শিবির এবং ছাত্রলীগকে জড়িয়ে ভাইরাল ফটোকার্ড দুটি ভুয়া

34
শিবির এবং ছাত্রলীগকে জড়িয়ে ভাইরাল ফটোকার্ড দুটি ভুয়া
শিবির এবং ছাত্রলীগকে জড়িয়ে ভাইরাল ফটোকার্ড দুটি ভুয়া

ঢাকা বিশ্ববিদ্যালয় ইসলামী ছাত্র শিবিরের সাবেক সভাপতি সাদিক কায়েমের বক্তব্য দাবিতে নিউজ পোর্টাল বাংলা আউটলুকের একটি ফটোকার্ড ফেসবুকে ছড়িয়ে পড়েছে। ফটোকার্ডটিতে লেখা, ছাত্রলীগে অনুপ্রবেশ করে নিজেদের নিরাপদ রাখা তাদের কৌশলের অংশ ছিল। একই সময়ে নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ইনানের ছবিযুক্ত ঢাকা পোস্টের আরেকটি ফটোকার্ডও ফেসবুকে ছড়িয়েছে। এই ফটোকার্ডে লেখা, ছাত্রদলকে প্রতিহত করতে ছাত্রশিবিরের পাশে থাকার ঘোষণা ছাত্রলীগের। ফ্যাক্টওয়াচের অনুসন্ধানে দেখা যায়, ফেসবুকে ছড়িয়ে পড়া বাংলা আউটলুক ও ঢাকা পোস্টের ফটোকার্ড দুটিই ভিত্তিহীন। সংবাদমাধ্যম দুটি এমন ফটোকার্ড প্রকাশ করেনি। 

বাংলা আউটলুকের আদলে ভাইরাল ফটোকার্ডটির সত্যতা যাচাই

ঢাকা বিশ্ববিদ্যালয় ইসলামী ছাত্র শিবিরের সাবেক সভাপতি সাদিক কায়েমের বক্তব্য দাবিতে নিউজ পোর্টাল বাংলা আউটলুকের ফেসবুকে ছড়িয়ে পড়া ফটোকার্ডটি যাচাই করে দেখা যায়, ফটোকার্ডটিতে তারিখ উল্লেখ করা ২০ জানুয়ারি। এই তারিখে বাংলা আউটলুকের ফেসবুক পেজে এমন কোনো ফটোকার্ড পাওয়া যায়নি। 

বরং সংবাদমাধ্যমটির ফেসবুক পেজে আজ মঙ্গলবার (২১ জানুয়ারি) ফটোকার্ডটি নিয়ে একটি পোস্ট পাওয়া যায়। পোস্টটিতে তারা জানায়, ‘বাংলা আউটলুকের নামে একটি ভুয়া ফটোকার্ড অনলাইনে ছড়ানো হয়েছে। নীচের ফটোকার্ডটি বাংলা আউটলুকের নয় এবং এ সংক্রান্ত কোন সংবাদ বাংলা আউটলুক প্রকাশ করেনি।’ 

এ ছাড়া বাংলা আউটলুকের ফটোকার্ডে সাদিক কায়েমকে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র শিবিরের সভাপতি দাবি করা হয়েছে। তবে ফ্যাক্টওয়াচের অনুসন্ধানে দেখা যায়, চলতি বছরের শুরুতেই এ পদে রদবদল হয়েছে। বর্তমানে বিশ্ববিদ্যালয়টির ছাত্র শিবিরের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন ঢাবির সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের ২০১৭-১৮ সেশনের শিক্ষার্থী এস এম ফরহাদ।

ঢাকা পোস্টের আদলে ফটোকার্ডটির সত্যতা যাচাই   

ছাত্রদলকে প্রতিহত করতে ছাত্রশিবিরের পাশে থাকার ঘোষণা ছাত্রলীগের- নিউজ পোর্টাল ঢাকা পোস্টের লোগো ও ডিজাইন সম্বলিত ফটোকার্ডটি যাচাই করে দেখা যায়, এটি প্রকাশের তারিখ ১৯ জানুয়ারি। এই তারিখ সূত্রে ঢাকা পোস্টের ভেরিফায়েড ফেসবুক পেজে এমন কোনো তথ্য পাওয়া যায়নি। 

বরং কার্ডটিতে থাকা শিরোনামে অসঙ্গতি দেখা যায়। যেমন, শিরোনামের শেষে দাড়ি ব্যবহার করা হয়েছে। সংবাদমাধ্যমগুলো শিরোনামে এমন দাড়ি ব্যবহার করে না।  

প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চেও ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ইনানের এমন কোনো মন্তব্য পাওয়া যায়নি।

সবকিছু মিলিয়ে ফ্যাক্টওয়াচ বাংলা আউটলুক ও ঢাকা পোস্টের আদলে তৈরি ফটোকার্ডগুলোকে মিথ্যা হিসেবে সাব্যস্ত করছে।

বাংলা আউটলুকের ফটোকার্ড দাবিতে প্রচারিত ফেসবুক পোস্টগুলো দেখুন এখানে, এখানে, এখানে, এখানে, এখানে, এখানে, এখানে। 

ঢাকা পোস্টের ফটোকার্ড দাবিতে প্রচারিত ফেসবুক পোস্টগুলো দেখুন এখানে, এখানে, এখানে, এখানে, এখানে, এখানে, এখানে, এখানে, এখানে, এখানে

Claim:
ঢাকা বিশ্ববিদ্যালয় ইসলামী ছাত্র শিবিরের সাবেক সভাপতি সাদিক কায়েমের বক্তব্য দাবিতে নিউজ পোর্টাল বাংলা আউটলুকের একটি ফটোকার্ড ফেসবুকে ছড়িয়ে পড়েছে। ফটোকার্ডটিতে লেখা, ছাত্রলীগে অনুপ্রবেশ করে নিজেদের নিরাপদ রাখা তাদের কৌশলের অংশ ছিল। একই সময়ে নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ইনানের ছবিযুক্ত ঢাকা পোস্টের আরেকটি ফটোকার্ডও ফেসবুকে ছড়িয়েছে। এই ফটোকার্ডে লেখা, ছাত্রদলকে প্রতিহত করতে ছাত্রশিবিরের পাশে থাকার ঘোষণা ছাত্রলীগের।

Claimed By:
Facebook Users

Rating:
False

এই নিবন্ধটি ফেসবুকের ফ্যাক্ট-চেকিং প্রোগ্রামের নীতি মেনে লেখা হয়েছে। এর উপর ভিত্তি করে ফেসবুক যে ধরণের বিধিনিষেধ আরোপ করতে পারে, সে সম্পর্কে বিস্তারিত জানুন এখানে

এছাড়া এই নিবন্ধ সম্পর্কে আপনার মূল্যায়ন, সম্পাদনা কিংবা আরোপিত বিধিনিষেধ তুলে নেয়ার জন্য আবেদন করতে এই লিঙ্কের সাহায্য নিন।

কোনো তথ্যের সত্যতা যাচাই করতে আমাদেরকে
ইমেইল করুনঃ contact@fact-watch.org
অথবা ফেইসবুকে মেসেজ দিনঃ facebook.com/fwatch.bangladesh