সম্প্রতি “আওয়ামিলীগকে অমুসলিম ঘোষনার দাবি”- শিরোনামে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। অনুসন্ধানে দেখা গেছে, ভিডিওটি অসংখ্য মিথ্যা তথ্যের সাহায্যে তৈরি করা হয়েছে, এছাড়া দেশের ভিন্ন বিষয়ে সরকারের পূর্বের বক্তব্যকে সাম্প্রতিক সময়ের বক্তব্য হিসেবে প্রচার করা হয়েছে। উক্ত কারণে ভাইরাল ভিডিওগুলোকে ফ্যাক্টওয়াচ “মিথ্যা” চিহ্নিত করেছে।
ভাইরাল ভিডিওটির শুরুর অংশে র্যাবের সাবেক মহাপরিচালক বেনজির আহমেদের একটি বক্তব্যের কয়েক সেকেন্ড তুলে ধরে বলা হয়েছে, “কাশ্মীরী মুসলমানদের পক্ষে কথা বললে পরিণতি হবে ভয়াবহ একটি ইউটিউব চ্যানেল থেকে প্রকাশিত ১০ আগস্ট ২০১৯ তারিখের ভিডিওতে দেখা যায়, র্যাবের তৎকালীন মহাপরিচালক বেনজির আহমেদ কাশ্মীর ইস্যু নিয়ে সাংবাদিকদের করা প্রশ্নের জবাবে বলেছিলেন, “বাইরের বিষয় নিয়ে দেশের ভিতরে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি হবে না। তবে ভারতে চলমান আন্দোলনকে পুঁজি করে কেউ কোন উগ্রপন্থী কর্মকান্ডে জড়িত হলে তার বিরুদ্ধে প্রশাসন ব্যবস্থা নিবে।” সুতরাং ২০১৯ সালের বক্তব্যটি বর্তমানে সময়ে নুপুর শর্মা ইস্যুকে ঘিরে সংক্ষিপ্তভাবে উপস্থাপন করে জনমনে বিভ্রান্তি তৈরি করা হয়েছে।
ভিডিওটির ২০ সেকেন্ড অংশে বলা হয়েছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইন্ডিয়ার নুপুরশর্মা ইস্যুতে বলেছেন, কারো উসকানিতে রাস্তায় নামলে আম-ছালা দুটোই হারাতে হবে। স্ক্রিনশট দেখুন নিচে-
প্রকৃতপক্ষে মিরপুরে গার্মেন্টস শ্রমিকরা রাস্তা অবরোধ করে আন্দোলনে নামলে “কারো উসকানিতে রাস্তায় নামলে আম-ছালা দুটোই হারাতে হবে বলে মন্তব্য করেছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা’’ বিষয়টি নিয়ে জাতীয় দৈনিকে প্রতিবেদন প্রকাশিত হয়। প্রতিবেদনটি দেখুন এখানে। স্ক্রিনশট দেখুন নিচে-
অর্থাৎ ভিন্ন প্রসঙ্গের সংবাদটিকে বর্তমানে নুপুরশর্মা ইস্যুতে প্রধানমন্ত্রীর মন্তব্য হিসেবে দাবি করা হচ্ছে।
ভাইরাল ভিডিওটির মূল শিরোনামে দাবি করা হয়েছে, “আওয়ামিলীগকে অমুসলিম ঘোষনার দাবি করছে জনসাধারণ”- তবে কোনো সংবাদমাধ্যমে বা গণসমাবেশে এই দাবিটি পাওয়া যায়নি।
সুতরাং বিভিন্ন সময়ের বিভিন্ন বক্তব্যের সাহায্যে তৈরি করা ভিডিওটি জনসাধারণের মাঝে সাম্প্রতিক সময়ের বক্তব্য হিসেবে বিভ্রান্তি ছড়াচ্ছে । যে কারণে ফ্যাক্টওয়াচ এমন ভিডিওগুলোকে ”মিথ্যা” চিহ্নিত করেছে।
আপনি কি এমন কোন খবর দেখেছেন যার সত্যতা যাচাই করা প্রয়োজন? কোন বিভ্রান্তিকর ছবি/ভিডিও পেয়েছেন? নেটে ছড়িয়ে পড়া কোন গুজব কি চোখে পড়েছে?