বন্যাপ্লাবিত চট্টগ্রামের রাস্তায় ঘুরে বেড়াচ্ছে কুমির?

13
বন্যাপ্লাবিত চট্টগ্রামের রাস্তায় ঘুরে বেড়াচ্ছে কুমির?
বন্যাপ্লাবিত চট্টগ্রামের রাস্তায় ঘুরে বেড়াচ্ছে কুমির?

Published on: [post_published]

চট্টগ্রামের সাম্প্রতিক বন্যায় শহরের মহুরিপাড়া এলাকায় কুমির ঘুরে বেড়াচ্ছে এই দাবিতে একটি ছবি ফেসবুকে পাওয়া যাচ্ছে। ফ্যাক্টওয়াচের অনুসন্ধানে দেখা যাচ্ছে, এটি ইন্টারনেট থেকে প্রাপ্ত একটি পুরোনো ছবি যা বিভিন্ন সময় বিভিন্ন জায়গার বন্যার ছবি হিসেবে প্রচারিত হয়ে আসছে। সাম্প্রতিক সময়ে চট্রগ্রামের বন্যার ছবি দাবিতে গুজব ছড়ানো হচ্ছে। তাই ফ্যাক্টওয়াচ এ পোস্টকে মিথ্যা আখ্যা দিচ্ছে।

গুজবের উৎস 

৭ আগস্ট ২০২৩ থেকে উক্ত দাবিতে একটি জলাবদ্ধ লোকালয়ে কুমিরের ভেসে থাকার ছবিসম্বলিত পোস্টটি ফেসবুকে ছড়াতে থাকে। এমন কিছু পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে, এখানে, এখানে, এখানে

ফ্যাক্টওয়াচ অনুসন্ধান 

ফ্যাক্টওয়াচ টিম রিভার্স ইমেজ সার্চ করে ইন্টারনেটে ছবিটির কয়েকটি উৎস খুঁজে পেতে সক্ষম হয়। দেখা যাচ্ছে, ২০২১ সালে সামাজিক যোগাযোগমাধ্যম রেডিটে থাইল্যান্ড নামক একটি সাব-রেডিট থেকে ‘Flood in Sukhumvit pattaya Thailand’ শিরোনামে ছবিটি পোস্ট করা হয়েছিলো।


আরেকটি জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম 9gag- একই ছবি পাওয়া যাচ্ছে। থাইল্যান্ডের বন্যার ছবি দাবিতে এটি ২০২১ সালের ৮ সেপ্টেম্বর পোস্ট করা হয়েছিলো।


ইনস্টাগ্রামের একটি প্রোফাইল থেকে ছবি মিম আকারে ২০২১ সালের আগস্ট পোস্ট করা হয়েছিলো।

 

View this post on Instagram

 

A post shared by @don.prietos

 

এছাড়াও ফেসবুক টুইটারে ২০২১ সালের চেন্নাইয়ের বন্যার ছবি দাবিতে তামিল ভাষায় ছবি সম্বলিত  পোস্ট পাওয়া যাচ্ছে। ভারতীয় ফ্যাক্টচেকাররা ছবি চেন্নাইয়ের বন্যার ছবি নয় বলে দাবি করেছেন (দেখুন এখানে, এখানে)

 

ভারতীয় ফ্যাক্টচেকিং সংস্থা Fact Crescendo-এর ২০২১ সালের আগস্টের রিপোর্ট থেকে জানা যাচ্ছে যে উক্ত ছবিকে পশ্চিমবঙ্গের জলমগ্ন রাস্তার ছবি দাবিতে সেসময় ফেসবুকে গুজব ছড়িয়েছিলো।

স্পষ্টতই, এটি চট্রগ্রামের সাম্প্রতিক সময়ের বন্যার ছবি নয়। ইন্টারনেটে প্রাপ্ত পুরোনো ছবিকে বিভিন্ন সময় বিভিন্ন জায়গার বন্যার ছবি হিসেবে দাবি করা হয়েছে। এছাড়াও বাংলাদেশের নির্ভরযোগ্য কোনো গণমাধ্যমে চট্রগ্রামের সাম্প্রতিক বন্যার এমন কোনো ছবি বা খবরের হদিস পাওয়া যায় নি।  তাই প্রমাণসাপেক্ষে ফ্যাক্টওয়াচ পোস্টকে মিথ্যা সাব্যস্ত করছে।

এই নিবন্ধটি ফেসবুকের ফ্যাক্ট-চেকিং প্রোগ্রামের নীতি মেনে লেখা হয়েছে।।
এর উপর ভিত্তি করে ফেসবুক যে ধরণের বিধিনিষেধ আরোপ করতে পারে, সে সম্পর্কে বিস্তারিত জানুন এখানে
এছাড়া এই নিবন্ধ সম্পর্কে আপনার মূল্যায়ন, সম্পাদনা কিংবা আরোপিত বিধিনিষেধ তুলে নেয়ার জন্য আবেদন করতে এই লিঙ্কের সাহায্য নিন।

কোনো তথ্যের সত্যতা যাচাই করতে আমাদেরকেঃ
ইমেইল করুনঃ contact@factwatch.org
অথবা ফেইসবুকে মেসেজ দিনঃ facebook.com/fwatch.bangladesh

No Factcheck schema data available.