রোবট-নাপিত দিয়ে ইলন মাস্কের চুল কাটানোর ভিডিওটি এআই দিয়ে তৈরি

37
রোবট-নাপিত দিয়ে ইলন মাস্কের চুল কাটানোর ভিডিওটি এআই দিয়ে তৈরি
রোবট-নাপিত দিয়ে ইলন মাস্কের চুল কাটানোর ভিডিওটি এআই দিয়ে তৈরি

রোবট নাপিত দিয়ে চুল কাটান ইলন মাস্ক-সম্প্রতি এমন দাবিতে একটি প্রতিবেদন ছাপিয়েছে দৈনিক জনকণ্ঠ। প্রতিবেদনটিতে সংবাদমাধ্যমটি লিখেছে, টেসলা এবং স্পেসএক্স-এর সিইও ইলন মাস্ক আবারও ইন্টারনেটের আলোচনার কেন্দ্রবিন্দুতে। এবার তিনি চমক দেখিয়েছেন রোবট-নাপিত দিয়ে চুল কাটিয়ে। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়েছে যেখানে দেখা যায়, অত্যাধুনিক এক রোবট ইলন মাস্কের চুল কাটছে। গত ২২ জানুয়ারি (বুধবার) নিজেদের ভেরিফায়েড ফেসবুক পেজে এ প্রতিবেদন নিয়ে একটি ফটোকার্ডও প্রকাশ করেছে সংবাদমাধ্যমটি। ফ্যাক্টওয়াচের অনুসন্ধানে দেখা যায়, রোবট নাপিত দিয়ে ইলন মাস্কের চুল কাটানোর দাবিতে ভাইরাল ভিডিওটি বাস্তব নয়, এটি কম্পিউটার জেনারেটেড ইমেজারি (সিজিআই) প্রযুক্তি দিয়ে তৈরি।

ভাইরাল ভিডিওটি সূক্ষ্মভাবে পর্যবেক্ষণ করে বেশকিছু অসঙ্গতি খুঁজে পাওয়া যায়। যেমন, রোবটটি যখন কাঁচি দিয়ে চুল কাটে, তখন চুল কখনোই কাটা হয় না। ভিডিওতে ইলন মাস্কের আঙুলগুলোও বেশ অস্বাভাবিক দেখায়, যেন তার হাতে একাধিক আঙুল রয়েছে। এ ছাড়া ভিডিওটি নিয়ে কোনো বিশ্বাসযোগ্য সংবাদ প্রতিবেদনও খুঁজে পাওয়া যায়নি। পাশাপাশি ইলন মাস্কের এক্স প্রোফাইল (সাবেক টুইটার) যাচাই করেও দেখা যায়, তিনি সেখানে এমন কোনো ভিডিও পোস্ট করেননি। 

এসব অসঙ্গতির কারণে ভাইরাল ভিডিওটি থেকে কিছু কি-ফ্রেম নিয়ে রিভার্স ইমেজ সার্চে ‘এআই স্মার্ট জোন (aismartzone)’ নামের একটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ভিডিওটি পাওয়া যায়। অ্যাকাউন্টটির পরিচয়ে উল্লেখ করা হয়েছে, এআই স্মার্ট জোন অ্যাকাউন্টটি এআই ও রোবটিকস নিয়ে কাজ করে থাকে।

ইলন মাস্কের ভিডিওটি গত বছরের ১৭ ডিসেম্বর এই অ্যাকাউন্টে পোস্ট করা হয়। ভিডিওটির ক্যাপশনে এটি যে কৃত্রিম বুদ্ধিমত্তার সহায়তায় কম্পিউটার জেনারেটেড ইমেজারি (সিজিআই) প্রযুক্তি দিয়ে তৈরি সেটি উল্লেখ করে দেওয়া হয়েছে।

সার্বিক বিবেচনায় ফ্যাক্টওয়াচ রোবট-নাপিত দিয়ে ইলন মাস্কের চুল কাটানোর দাবিতে ভাইরাল ভিডিওটিকে মিথ্যা হিসেবে চিহ্নিত করছে। 

ফেসবুকে প্রচারিত কিছু পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে, এখানে, এখানে

জনকণ্ঠের প্রতিবেদনটি দেখুন এখানে। 

Claim:
রোবট নাপিত দিয়ে চুল কাটান ইলন মাস্ক-সম্প্রতি এমন দাবিতে একটি প্রতিবেদন ছাপিয়েছে দৈনিক জনকণ্ঠ। প্রতিবেদনটিতে সংবাদমাধ্যমটি লিখেছে, টেসলা এবং স্পেসএক্স-এর সিইও ইলন মাস্ক আবারও ইন্টারনেটের আলোচনার কেন্দ্রবিন্দুতে। এবার তিনি চমক দেখিয়েছেন রোবট-নাপিত দিয়ে চুল কাটিয়ে। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়েছে যেখানে দেখা যায়, অত্যাধুনিক এক রোবট ইলন মাস্কের চুল কাটছে। গত ২২ জানুয়ারি (বুধবার) নিজেদের ভেরিফায়েড ফেসবুক পেজে এ প্রতিবেদন নিয়ে একটি ফটোকার্ডও প্রকাশ করেছে সংবাদমাধ্যমটি।

Claimed By:
Facebook Users

Rating:
False

এই নিবন্ধটি ফেসবুকের ফ্যাক্ট-চেকিং প্রোগ্রামের নীতি মেনে লেখা হয়েছে। এর উপর ভিত্তি করে ফেসবুক যে ধরণের বিধিনিষেধ আরোপ করতে পারে, সে সম্পর্কে বিস্তারিত জানুন এখানে

এছাড়া এই নিবন্ধ সম্পর্কে আপনার মূল্যায়ন, সম্পাদনা কিংবা আরোপিত বিধিনিষেধ তুলে নেয়ার জন্য আবেদন করতে এই লিঙ্কের সাহায্য নিন।

কোনো তথ্যের সত্যতা যাচাই করতে আমাদেরকে
ইমেইল করুনঃ contact@fact-watch.org
অথবা ফেইসবুকে মেসেজ দিনঃ facebook.com/fwatch.bangladesh