জাপানের ভূমিকম্প ও সুনামির ভিডিওকে তুরস্কের বলে দাবি

11
জাপানের ভূমিকম্প ও সুনামির ভিডিওকে তুরস্কের বলে দাবি
জাপানের ভূমিকম্প ও সুনামির ভিডিওকে তুরস্কের বলে দাবি

Published on: [post_published]

সম্প্রতি সামাজিক মাধ্যমে একটি ভিডিওকে তুরস্কের ভূমিকম্পের সময়কার বলে দাবি করা হচ্ছে। তবে, ফ্যাক্টওয়াচের অনুসন্ধানে জানা গিয়েছে যে ভিডিওটি গত ৬ই ফেব্রুয়ারি, ২০২৩ এ হওয়া তুরস্কের ভূমিকম্পের সময়কার নয়। বরং ২০১১ এ জাপানে হওয়া তোহোকো (Tohoku) ভূমিকম্প এবং সুনামির সময় ভিডিওটি ধারণ করা হয়েছিলো। সুতরাং, উক্ত ভিডিওটির স্থান, কাল, এবং ঘটনার সাথে তুরস্কে হওয়া ভূমিকম্পের কোন সম্পর্ক নেই। সঙ্গত কারণে ফ্যাক্টওয়াচ সামাজিক মাধ্যমে শেয়ারকৃত ভিডিওটির ক্যাপশনকে “মিথ্যা” বলে সাব্যস্ত করছে।

 

জাপানের ভূমিকম্পের ভিডিওকে তুরস্কের ঘটনা বলে দাবি করা এমন কিছু পোস্টের নমুনা দেখুন এখানে, এখানে, এবং এখানে

ফ্যাক্টওয়াচের অনুসন্ধান:

 

সামাজিক মাধ্যমে শেয়ারকৃত ভিডিওটি তুরস্কের ভূমিকম্পের সময়কার কিনা তা যাচাই করতে আমরা ভিডিওটি থেকে স্ক্রিনশট নিয়ে গুগল রিভার্স ইমেজ সার্চ করে জানতে পেরেছি যে উক্ত ভিডিওটি ২০১১ এ জাপানের “তোহোকো” ভূমিকম্পের সময় টোকিওর সুতোকো মেট্রোপলিটন এক্সপ্রেসওয়ে থেকে ধারণ করা হয়েছিলো। গাড়ির ড্যাশ বোর্ডের উপর রাখা ক্যামেরার ফুটেজ থেকে দেখা যাচ্ছে যে একটি রাস্তার উপর কিছু গাড়ি ভীষণভাবে ঝাঁকুনি খাচ্ছে। উক্ত ড্যাশ ক্যামেরার ফুটেজটির নিচে বামপাশে অবস্থিত ডেট স্ট্যাম্প (Date Stamp) থেকে জানা গিয়েছে যে ভিডিওটি ১১ই মার্চ, ২০১১ এ দুপুর ২টা ৪৯ মিনিটে ধারণ করা হয়েছিলো।

 

এখন প্রশ্ন উঠতে পারে কিভাবে নিশ্চিত হওয়া গিয়েছে এই ভিডিওটি জাপানের ভূমিকম্পের সময়কার? ১২ই মে, ২০২২ এ প্রকাশিত “Scary: Earthquake in Japan from the car camera” নামক একটি প্রতিবেদনে একটি ভিডিও দেখা গিয়েছে যার সাথে তুরস্কের ভূমিকম্পের ঘটনা দাবি করে শেয়ারকৃত ভিডিওর হুবহু মিল রয়েছে। তাছাড়া, ড্যাশ ক্যামেরা থেকে প্রাপ্ত ফুটেজটির নিচে ডানপাশের জিও-লোকেশনের অ্যাড্রেসটি ব্যবহার করে দেখা গিয়েছে এটি টোকিওর আশে-পাশে অবস্থিত। অর্থাৎ, ভিডিওটি জাপানে ধারণ করা হয়েছিলো।

