সম্প্রতি সামাজিক মাধ্যমে একটি ভিডিও এই মর্মে ভাইরাল হয়েছে যে, একাত্তর টিভিফেসবুকের পরিচিত মুখ সেফাত উল্লাহ বা“সেফুদা”র সাক্ষাৎকার নিয়েছে। ভিডিওটিতে দেখা যায়, একজন উপস্থাপক তাঁর অনুষ্ঠানে সেফুদাকে বিভিন্ন প্রশ্ন করছেন। এসকল প্রশ্নের উত্তর দিতে গিয়ে সেফুদা অশালীন মন্তব্য করছেন। তবে অনুসন্ধানে দেখা গেছে, পুরো বিষয়টিইভিডিওসম্পাদনার সাহায্যে করা হয়েছে। মূলত ভিন্ন ভিন্ন প্রেক্ষাপটের দুটি ভিডিও একসাথে জোড়া লাগিয়ে এই ভিডিওটি বানানো হয়েছে। সঙ্গত কারণে ফ্যাক্টওয়াচ এই ভিডিওকে “বিকৃত” আখ্যা দিচ্ছে।
Sefat Ullah নামের এক প্রবাসী বাংলাদেশী বিভিন্ন সময়ে ফেসবুক লাইভের মাধ্যমে চলমান নানা ইস্যু নিয়ে বিভিন্ন বিরূপ, বিকৃত এবং অশালীন মন্তব্যএবং অঙ্গভঙ্গি করেথাকেন। এমন কর্মকাণ্ডের জন্য ফেসবুকে তার ব্যাপক পরিচিতি রয়েছে। তবে ভাইরাল ভিডিওটিতে উপস্থাপক ও সেফুদা-র যে আলোচনা শোনা যাচ্ছে, সেখানে বেশ গড়মিল লক্ষ্য করা যায়। উপস্থাপক ঠিক তাকে উদ্দেশ্য করে প্রশ্ন করেছেন কিনা বিষয়টি পরিষ্কার বোঝা যায় না। এই ভিডিওটি আরও কয়েকবার দেখে বোঝা যায়, ভিন্ন ভিন্ন সময়ের দুটি ভিডিও সম্পাদনা করে একসাথে জোড়া লাগানো হয়েছে।
ইউটিউবে বিভিন্ন কী-ওয়ার্ড সার্চ করে সেফাত উল্লাহ ওরফে সেফুদার একটি ফেসবুক লাইভ পাওয়া যায়। সেখানে তাঁকে বলতে শোনা যায়, আরাভ খান সম্পর্কে কিছু বলবো! অর্থাৎ কোনো একজন ব্যক্তি তার লাইভ ভিডিওতে মন্তব্য করেছেন আরাভ খান সম্পর্কে কিছু বলতে। এরপরেই তিনি উত্তেজিত হয়ে আরাভ সম্পর্কে নানা কথা বলেন। ভিডিওটি দেখুন এখানে। আরাভ খানের প্রসঙ্গ শেষ হলে, তিনি বেশ উত্তেজিত হয়ে বলছেন, আরেকজন মন্তব্য করেছে নামাজ পড়েছি কিনা। ভিডিওটি দেখলে এই বিষয়টি পরিষ্কার যে এটি তার ফেসবুক লাইভের বক্তব্য। তাঁর এই ফেসবুক লাইভের বক্তব্যটি একাত্তর টিভির অন্য কোনো একটি অনুষ্ঠানের পাশে বসানো হয়েছে। দুটি ভিডিও একত্রে মনে হয়েছে একাত্তর টিভি সেফাত উল্লাহ ওরফে সেফুদা নামের এই মানুষের সাক্ষাৎকার নিয়েছে।
প্রসঙ্গত, ইতিমধ্যে একাত্তর টিভি একটি ভিডিও বার্তায় জানিয়েছে যে, একাত্তর জার্নাল ওই নামের কোনও ব্যক্তিকে কখনও আমন্ত্রণ জানায়নি। একাত্তর জার্নালের একটি ভিডিওর কিছু অংশ এডিট করে সেখানে সামাজিক যোগাযোগমাধ্যমে ‘সেফু দা’ নামে পরিচিত এক ব্যক্তিকে বসিয়ে দেয়া হয়েছে। ভিডিওটি দেখুন এখানে।
সুতরাং, এমন ভিডিওগুলোকে ফ্যাক্টওয়াচ বিকৃত সাব্যস্ত করেছে।
আপনি কি এমন কোন খবর দেখেছেন যার সত্যতা যাচাই করা প্রয়োজন? কোন বিভ্রান্তিকর ছবি/ভিডিও পেয়েছেন? নেটে ছড়িয়ে পড়া কোন গুজব কি চোখে পড়েছে?