তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান ভারতের বিরূদ্ধে যুদ্ধঘোষণার হুমকি দেননি

49
তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান ভারতের বিরূদ্ধে যুদ্ধঘোষণার হুমকি দেননি
তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান ভারতের বিরূদ্ধে যুদ্ধঘোষণার হুমকি দেননি

Published on: [post_published]

তুরস্কের রাষ্ট্রপতি রিসেপ তাইয়েপ এরদোয়ান এর বরাতে একটি খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। দাবি করা হচ্ছে, এরদোগান বলেছেন- “আল্লাহু আকবার” স্লোগান দেওয়া সেই মেয়েটার (অর্থাৎ কর্ণাটক এর মুসকান খান ) যদি কোন ধরনের ক্ষতি করার চেষ্টা করে ভারতের হিন্দুরা, তাহলে পুরো ভারতবর্ষের উপর যুদ্ধ ঘোষণা করবে তুরস্ক । তবে ফ্যাক্টওয়াচের অনুসন্ধানে এরদোগান-এর এমন কোনো বক্তব্য পাওয়া যায়নি। গত ৫ই ফেব্রুয়ারি ২০২২ এরদোগান কোভিড পজিটিভ হয়েছিলেন এবং বর্তমানে তিনি নিজ বাসায় আইসোলেশনে আছেন।

গুজবের উৎস

গতকাল অর্থাৎ ৯ই ফেব্রুয়ারি বিকাল থেকে ফেসবুকে এই সংক্রান্ত গুজব দেখা যায়। এমন কয়েকটা গুজব পোস্টের লিঙ্ক দেখুন এখানে , এখানে , এখানে , এখানে

ফ্যাক্টওয়াচ অনুসন্ধান

তুরস্কের সংবাদমাধ্যম TRT World এ রিসেপ তাইয়েপ এরদোয়ান কে নিয়ে সর্বশেষ খবর প্রকাশিত হয়েছিল গত ৬ই ফেব্রুয়ারি। এই খবরে তার কোভিড পজিটিভ এর খবর জানানো হয়।

বিশ্বের অন্যান্য গণমাধ্যমেও প্রেসিদেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান এবং তার স্ত্রী এমিনে এরদোয়ান এর কোভিড পজিটিভ হওয়ার খবর ছাপা হয়। ( যেমন- রয়টার্স, সি এন এন, সিনহুয়া, সাবাহ ইত্যাদি)  এ সকল খবর থেকে জানা যায়, তিনি চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী এখন তার প্রেসিডেন্ট প্রাসাদেই আছেন এবং সীমিত পরিসরে সরকারী কাজকর্ম করছেন।

ভারতের কর্ণাটকের শিক্ষা প্রতিষ্ঠানে চলমান হিজাব বিতর্ক নিয়ে প্রেসিডেন্ট, কিংবা তুরস্কের সরকারী কোনো কর্মকর্তার মন্তব্য ফ্যাক্টওয়াচ খুঁজে পেতে ব্যর্থ হয়েছে। তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয় এর সরকারী ওয়েবসাইটে  ভারত সংক্রান্ত কোনো সংবাদ বিজ্ঞপ্তি এই প্রতিবেদন লেখা পর্যন্ত দেখা যায়নি।

কর্ণাটক এর ভিডিওটা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে গত ৮ই ফেব্রুয়ারি থেকে। অন্যদিকে এরদোয়ান এর ভেরিফাইড টুইটার একাউন্টে ৮ই ফেব্রুয়ারি থেকে পরবর্তী ২ দিনে ৫০ টির বেশি টুইট করা হয়েছে। এদের অধিকাংশই প্রেসিডেন্টের সূস্থতা কামনায় বিভিন্ন জনের শুভেচ্ছার রি-টুইট। ভারত ,কর্ণাটক, হিজাব কিংবা রাজনৈতিক কোনো বিষয়েই তার কোনো টুইট দেখা যায়নি।

সুতরাং, ফ্যাক্টওয়াচ এরদোয়ান এর বরাতে প্রকাশিত ভারতের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার খবরটি মিথ্যা সাব্যস্ত করছে ।

আপনি কি এমন কোন খবর দেখেছেন যার সত্যতা যাচাই করা প্রয়োজন?
কোন বিভ্রান্তিকর ছবি/ভিডিও পেয়েছেন?
নেটে ছড়িয়ে পড়া কোন গুজব কি চোখে পড়েছে?

এসবের সত্যতা যাচাই করতে আমাদেরকে জানান।
আমাদেরকে ইমেইল করুনঃ contact@factwatch.org
অথবা ফেইসবুকে মেসেজ দিনঃ facebook.com/fwatch.bangladesh

 

No Factcheck schema data available.