২ আগস্ট ২০২১ তারিখে “নতুন সিধান্তঃ ৭ আগস্ট থেকে শিক্ষার্থীদের ক্লাস শুরু!” শিরোনামে একটি খবর প্রকাশ করেছে বেশ কিছু অনলাইন পোর্টাল। বাস্তবে এই শিরোনামটি বিভ্রান্তিকর যা দেখে মনে হতে পারে বাংলাদেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয়া হচ্ছে। বাস্তবে আগামী ৭ আগস্ট (শনিবার) থেকে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীন ডিপ্লোমা স্তরের সব শিক্ষাক্রমের তত্ত্বীয় ক্লাস অনলাইনে শুরু হবে এবং স্বাস্থ্যবিধি মেনে ব্যবহারিক ক্লাস ও পরীক্ষা গ্রহণ করা হবে।
উক্ত বিভ্রান্তিকর শিরোনামযুক্ত খবরটি সম্প্রতি ফেসবুকের বিভিন্ন পেজ থেকে শেয়ার হয়েছে। এমন কিছু পোস্ট দেখুন এখানে,এখানে,এখানে,এখানে এবং এখানে।
ফ্যাক্টওয়াচ উক্ত বিভ্রান্তিকর শিরোনামযুক্ত খবরগুলোর বিস্তারিত অংশ ধরে অনুসন্ধান করে দেখে, এই খবরগুলো ২ আগস্ট ২০২১ তারিখে “৭ আগস্ট থেকে কারিগরি ডিপ্লোমা স্তরের ক্লাস শুরু” শিরোনামে প্রকাশিত ঢাকা পোস্টের একটি সংবাদ থেকে হুবহু কপি করা হয়েছে। মূল বিষয়টি হচ্ছে, আগামী ৭ আগস্ট (শনিবার) থেকে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীন ডিপ্লোমা স্তরের সব শিক্ষাক্রমের ১ম, ৩য়, ৫ম ও ৭ম পর্বের ১ম ও ২য় শিফটের তত্ত্বীয় ক্লাস শুরু হবে। স্বাস্থ্যবিধি মেনে ব্যবহারিক ক্লাস ও পরীক্ষা গ্রহণ করা হবে। ৩১ জুলাই ২০২১ (শনিবার) বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের বোর্ডের পরিচালক (কারিকুলাম) প্রকৌশলী ফরিদ উদ্দিন আহম্মেদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে স্পষ্ট উল্লেখ রয়েছে, শিক্ষকগণ অনলাইন মিডিয়া ব্যবহার করে তত্ত্বীয় ক্লাস নিবেন এবং যেসকল ব্যবহারিক ক্লাস অনলাইনে সম্পন্ন করার সুযোগ রয়েছে সেগুলো অনলাইনেই সম্পন্ন হবে।
উক্ত বিজ্ঞপ্তিতে উল্লেখিত নির্দেশনাগুলো নীচে তুলে ধরা হলো:
এদিকে বাংলাদেশে করোনা প্রাদুর্ভাবের পর গত বছরের ১৭ মার্চ থেকে শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি চলছে। সরকারের সর্বশেষ ঘোষণা অনুযায়ী, ৩১ জুলাই পর্যন্ত ছুটি আছে।
অর্থাৎ, আগামী ৭ আগস্ট থেকে বাংলাদেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয়া হচ্ছে না। শুধুমাত্র বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীন ডিপ্লোমা স্তরের তত্ত্বীয় ক্লাস শুরু হবে অনলাইনে এবং স্বাস্থ্যবিধি মেনে ব্যবহারিক ক্লাস ও পরীক্ষা গ্রহণ করা হবে। খবরের বিস্তারিত অংশে এটি উল্লেখ থাকলেও “নতুন সিধান্তঃ ৭ আগস্ট থেকে শিক্ষার্থীদের ক্লাস শুরু!” শিরোনাম ব্যবহারের জন্য ফ্যাক্টওয়াচের সিদ্ধান্ত অনুযায়ী খবরগুলো বিভ্রান্তিকর।
আপনি কি এমন কোন খবর দেখেছেন যার সত্যতা যাচাই করা প্রয়োজন? কোন বিভ্রান্তিকর ছবি/ভিডিও পেয়েছেন? নেটে ছড়িয়ে পড়া কোন গুজব কি চোখে পড়েছে?