মাইকেল জ্যাকসনের বিখ্যাত গান যেটা ইহুদীরা প্রকাশ হতে দেয়নি — এমন ক্যাপশন সহ একটি গান ফেসবুকে এবং ইউটিবে দেখা যাচ্ছে । ফ্যাক্টওয়াচের অনুসন্ধানে দেখা যাচ্ছে, এটা মাইকেল জ্যাকসনের কোনো গান নয় বরং ইরফান মক্কি নামক অন্য একজন সঙ্গীতশিল্পীর গান ।
গুজবের উৎস
২০১৮ সালের মে মাসে হলিউড বাংলা টিভি নামক ফেসবুক পেজে সর্বপ্রথম এই ভিডিওটা ভুল দাবিসহ ফেসবুকে আপলোড করতে দেখা যায়। পরবর্তী কয়েক বছর ধরে বিভিন্ন সময়েই এই দাবিসহ ভিডিও দেখা গিয়েছে ফেসবুকে। এমন কয়েকটি পোস্ট দেখুন এখানে , এখানে , এখানে , এখানে , এখানে , এখানে , এখানে , এখানে।
ফ্যাক্টওয়াচ অনুসন্ধান
অনুসন্ধানে দেখা যাচ্ছে, এটি প্রকৃতপক্ষে পাকিস্তানী-কানাডিয়ান মুসলিম সঙ্গীতশিলী ইরফান মক্কির (Irfan Makki) ২০১১ সালে প্রকাশিত “I believe” এ্যালবামের Waiting for the call গান।
গানটির একাধিক ভার্সন ইউটিউবে পাওয়া যায়। ২০১৩ সালে Lovebeing muslim চ্যানেলে আপলোড করা এই ভিডিওর সাথে আমাদের আলোচ্য ভিডিওটি মিলে যায়।
কাজেই, প্রমাণিত হল যে এই গানটি মাইকেল জ্যাকসনের গাওয়া নয়। এছাড়া ‘ইহুদীরা প্রকাশ হতে দেয়নি’ বলে যা দাবি করা হয়েছে — তার সপক্ষেও কোনো প্রমাণ পাওয়া গেল না। ২০১১ সাল থেকেই এটি অনলাইনে পাওয়া যাচ্ছে।
সার্বিক বিবেচনায় ফ্যাক্টওয়াচ এই ভুল ক্যাপশনযুক্ত পোস্টটিকে মিথ্যা সাব্যস্ত করছে।
প্রসঙ্গত উল্লেখ্য, এর আগেও দক্ষিণ আফ্রিকান শিল্পী জাইন ভিখা’র গাওয়া ‘গিভ থ্যাংকস টু আল্লাহ’ গানটিকে মাইকেল জ্যাকসনের গান দাবি করে গুজব ছড়ানো হয়েছিল, যে গুজবটি এএফপি সনাক্ত করেছিল।
আপনি কি এমন কোন খবর দেখেছেন যার সত্যতা যাচাই করা প্রয়োজন? কোন বিভ্রান্তিকর ছবি/ভিডিও পেয়েছেন? নেটে ছড়িয়ে পড়া কোন গুজব কি চোখে পড়েছে?