সম্প্রতি দি ডেইলি স্টার পত্রিকার নাম ব্যবহার করে বানানো ফটোকার্ডে ঢাকা ১৭ আসনের স্বতন্ত্র প্রার্থী হিরো আলমের একটি উক্তি ফেসবুকে পাওয়া যাচ্ছে। ফ্যাক্টওয়াচের অনুসন্ধানে ফটোকার্ডটি ডেইলি স্টার বা অন্য কোনো সংবাদমাধ্যমে পাওয়া যায় নি। হিরো আলম এমন মন্তব্য করেছেন বলে কোনো তথ্য মূলধারার মিডিয়ায় আসে নি। ডেইলি স্টার ইতোমধ্যে এ ছবিকে তাদের লোগো ব্যবহার করে তৈরি নকল ছবি বলে জানিয়েছে। সার্বিক বিবেচনায় ফ্যাক্টওয়াচ এ ছবিকে “মিথ্যা” আখ্যা দিচ্ছে।
সুতরাং দেখাযাচ্ছে, ২২জুলাইডেইলিস্টারেরকাছেহিরোআলমভোটকেন্দ্রেভোটপ্রদানসম্পর্কিতঅনিয়মপ্রসঙ্গেমন্তব্যকরেছেন।কিন্তুনির্বাচনেরদিনসাদাপাঞ্জাবিপরা কিংবা নেতা হওয়াসংক্রান্তকোনোমন্তব্যকরেননি।তাইসঙ্গতকারণেফ্যাক্টওয়াচএই বিবৃতি-সম্বলিত ফটোকার্ডটিকে “মিথ্যা”সাব্যস্তকরছে।
এই নিবন্ধটি ফেসবুকের ফ্যাক্ট-চেকিং প্রোগ্রামের নীতি মেনে লেখা হয়েছে।। এর উপর ভিত্তি করে ফেসবুক যে ধরণের বিধিনিষেধ আরোপ করতে পারে, সে সম্পর্কে বিস্তারিত জানুন এখানে। এছাড়া এই নিবন্ধ সম্পর্কে আপনার মূল্যায়ন, সম্পাদনা কিংবা আরোপিত বিধিনিষেধ তুলে নেয়ার জন্য আবেদন করতে এই লিঙ্কের সাহায্য নিন।