ড্যাশ ক্যামেরার ফুটেজটির সাথে সামাজিক মাধ্যমে তুরস্কের ভূমিকম্পের ঘটনা দাবি করা ভিডিওটি হুবহু মিলে যায়। একটি বিষয় এখানে লক্ষ্য করা গিয়েছে যে, উক্ত ফুটেজটির ডেট স্ট্যাম্প তুরস্কের ঘটনা দাবি করে শেয়ার হওয়া ভিডিওতে অনুপস্থিত।

 

ইউটিউবে পাওয়া একটি ভিডিও থেকে জানা গিয়েছে যে ড্যাশ ক্যামেরার ফুটেজ এবং তুরস্কের ভূমিকম্পের ঘটনা বলে দাবি করা ভিডিওতে যে রাস্তা এবং বিল্ডিংগুলো দেখা যাচ্ছিলো তার সাথে জাপানের টোকিও এর সুতোকো মেট্রোপলিটন এক্সপ্রেসওয়ে এর একটি রাস্তার মিল রয়েছে।

 

অন্যান্য ফ্যাক্ট-চেকিং ওয়েবসাইটের অনুসন্ধান:

 

সামাজিক মাধ্যমে শেয়ার হওয়া ভিডিওটির সাথে তুরস্কের ভূমিকম্পের কোন সম্পর্ক আছে কিনা তা যাচাই করে দেখেছিলো জনপ্রিয় দুটো ফ্যাক্ট-চেকিং ওয়েবসাইট: বুম ইন্ডিয়া এবং আজতক ইন্ডিয়া। উভয় ওয়েবসাইটই বিষয়টি নিয়ে অনুসন্ধান করে এবং তাদের প্রাপ্ত প্রমাণের উপর ভিত্তি করে জানিয়েছে যে উক্ত ভিডিওটি তুরস্কের নয়, বরং এটি ২০১১ সালে জাপানে তোহোকো নামক ভূমিকম্পের সময় একটি গাড়ির ড্যাশ বোর্ড থেকে ধারণ করা হয়েছিলো। বুম ইন্ডিয়া এবং আজতক ইন্ডিয়া এর ফ্যাক্ট-চেকিং রিপোর্টগুলো পড়ুন এখানে এবং এখানে

 

উল্লেখ্য, গত ৬ই ফেব্রুয়ারি, ২০২৩ এ তুরস্ক এবং সিরিয়ায় ভয়াবহ ভূমিকম্প অনুভূত হয়। এপি নিউজ থেকে প্রকাশিত জাপানের ভূমিকম্পের একটি টাইমলাইন থেকে জানা গিয়েছে যে, ১১ই মার্চ, ২০১১ এ দুপুর ২টা ৪৬ মিনিটে নয় মাত্রার একটি ভূমিকম্প অনুভূত হয় যা পরবর্তীতে একটি সুনামির সৃষ্টি করে। ভূমিকম্প অনুভূত হওয়ার সময় (দুপুর ২টা ৪৬ মিনিট) এর সাথে ড্যাশ ক্যামেরার ফুটেজটির ধারণ করার সময়ের (দুপুর ২টা ৪৯ মিনিট) বেশ মিল লক্ষ্য করা গিয়েছে।

 

অতএব, এই বিষয়টি স্পষ্ট যে জাপানের ভূমিকম্পের ভিডিওকে তুরস্কের ভূমিকম্পের ঘটনা দাবি করে শেয়ার করা হচ্ছে।

 

সুতরাং, সবকিছু বিবেচনা করে ফ্যাক্টওয়াচ সামাজিক মাধ্যমে শেয়ারকৃত ভিডিওটির ক্যাপশনকে “মিথ্যা” সাব্যস্ত করছে।

 

আপনি কি এমন কোন খবর দেখেছেন যার সত্যতা যাচাই করা প্রয়োজন?
কোন বিভ্রান্তিকর ছবি/ভিডিও পেয়েছেন?
নেটে ছড়িয়ে পড়া কোন গুজব কি চোখে পড়েছে?

এসবের সত্যতা যাচাই করতে আমাদেরকে জানান।
আমাদেরকে ইমেইল করুনঃ contact@factwatch.org
অথবা ফেইসবুকে মেসেজ দিনঃ facebook.com/fwatch.bangladesh

No Factcheck schema data available.