জুতার মালা পরানোর পুরানো ভিডিও আরেকজনের নামে ভাইরাল

16
জুতার মালা পরানোর পুরানো ভিডিও আরেকজনের নামে ভাইরাল জুতার মালা পরানোর পুরানো ভিডিও আরেকজনের নামে ভাইরাল

Published on: [post_published]

সম্প্রতি “ইডেন কলেজ ছাত্রলীগ সভাপতি রিভার গলায় জুতার মালা” ক্যাপশনে একটি ভিডিও ফেসবুকে প্রকাশিত হয়েছে। অনুসন্ধানে দেখা গেছে, ফেসবুকে প্রকাশিত ভিডিওটি ৪ বছরের পুরনো। মূলত, ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কবি সুফিয়া কামাল হলের এক ছাত্রীকে নির্যাতনের প্রতিবাদে তৎকালীন ছাত্রলীগ নেত্রী ইশরাত জাহান এশার গলায় জুতার মালা পরিয়ে শাস্তি দিয়েছিলেন সাধারণ শিক্ষার্থীরা। জুতার মালা পরিয়ে দেওয়ার সেই ভিডিওটি বর্তমানে “ইডেন কলেজ ছাত্রলীগ সভাপতি রিভার গলায় জুতার মালা” ক্যাপশনে প্রকাশিত হয়েছে।

ফেসবুকে সম্প্রতি শেয়ার হওয়া কিছু ভিডিও দেখুন এখানে, এখানে, এখানে, এখানে এবং এখানে

ফ্যাক্টওয়াচের অনুসন্ধান:

ভাইরাল ভিডিওটির বিস্তারিত জানতে বিভিন্ন কী-ওয়ার্ড সার্চে ১২ এপ্রিল ২০১৮ তারিখে একটি ইউটিউবে চ্যানেলে “ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ নেত্রীর এশাকে গলায় জুতার মালা” ক্যাপশনে প্রকাশিত ১ মিনিট ১০ সেকেন্ডের একটি ভিডিও পাওয়া গেছে। সম্প্রতি “ইডেন কলেজ ছাত্রলীগ সভাপতি রিভার গলায় জুতার মালা” ক্যাপশনে প্রকাশিত ভিডিওটির সাথে ১২ এপ্রিল ২০১৮ তারিখে “ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ নেত্রীর এশাকে গলায় জুতার মালা” ক্যাপশনে প্রকাশিত ভিডিওটির হুবহু মিল রয়েছে।

প্রসঙ্গত, কোটা সংস্কার আন্দোলন চলাকালে ২০১৮ সালের ১১ই এপ্রিল মাঝরাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সুফিয়া কামাল হলে এক ছাত্রীর পায়ের রগ কেটে দেয়ার গুজব ছড়িয়ে পড়ে। এ নিয়ে রাতে সুফিয়া কামাল হলে উত্তেজনা সৃষ্টি হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সুফিয়া কামাল হলের মোর্শেদা নামের উদ্ভিদ বিজ্ঞান বিভাগের ওই ছাত্রীর পায়ের রগ ছাত্রলীগের তৎকালীন সভাপতি এশা কেটে দিয়েছেন বলে গুজব ছড়িয়ে পড়ে। এই গুজবের উপরে ভিত্তি করে হলের ছাত্রীরা এশাকে অবরূদ্ধ করে রাখে। এরপর, এশাকে মারধর এবং জুতার মালা পরিয়ে লাঞ্চিত করে হলের মেয়েরা। জুতার মালা পরিয়ে লাঞ্চিত করার ভিডিওটি সামাজিক মাধ্যমে ভাইরাল হয়।

বিষয়টি নিয়ে আরও বিস্তারিত জানতে  একটি প্রতিবেদন পড়ুন এখানে

উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে ইডেন কলেজ ছাত্রলীগ সভাপতি তামান্না জেসমিন রিভার একটি অডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা সমালোচনার সৃষ্টি হয়েছিল। তবে তামান্না জেসমিন রিভার গলায় জুতার মালা পরানোর কোনো ঘটনা ঘটেনি।

সঙ্গত কারণেই ফ্যাক্টওয়াচ এসব দাবিকে মিথ্যা সাব্যস্ত করছে।

আপনি কি এমন কোন খবর দেখেছেন যার সত্যতা যাচাই করা প্রয়োজন?
কোন বিভ্রান্তিকর ছবি/ভিডিও পেয়েছেন?
নেটে ছড়িয়ে পড়া কোন গুজব কি চোখে পড়েছে?

এসবের সত্যতা যাচাই করতে আমাদেরকে জানান।
আমাদেরকে ইমেইল করুনঃ contact@factwatch.org
অথবা ফেইসবুকে মেসেজ দিনঃ facebook.com/fwatch.bangladesh

No Factcheck schema data available.