সম্প্রতি সামাজিক মাধ্যমে যমুনা টেলিভিশনের লোগো সংবলিত “সমকামী হিসেবে আত্মপ্রকাশ করলেন ইয়াশ রোহান” শীর্ষক একটি ফটোকার্ড শেয়ার হতে দেখা গেছে। তবে যমুনা টেলিভিশনের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে একটি পোস্ট শেয়ার করে জানানো হয়েছে যে, আলোচিত ফটোকার্ডটি তাদের বানানো নয় এবং ইয়াশ রোহান এমন কোনো বক্তব্য দেননি। সঙ্গত কারণে ফ্যাক্টওয়াচ সামাজিক মাধ্যমে শেয়ারকৃত ফটোকার্ডটিকে “মিথ্যা” বলে সাব্যস্ত করছে।
যমুনা টেলিভিশন “সমকামী হিসেবে আত্মপ্রকাশ করলেন ইয়াশ রোহান” শীর্ষক কোন ফটোকার্ড প্রকাশ করেছে কিনা তা জানতে আমরা তাদের অফিসিয়াল ফেসবুক পেজটি ঘেঁটে দেখেছি। আমাদের অনুসন্ধানে আলোচিত ফটোকার্ডটির অনুরূপ কোন ছবি পাওয়া যায়নি। তবে সামাজিক মাধ্যমে ভাইরালকৃত ফটোকার্ডটির প্রেক্ষিতে যমুনা টেলিভিশন এই মর্মে একটি পোস্ট শেয়ার করে জানিয়েছে যে, “ভাইরাল হওয়া কার্ডটি যমুনা টিভির নয় এবং ইয়াশ রোহান এমন কোনো বক্তব্য দেননি।”
অতএব, যমুনা টিভির বিবৃতির পরিপ্রেক্ষিতে এই বিষয়টি স্পষ্ট বুঝা যাচ্ছে যে, তাদের লোগো সংবলিত ভাইরাল হওয়া ফটোকার্ডটি বানোয়াট।
সুতরাং, সবকিছু বিবেচনা করে ফ্যাক্টওয়াচ সাামজিক মাধ্যমে শেয়ার হওয়া ফটোকার্ডটিকে মিথ্যা বলে সাব্যস্ত করছে।
এই নিবন্ধটি ফেসবুকের ফ্যাক্ট-চেকিং প্রোগ্রামের নীতি মেনে লেখা হয়েছে।। এর উপর ভিত্তি করে ফেসবুক যে ধরণের বিধিনিষেধ আরোপ করতে পারে, সে সম্পর্কে বিস্তারিত জানুন এখানে। এছাড়া এই নিবন্ধ সম্পর্কে আপনার মূল্যায়ন, সম্পাদনা কিংবা আরোপিত বিধিনিষেধ তুলে নেয়ার জন্য আবেদন করতে এই লিঙ্কের সাহায্য নিন।