নির্বাচন পর্যবেক্ষণ নিয়ে ইউরোপীয় ইউনিয়ন এখনো আনুষ্ঠানিক মন্তব্য করেনি

45
নির্বাচন পর্যবেক্ষণ নিয়ে ইউরোপীয় ইউনিয়ন এখনো আনুষ্ঠানিক মন্তব্য করেনি
নির্বাচন পর্যবেক্ষণ নিয়ে ইউরোপীয় ইউনিয়ন এখনো আনুষ্ঠানিক মন্তব্য করেনি

Published on: [post_published]

সারা দেশের নির্বাচনী পরিস্থিতি পর্যবেক্ষণ করে সন্তোষজনক ফলাফল পেয়ে খুশি ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) এমন বার্তা সম্বলিত, এবং দ্য ডেইলি স্টার এর লোগোযুক্ত একটি ফটোকার্ড ফেসবুকে ছড়িয়ে পড়েছে। তবে দ্য ডেইলি স্টার নিশ্চিত করেছে, এটি ভুয়া ফটোকার্ড। এছাড়া, ডেইলি স্টার বা অন্য কোনো গণমাধ্যমে ইউরোপীয় ইউনিয়ন এর কোনো প্রতিনিধির এমন বক্তব্য খুজে পাওয়া যায়নি। সঙ্গত কারনে ফ্যাক্টওয়াচ এই পোস্টগুলোকে ‘মিথ্যা’ সাব্যস্ত করছে।

গুজবের উৎস

ছড়িয়ে পড়া কয়েকটি পোস্ট দেখুন এখানে , এখানে , এখানে , এখানে , এখানে , এখানে , এখানে , এখানে , এখানে , এখানে

এদের মধ্যে ,ফ্যাক্ট চেকড বাংলাদেশ নামক একটি পেজ থেকেও একই দাবিযুক্ত ফটোকার্ড শেয়ার করা হয়েছে , যে পেজটি তাদের কার্যক্রম শুরু করেছে মাত্র চারদিন আগে।

ফ্যাক্টওয়াচের অনুসন্ধান

ডেইলি স্টার এর লোগোযুক্ত এই ফটোকার্ডে তারিখ হিসেবে ০৬ জানুয়ারি ২০২৪ উল্লেখ করা হয়েছে। এই সূত্র ধরে দ্য ডেইলি স্টার বাংলা এর ভেরিফাইড ফেসবুক পেজে গিয়ে দেখা যাচ্ছে,৬ই জানুয়ারি পেজ থেকে মোট ১৬টি ফটোকার্ড আপলোড করা হয়েছে। এদের মধ্যে কোনোটিই ইউরোপীয় ইউনিয়ন এর নির্বাচন পর্যবেক্ষণ বিষয়ে ছিল না ।

দ্য ডেইলি স্টার এর নামে বানানো এই ভূয়া ফটোকার্ড অনলাইনে ছড়িয়ে পড়ার পর আজ ৭ই জানুয়ারি বেলা ১০টা ৫৯ মিনিটে ডেইলি স্টার জানায়, এই ফটোকার্ড তাদের তৈরি নয় ।

প্রসঙ্গত উল্লেখ্য, জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণে দুই মাসের মিশন নিয়ে গত ২৯শে নভেম্বর ঢাকায় পৌঁছেছিল ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) চার সদস্যের নির্বাচনি কারিগরি প্রতিনিধি দল। ইইউ এর এই  ইলেকশন এক্সপার্ট মিশনের প্রতিনিধি দলের চারজন হলেন- ডেভিড নোয়েল ওয়ার্ড (ইলেকশন এক্সপার্ট), আলেকজান্ডার ম্যাটাস (ইলেকটোরাল এনালিস্ট), সুইবেস শার্লট (ইলেকটোরাল এনালিস্ট) এবং রেবেকা কক্স (লিগ্যাল এক্সপার্ট)।

