুভূত হয় এবং ঐ ঘটনায় প্রায় ২৭ জন নিহত এবং ৮০০ জন আহত হয়।

অতএব, এই বিষয়টি স্পষ্ট যে তুরস্কের পুরনো ভূমিকম্পের ঘটনার ভিডিওটিকে সাম্প্রতিক সময়ের ঘটনা দাবি করে সামাজিক মাধ্যমে শেয়ার করা হয়েছিলো।

সুতরাং, সবকিছু বিবেচনা করে ফ্যাক্টওয়াচ সামাজিক মাধ্যমে শেয়ারকৃত ভিডিওটির ক্যাপশনকে “বিভ্রান্তিকর” সাব্যস্ত করছে।

আপনি কি এমন কোন খবর দেখেছেন যার সত্যতা যাচাই করা প্রয়োজন?
কোন বিভ্রান্তিকর ছবি/ভিডিও পেয়েছেন?
নেটে ছড়িয়ে পড়া কোন গুজব কি চোখে পড়েছে?

এসবের সত্যতা যাচাই করতে আমাদেরকে জানান।
আমাদেরকে ইমেইল করুনঃ contact@factwatch.org
অথবা ফেইসবুকে মেসেজ দিনঃ facebook.com/fwatch.bangladesh

No Factcheck schema data available.