এল মার্কো ব্রিজটি কি গিনেস রেকর্ডে বিশ্বের ক্ষুদ্রতম আন্তর্জাতিক সেতু?

78
এল মার্কো ব্রিজটি কি গিনেস রেকর্ডে বিশ্বের ক্ষুদ্রতম আন্তর্জাতিক সেতু?
এল মার্কো ব্রিজটি কি গিনেস রেকর্ডে বিশ্বের ক্ষুদ্রতম আন্তর্জাতিক সেতু?

Published on: [post_published]

সম্প্রতি সামাজিক মাধ্যমে একটি পোস্টে দাবি করা হচ্ছে যে পর্তুগাল এবং স্পেনের মাঝখানে ১০.৪ ফুট দৈর্ঘ্যের “এল মার্কো” সেতুটি বিশ্বের ক্ষুদ্রতম আন্তর্জাতিক সেতু হিসেবে গিনেজ বুক অব ওয়ার্ল্ড রেকর্ডস এ নাম উঠিয়েছে। তবে, ফ্যাক্টওয়াচের অনুসসন্ধানে জানা গিয়েছে যে গিনেজ বুক অব ওয়ার্ল্ড রেকর্ডস এ বিশ্বের ক্ষুদ্রতম (আন্তর্জাতিক) সেতু এর কোন ক্যাটাগরি নেই। সুতরাং, পর্তুগাল এবং স্পেন সীমান্তে অবস্থিত “এল মার্কো” নামক সেতুটি বিশ্বের ক্ষুদ্রতম আন্তর্জাতিক সেতুটি গিনেজ বুক অব ওয়ার্ল্ড রেকর্ডস এ নাম উঠিয়েছে – দাবিটি সঠিক নয়। সঙ্গত কারণে ফ্যাক্টওয়াচ শেয়ারকৃত পোস্টের দাবিটিকে “মিথ্যা” বলে সাব্যস্ত করছে।

সামাজিক মাধ্যমে শেয়ারকৃত এমন কিছু পোস্টের নমুনা দেখুন এখানে, এখানে, এবং এখানে

ফ্যাক্টওয়াচের অনুসন্ধান:

এল মার্কো” নামক ১০.৪ ফুট দৈর্ঘ্যের কাঠের ছোট সেতুটি একুশ শতকের প্রথম দশকে ইউরোপিয়ান ইউনিয়নের অর্থায়নে তৈরি করা হয়। উক্ত সেতুটি স্পেনের লা কোডোসেরা (La Codosera) মিউনিসিপালিটি এর সাথে পর্তুগালের অ্যারোঞ্চেস (Arronches) কে যুক্ত করেছে। ছোট এই সেতুটি শুধুমাত্র পথচারীরাই ব্যবহার করতে পারে এবং দু-চাকার কিছু বাহনও এটি ব্যবহার করতে পারে। “এল মার্কো” নামক এই সেতুটি বিশ্বের ক্ষুদ্রতম আন্তর্জাতিক সেতু হিসেবে গিনেজ বুক অব ওয়ার্ল্ড রেকর্ডস এ নাম উঠিয়েছে কিনা তা যাচাই করতে গিয়ে আমরা জানতে পেরেছি যে, গিনেজ ওয়ার্ল্ড রেকর্ডস এ ক্ষুদ্রতম আন্তর্জাতিক সেতু নামে কোন ক্যাটাগরি নেই। তাছাড়া, সামাজিক মাধ্যমে শেয়ারকৃত পোস্টে যে উৎসটি উল্লেখ করা হয়েছিলো সেখানে সেতুটি গিনেজ বুক অব ওয়ার্ল্ড রেকর্ডস এ নাম উঠিয়েছিলো – এমন কোন তথ্য পাওয়া যায়নি।

উল্লেখ্য, বিশ্বের ক্ষুদ্রতম আন্তর্জাতিক সেতু হিসেবে যুক্তরাষ্ট্র এবং কানাডাকে যুক্ত করে এমন একটি সেতুর নাম শোনা গেলেও পর্তুগাল এবং স্পেনের সেতুটি উক্ত সেতুটির চেয়ে প্রায় ১৩ ফুট ছোট।

অতএব, গিনেজ ওয়ার্ল্ড রেকর্ডস এ ক্ষুদ্রতম আন্তর্জাতিক সেতুর কোন ক্যাটাগরি না থাকায় “এল মার্কো” সেতুটি যে গিনেজ বুক অব ওয়ার্ল্ড রেকর্ডস এ নাম উঠিয়েছে – এই দাবিটি সঠিক নয়।

সুতারং, সবকিছু বিবেচনা করে ফ্যাক্টওয়াচ শেয়ারকৃত পোস্টের দাবিকে মিথ্যা বলে সাব্যস্ত করছে।

আপনি কি এমন কোন খবর দেখেছেন যার সত্যতা যাচাই করা প্রয়োজন?
কোন বিভ্রান্তিকর ছবি/ভিডিও পেয়েছেন?
নেটে ছড়িয়ে পড়া কোন গুজব কি চোখে পড়েছে?

এসবের সত্যতা যাচাই করতে আমাদেরকে জানান।
আমাদেরকে ইমেইল করুনঃ contact@factwatch.org
অথবা ফেইসবুকে মেসেজ দিনঃ facebook.com/fwatch.bangladesh

No Factcheck schema data available.