সম্প্রতি ফেসবুকে দৈনিক কালবেলার আদলে বানানো একটি ফটোকার্ডে ২৮শে অক্টোবর মহাসমাবেশ উপলক্ষ্যে নেতাকর্মীদের দেওয়ার জন্য আগের রাতে বিএনপির কার্যালয়ে জাল টাকার নোট ঢুকেছে এমন একটি সংবাদ প্রচারিত হয়েছে। ফ্যাক্টওয়াচের অনুসন্ধানে দেখা যাচ্ছে দৈনিক কালবেলা থেকে এমন কোনো ফটোকার্ড বা সংবাদ প্রকাশিত হয় নি। অন্য কোনো সংবাদমাধ্যমেও এমন কোনো খবর খুঁজে পাওয়া যায় নি। তাই সার্বিক বিবেচনায় ভিত্তিহীন সংবাদসম্বলিত এ ফটোকার্ডকে ফ্যাক্টওয়াচ মিথ্যা আখ্যা দিচ্ছে।
গুজবের উৎস
২৭ অক্টোবর থেকে ফটোকার্ডটি ফেসবুকে পাওয়া যাচ্ছে। আহবান – Ahoban নামক একটি পেইজ থেকে সর্বপ্রথম এ পোস্ট করা হয়। এ পর্যন্ত পোস্টটি অন্তত ৪৬ বার শেয়ার করা হয়েছে।
ফটোকার্ডটি প্রকাশের তারিখ ২৭ অক্টোবর, ২০২৩। দৈনিক কালবেলার ওয়েবসাইট এবং তাদের একাধিক ফেসবুক পেইজে উক্ত তারিখ এবং সাম্প্রতিক তারিখের সংবাদ সন্ধান করে এমন কোনো ফটোকার্ড বা সংবাদ পাওয়া যায় নি।
সংবাদটির সত্যতা যাচাইয়ে অন্য সংবাদমাধ্যমগুলোয় সন্ধান করা হলে এ ধরনের কোনো ঘটনার হদিস পাওয়া যায় নি।
তাই সম্পুর্ণ ভিত্তিহীন এ ছবিকে ফ্যাক্টওয়াচ মিথ্যা সাব্যস্ত করছে।
এই নিবন্ধটি ফেসবুকের ফ্যাক্ট-চেকিং প্রোগ্রামের নীতি মেনে লেখা হয়েছে।। এর উপর ভিত্তি করে ফেসবুক যে ধরণের বিধিনিষেধ আরোপ করতে পারে, সে সম্পর্কে বিস্তারিত জানুন এখানে। এছাড়া এই নিবন্ধ সম্পর্কে আপনার মূল্যায়ন, সম্পাদনা কিংবা আরোপিত বিধিনিষেধ তুলে নেয়ার জন্য আবেদন করতে এই লিঙ্কের সাহায্য নিন।