ইউনিয়ন স্বাস্থ্য কমিউনিটি কেন্দ্রের নামে ভুয়া নিয়োগ বিজ্ঞপ্তি

29
ইউনিয়ন স্বাস্থ্য কমিউনিটি কেন্দ্রের নামে ভুয়া নিয়োগ বিজ্ঞপ্তি ইউনিয়ন স্বাস্থ্য কমিউনিটি কেন্দ্রের নামে ভুয়া নিয়োগ বিজ্ঞপ্তি

Published on: [post_published]

ইউনিয়ন স্বাস্থ্য কমিউনিটি কেন্দ্রের একটি ভুয়া নিয়োগ বিজ্ঞপ্তি অনলাইনে ছড়িয়ে পড়েছে। সরকারী দপ্তরের বিভিন্ন বিজ্ঞপ্তির আঙ্গিকে লিখিত এই নিয়োগ বিজ্ঞপ্তিটি দৈনিক প্রথম আলোয় প্রকাশিত হয়েছিল বলে দাবি করা হচ্ছে। তবে প্রথম আলো সহ একাধিক সূত্র নিশ্চিত করেছে, এই নিয়োগ বিজ্ঞপ্তিটি ভুয়া । ইউনিয়ন স্বাস্থ্য কমিউনিটি কেন্দ্র থেকে সম্প্রতি এ ধরনের কোনো নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়নি।

গুজবের উৎস

ভুয়া নিয়োগ বিজ্ঞপ্তির এমন একটি পোস্ট দেখতে পাবেন এখানে

নিয়োগ বিজ্ঞপ্তিটির শেষে ডান কোনে দৈনিক প্রথম আলো’র মনোগ্রাম রয়েছে, যা সাধারণত এমন ধরনের নিয়োগ বিজ্ঞপ্তিতে দেখা যায়না।

ফ্যাক্টওয়াচের অনুসন্ধান

কমুনিটি বেজড হেলথ কেয়ার এর ট্রেনিং অফিসার এম শামিম রেজা এই ফেসবুক স্ট্যাটাসে জানাচ্ছেন, এটি একটি ভুয়া বিজ্ঞপ্তি।

আবেদনকারীদের গ্যারান্টিসহ টিকাবে, ফোন করে বলবে আপনি সিলেক্ট হয়েছেন। প্রথমে বলবে পুলিশ ভেরিফিকেশন, কাগজপত্র, নিয়োগপত্র ইত্যাদির জন্য সামান্য কিছু টাকা চাইবে (তিন/চার হাজার), তারপর বলবে ট্রেনিং, ল্যাপটপ, কিংবা মোটর সাইকেল ইত্যাদি দেওয়া হবে, বিকাশে টাকা দিন। অফিসের ঠিকানা চাইলে দিবে না, মাঠ অফিসের কোন খোজ দিবে না বলবে সব তৈরি হচ্ছে। তারপর টাকা দিবেন, আর খুইজা পাইবেন না। ঠিকানা বদল, নাম বদল করে আবার বিভিন্ন পত্রিকা, অনলাইনে একই বিজ্ঝাপন আবার দেখবেন। এরা প্রতি মাসে তিনটি করে বিজ্ঞাপন দেয়।

কমিউনিটি ক্লিনিকের নাম করে এই নিয়োগ প্রতারণা দীর্ঘদিন ধরে চলে আসছে। এর সাথে জড়িতদের খুজে পাওয়া যাচ্ছে না। খেয়াল করেছেন এই বিজ্ঞাপনে হুবুহু সিবিএইচসি,র লোগো এবং ঠিকানা ব্যবহার করা হয়েছে। কত বড় বাটপার।

Community Based Health Care- CBHC এর আনভেরিফাইড ফেসবুক পেজ থেকেও এম শামিম রেজার এই স্ট্যাটাস শেয়ার করে জানানো হয়েছে, কমিউনিটি ক্লিনিকে প্রক্রিয়া সম্পূর্ন সরকারী এবং সরাসরি। এই বিজ্ঞাপনের সাথে কমিউনিটি ক্লিনিক কার্যক্রম কিংবা স্বাস্থ্য বিভাগের কোন সম্পর্ক নেই।


প্রকাশিত বিজ্ঞাপনে যে ওয়েবসাইটের ঠিকানা দেওয়া হয়েছে (www.communityclinic.gov.bd) সেই এ্যাড্ড্রেসে সম্প্রতি প্রকাশিত এ ধরনের কোনো নিয়োগ বিজ্ঞপ্তি পাওয়া যাচ্ছেনা । বরং ২৫শে জুলাই ২০২৩ তারিখে প্রকাশিত এক সতর্কতা বিজ্ঞপ্তিতে এ ধরনের ভুয়া নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে সতর্কতা জারি করা হয়েছে।

এছাড়া, দৈনিক প্রথম আলো’র ভেরিফাইড ফেসবুক পেজ থেকেও জানানো হয়েছে, এই বিজ্ঞাপনটি নকল।

সার্বিক বিবেচনায় ফ্যাক্টওয়াচ এই পোস্টকে ‘মিথ্যা’ সাব্যস্ত করছে।


আরো পড়তে পারেন

ইউনিসেফ-এর নাম ব্যবহার করে ভুয়া নিয়োগ বিজ্ঞপ্তি

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের নামে ভূয়া নিয়োগ বিজ্ঞপ্তি প্রচার

“নর্থ ওয়েস্ট চিলড্রেনস ফাউন্ডেশন পরিচালিত “ব্র্যাক স্কুলে-এ নিয়োগ বিজ্ঞপ্তিটি কি আসল?

 

এই নিবন্ধটি ফেসবুকের ফ্যাক্ট-চেকিং প্রোগ্রামের নীতি মেনে লেখা হয়েছে।।
এর উপর ভিত্তি করে ফেসবুক যে ধরণের বিধিনিষেধ আরোপ করতে পারে, সে সম্পর্কে বিস্তারিত জানুন এখানে
এছাড়া এই নিবন্ধ সম্পর্কে আপনার মূল্যায়ন, সম্পাদনা কিংবা আরোপিত বিধিনিষেধ তুলে নেয়ার জন্য আবেদন করতে এই লিঙ্কের সাহায্য নিন।

কোনো তথ্যের সত্যতা যাচাই করতে আমাদেরকেঃ
ইমেইল করুনঃ contact@factwatch.org
অথবা ফেইসবুকে মেসেজ দিনঃ facebook.com/fwatch.bangladesh

 

No Factcheck schema data available.