সম্প্রতি চলমান ইসরাইল-হামাস পরিস্থিতিতে ”এই দৃশ্যটি বেন গুরিয়ন বিমানবন্দরে ইসরায়েলিদের গণ পালানোর একটি বিরল দৃশ্য!!” ক্যাপশনে সামাজিক মাধ্যমে একটি ভিডিও ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। সেখানে দেখা যাচ্ছে, একটি এস্কেলেটর দিয়ে প্রচুর মানুষ দ্রুতগতিতে নিচের দিকে নামছে। ফ্যাক্টওয়াচের অনুসন্ধানে জানা যায়, ভিডিওটি ২০১৮ সালে সেন্ট্রাল রোম এর মেট্রো স্টেশনে ঘটে যাওয়া একটি এস্কেলেটর দুর্ঘটনার ভিডিও। এর সাথে ইসরাইলের কোনো সম্পর্ক নেই। তাই ফ্যাক্টওয়াচ ছড়িয়ে পড়া পোস্টগুলিকে মিথ্যা সাব্যাস্ত করছে।
ফেসবুকে ছড়িয়ে পড়া ভিডিওটি নিয়ে অনুসন্ধান করতে গেলে জানা যায়, ২০১৮ সালে ইতালির রাজধানী রোম এর একটি মেট্রো স্টেশনের এস্কেলেটরে যান্ত্রিক গোলযোগের কারণে দূর্ঘটনা ঘটে। ভাইরাল এই ভিডিওটি উক্ত দূর্ঘটনার। অনুসন্ধানে আরও জানা যায়, ভিডিওতে থাকা মানুষদের প্রায়-সকলেই রাশিয়ার ফুটবল ক্লাব ‘সিএসকেএ’ এর সমর্থক এবং ওইদিন ‘সিএসকেএ’ এবং ‘রোমা’ দুই দল এর মাঝে চ্যাম্পিয়ন্সলীগ এর গ্রুপ পর্বের খেলা চলছিলো। এ নিয়ে বিবিসি ,দ্যা গার্ডিয়ান এবং এনডি টিভিসহ বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম প্রতিবেদন প্রকাশ করেছে।
ভাইরাল এই ভিডিওর সাথে ইসরাইলের কোনো সম্পর্ক নেই এবং ভিডিওটি সাম্প্রতিক নয় বরং ৬ বছর পুরানো।
তাই ফ্যাক্টওয়াচ ভাইরাল ভিডিওর ক্যাপশনটিকে “মিথ্যা” হিসেবে সাব্যস্ত করছে।
এই নিবন্ধটি ফেসবুকের ফ্যাক্ট-চেকিং প্রোগ্রামের নীতি মেনে লেখা হয়েছে।। এর উপর ভিত্তি করে ফেসবুক যে ধরণের বিধিনিষেধ আরোপ করতে পারে, সে সম্পর্কে বিস্তারিত জানুন এখানে। এছাড়া এই নিবন্ধ সম্পর্কে আপনার মূল্যায়ন, সম্পাদনা কিংবা আরোপিত বিধিনিষেধ তুলে নেয়ার জন্য আবেদন করতে এই লিঙ্কের সাহায্য নিন।