ভুয়া ফটোকার্ডের মাধ্যমে ছাত্রলীগের নেতাদের ঢাকা ছাড়ার গুজব

29
ভুয়া ফটোকার্ডের মাধ্যমে ছাত্রলীগের নেতাদের ঢাকা ছাড়ার গুজব
ভুয়া ফটোকার্ডের মাধ্যমে ছাত্রলীগের নেতাদের ঢাকা ছাড়ার গুজব

Published on: [post_published]

যা দাবি করা হচ্ছে : দ্যা ডেইলি ক্যাম্পাসের বরাতে দাবি করা হচ্ছে, সন্ধ্যার পর বোরকা পরে এম্বুলেন্সে করে ঢাকা ছাড়লো ছাত্রলীগের সাদ্দাম ও ইনান।

অনুসন্ধানে যা পাওয়া যাচ্ছে : দ্যা ডেইলি ক্যাম্পাস জানিয়েছে, এমন কোনো খবর তারা প্রকাশ করেনি । অন্য কোনো সংবাদমাধ্যমেও এমন তথ্য পাওয়া যায় নি।

গুজবের উৎস

ছড়িয়ে পড়া কয়েকটি পোস্ট দেখতে পাবেন এখানে, এখানে, এখানে, এখানে, এখানে, এখানে, এখানে, এখানে, এখানে, এখানে, এখানে, এখানে, এখানে, এখানে

অনুসন্ধান

মূলত, দ্যা ডেইলি ক্যাম্পাস এর একটি ফটোকার্ডের মাধ্যমে এই গুজবটি ছড়ায়। এই কার্ডে তারিখ হিসেবে ৩ আগস্ট ২০২৪ উল্লেখ ছিল।

দ্যা ডেইলি ক্যাম্পাস এর ফেসবুক পেজ ঘেঁটে দেখা যাচ্ছে, ৩রা আগস্ট তারিখে সারাদিনে মোট ৯৩ টা ফটোকার্ড আপলোড করা হয়েছে এই পেজ থেকে। এর মধ্যে আলোচিত সাদ্দাম-ইনানের পালিয়ে যাওয়া সম্পর্কিত কোনো কার্ড নেই। বরং ৩রা আগস্ট রাত ১০টা ৪৪ মিনিটে এক আরেকটি ফটোকার্ডের মাধ্যমে জানানো হয় যে, দ্যা ডেইলি ক্যাম্পাসের নামে ফেসবুকে ছড়িয়ে পড়া ফটোকার্ডটি ভুয়া

এছাড়া, মূলধারার কোনো সংবাদমাধ্যমেও বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম হোসেন এবং সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনানের ঢাকা থেকে চলে যাওয়ার কোনো সংবাদ দেখা যাচ্ছে না।

সঙ্গত কারণে ফ্যাক্টওয়াচ এ সংক্রান্ত পোস্টগুলোকে ‘মিথ্যা’ সাব্যস্ত করছে।

এই নিবন্ধটি ফেসবুকের ফ্যাক্ট-চেকিং প্রোগ্রামের নীতি মেনে লেখা হয়েছে।।
এর উপর ভিত্তি করে ফেসবুক যে ধরণের বিধিনিষেধ আরোপ করতে পারে, সে সম্পর্কে বিস্তারিত জানুন এখানে
এছাড়া এই নিবন্ধ সম্পর্কে আপনার মূল্যায়ন, সম্পাদনা কিংবা আরোপিত বিধিনিষেধ তুলে নেয়ার জন্য আবেদন করতে এই লিঙ্কের সাহায্য নিন।

কোনো তথ্যের সত্যতা যাচাই করতে আমাদেরকেঃ
ইমেইল করুনঃ contact@factwatch.org
অথবা ফেইসবুকে মেসেজ দিনঃ facebook.com/fwatch.bangladesh

No Factcheck schema data available.