ব্র্যাক-এর নামে চাকরির ভুয়া বিজ্ঞপ্তি

34
ব্র্যাক-এর নামে চাকরির ভুয়া বিজ্ঞপ্তি ব্র্যাক-এর নামে চাকরির ভুয়া বিজ্ঞপ্তি

Published on: [post_published]

ব্র্যাক স্কুল (গণশিক্ষা প্রকল্প) এর নামে একটি আকর্ষণীয় নিয়োগ বিজ্ঞপ্তি ফেসবুকে ছড়িয়ে পড়েছে। তবে অনুসন্ধানে দেখা যাচ্ছে, এটি একটি ভুয়া নিয়োগ বিজ্ঞপ্তি । বাস্তবে ব্র্যাক এর পক্ষ থেকে এমন কোন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়নি।

গুজবের উৎস

ছড়িয়ে পড়া কয়েকটি পোস্ট দেখুন এখানে , এখানে , এখানে , এখানে , এখানে , এখানে , এখানে , এখানে , এখানে , এখানে , এখানে , এখানে ,এখানে

 

ফ্যাক্টওয়াচের অনুসন্ধান

ব্র্যাক এর ওয়েবসাইট এ সম্প্রতি প্রকাশিত বিভিন্ন নিয়োগ বিজ্ঞপ্তি ঘেটে দেখা যাচ্ছে, সেখানে ‘ব্র্যাক স্কুল’ বা ব্র্যাক পরিচালিত কোনো শিক্ষা প্রতিষ্ঠানের কোনো ধরনের নিয়োগ বিজ্ঞপ্তি নেই।

এছাড়া, ব্র্যাক এর ভেরিফাইড ফেসবুক পেজ থেকেও সাম্প্রতিক সময়ে এমন ধরনের কোনো নিয়োগ বিজ্ঞপ্তি দেখা যাচ্ছেনা ।

অন্যদিকে, এসব নিয়োগ বিজ্ঞপ্তির উপরের অংশে দৈনিক প্রথম আলো’র মনোগ্রাম ছিল, যেটা দেখে সাধারণ ফেসবুক ব্যবহারকারীরা ধারণা করতে পারেন, এটা দৈনিক প্রথম আলোয় প্রকাশিত কোনো নিয়োগ বিজ্ঞপ্তি। তবে প্রথম আলোতে এই বিয়োগ বিজ্ঞপ্তিটি খুঁজে পাওয়া যায়নি।

এছাড়া, ১১ই সেপ্টেম্বর বিকেল ৩ টা ১৯ মিনিটে প্রথম আলোর ভেরিফাইড ফেসবুক পেজ থেকে প্রকাশিত এই পোস্টে বলা হয়েছে, প্রথম আলোর নামে ছড়ানো এই নিয়োগ বিজ্ঞপ্তিটি নকল , আমাদের তৈরি নয় । এছাড়া ব্র্যাকও আমাদের আনুষ্ঠানিকভাবে জানিয়েছে এই বিজ্ঞপ্তির সাথে তাদের কোনো সম্পৃক্ততা নেই।


এছাড়া , নিয়োগ বিজ্ঞপ্তিতে দাবি করা হয়েছে, ব্র্যাক স্কুলের গণশিক্ষা প্রকল্পটি আমেরিকার সিয়াটলের  নর্থয়েস্ট চিলড্রেনস ফাউন্ডেশন কর্তৃক পরিচালিত একটি বয়স্ক ও শিশুশিক্ষা কার্যক্রম ।  এই নামে সিয়াটলে একটি প্রতিষ্ঠান খুঁজে পাওয়া গেল , কিন্তু তাদের সাইটে স্পষ্টভাবে লেখা আছে তারা কেবল মাত্র ওয়াশিংটন রাজ্যের পশ্চিমাংশের একটি নির্দিষ্ট এলাকায় মানবিক সহযোগিতা সংগঠনগুলিকে অর্থায়ন করে. তাদের সাথে ব্র্যাকের কোন যৌথ উদ্যোগের কথা দুই সংগঠনের কোনটির ওয়েবসাইটে বা গুগল সার্চ করে পাওয়া যায়নি।

সার্বিক বিবেচনায়,ফেসবুকে ছড়িয়ে পড়া এই নিয়োগ বিজ্ঞপ্তিগুলোকে ফ্যাক্টওয়াচ মিথ্যা সাব্যস্ত করছে।

উল্লেখ্য, ব্র্যাক স্কুল এর নামে এর আগেও ভুয়া নিয়োগ বিজ্ঞপ্তি ছড়িয়ে পড়েছিল। সে সময়ে ফ্যাক্টওয়াচ এর প্রকাশিত প্রতিবেদন দেখুন এখানে – “নর্থ ওয়েস্ট চিলড্রেনস ফাউন্ডেশন” পরিচালিত “ব্র্যাক স্কুলে-এ নিয়োগ” বিজ্ঞপ্তিটি কি আসল?

আরো পড়ুন-

ইউনিসেফ-এর নাম ব্যবহার করে ভুয়া নিয়োগ বিজ্ঞপ্তি

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের নামে ভূয়া নিয়োগ বিজ্ঞপ্তি প্রচার

ইউনিসেফ-এর নাম ব্যবহার করে ভুয়া নিয়োগ বিজ্ঞপ্তি

ইউনিয়ন স্বাস্থ্য কমিউনিটি কেন্দ্রের নামে ভুয়া নিয়োগ বিজ্ঞপ্তি

বিমান বাংলাদেশের ফ্লাইট স্টুয়ার্ডস পদে নিয়োগ বিজ্ঞপ্তিটি পুরানো

এই নিবন্ধটি ফেসবুকের ফ্যাক্ট-চেকিং প্রোগ্রামের নীতি মেনে লেখা হয়েছে।।
এর উপর ভিত্তি করে ফেসবুক যে ধরণের বিধিনিষেধ আরোপ করতে পারে, সে সম্পর্কে বিস্তারিত জানুন এখানে
এছাড়া এই নিবন্ধ সম্পর্কে আপনার মূল্যায়ন, সম্পাদনা কিংবা আরোপিত বিধিনিষেধ তুলে নেয়ার জন্য আবেদন করতে এই লিঙ্কের সাহায্য নিন।

কোনো তথ্যের সত্যতা যাচাই করতে আমাদেরকেঃ
ইমেইল করুনঃ contact@factwatch.org
অথবা ফেইসবুকে মেসেজ দিনঃ facebook.com/fwatch.bangladesh

No Factcheck schema data available.