অন্যদিকে এই ফটোকার্ডে যার ছবি ব্যবহৃত হয়েছে, তিনি হলেন ঢাকায় নিযুক্ত ইইউ এর রাষ্ট্রদূত চার্লস হুইটলি । তার কোনো বক্তব্য আজ গণমাধ্যমে পাওয়া যায়নি।

আজ, ৭ই জানুয়ারি দ্বাদশ জাতীয় নির্বাচনে রাষ্ট্রীয়, প্রাতিষ্ঠানিক এবং ব্যক্তিগত এই তিন শ্রেণিতে দুই শতাধিক পর্যবেক্ষক  নির্বাচন পর্যবেক্ষণ করেছেন। বেশ কয়েকজন পর্যবেক্ষকের নির্বাচন পর্যবেক্ষণের খবর গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। এদের মধ্যে কেউ কেউ গণমাধ্যমের সাথে কথাও বলেছেন। যেমন- সকাল ১০টার দিকে তেজগাঁও কলেজের সামনে ঘুরে গেছেন জামাইকার সাবেক প্রধানমন্ত্রী ওরেট রুইজ গুলডুইং-এর নেতৃত্ব কমনওয়েলথ এর পর্যবেক্ষক দলের তিনজন সদস্য।এদিকে সকাল সোয়া ৮টায় রাজধানীর ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্র পরিদর্শনে যান চীন, মরিশাস ও উজবেকিস্তানের পর্যবেক্ষক দল।

এছাড়া টাঙ্গাইলের বিভিন্ন আসনের নির্বাচন পর্যবেক্ষণ করছে ভারতীয় নির্বাচন পর্যবেক্ষক প্রতিনিধি দল। এই পর্যবেক্ষক দলের প্রধান হিসেবে রয়েছেন ধর্মেন্দ্র শর্মা।

দুপুরে নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের কয়েকটি ভোট কেন্দ্র পরিদর্শন করেছেন যুক্তরাষ্ট্র, জার্মানি ও আয়ারল্যান্ডের পর্যবেক্ষক দল।  মার্কিন ২ প্রতিনিধি গাজীপুরের নির্বাচন পর্যবেক্ষণ করেছেন। রাশিয়ার ৩ সদস্যবিশিষ্ট একটি পর্যবেক্ষক দলও নির্বাচন নিয়ে গণমাধ্যমের সাথে কথা বলেছেন।

তবে ইইউ এর কোনো নির্বাচন পর্যবেক্ষক বা নির্বাচনী কারিগরী প্রতিনিধি দল এর কোনো কার্যক্রম গণমাধ্যমে দেখা যাচ্ছে না। ইইউ রাষ্ট্রদূত চার্লস হুইটলি বা অন্য কোনো প্রতিনিধিই এই সময়ে পাবলিক ডোমেইনে কোনো মন্তব্য করেননি।

তাই, সার্বিক বিবেচনায় ইইউ এর নির্বাচন পর্যবেক্ষণ সংক্রান্ত এই পোস্টগুলোকে ‘মিথ্যা’ সাব্যস্ত করছে।

এই নিবন্ধটি ফেসবুকের ফ্যাক্ট-চেকিং প্রোগ্রামের নীতি মেনে লেখা হয়েছে।।
এর উপর ভিত্তি করে ফেসবুক যে ধরণের বিধিনিষেধ আরোপ করতে পারে, সে সম্পর্কে বিস্তারিত জানুন এখানে
এছাড়া এই নিবন্ধ সম্পর্কে আপনার মূল্যায়ন, সম্পাদনা কিংবা আরোপিত বিধিনিষেধ তুলে নেয়ার জন্য আবেদন করতে এই লিঙ্কের সাহায্য নিন।

কোনো তথ্যের সত্যতা যাচাই করতে আমাদেরকেঃ
ইমেইল করুনঃ contact@factwatch.org
অথবা ফেইসবুকে মেসেজ দিনঃ facebook.com/fwatch.bangladesh

No Factcheck schema data available.