বিএনপির নামে ভুয়া প্রেস বিজ্ঞপ্তি

326
বিএনপির নামে ভুয়া প্রেস বিজ্ঞপ্তি বিএনপির নামে ভুয়া প্রেস বিজ্ঞপ্তি

জহিরুল ইসলাম 

Published on: [post_published]

যা দাবি করা হচ্ছে : বিএনপি ও অঙ্গ সংগঠনের সকল নেতা কর্মীদের উদ্দেশ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি এর পক্ষ থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আওয়ামী লীগ নেতাদের মদদ দিলে আজীবনের জন্য বহিষ্কার করা হবে।

যা পাওয়া যাচ্ছে : বিএনপি এর ভেরিফাইড ফেসবুক পেজে থেকে সিনিয়র যুগ্ম মহাসচিব এ্যাডভোকেট রুহুল কবির রিজভী এর স্বাক্ষর করা একটি প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ফেসবুকে ছড়িয়ে পড়া প্রেস বিজ্ঞপ্তিটি ভুয়া।

গুজবের উৎস

ছড়িয়ে পড়া কয়েকটি পোস্ট দেখুন এখানে,এখানে,এখানে,এখানে,এখানে,এখানে,এখানে, এখানে, এখানে, এখানে , এখানে

বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা কর্মী আওয়ামীলীগ নেতাদের মদদ দিলে আজীবন বহিষ্কার
এমন শিরোনামযুক্ত বিবৃতিতে বলা হয়েছে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবকদল, ছাত্রদল, কৃষকদল, শ্রমিকদল, মহিলাদল সহ সকল অঙ্গসংগঠনের জেলা, থানা, ইউনিয়ন, ওয়ার্ড, ইউনিট, ইত্যাদি পর্যায়ের নেতা কর্মী কে আদেশ করা হচ্ছে = যারা আওয়ামীলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ, ছাত্রলীগ, কৃষকলীগ, শ্রমিকলীগ, মহিলালীগ সহ আওয়ামীলীগের অঙ্গসংগঠন, আওয়ামীগের আত্বীয় বা গোষ্ঠী কে যে সকল বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা কর্মীরা মদদ দিচ্ছেন সাথে করে নিয়ে ঘুরছেন, তাদের ব্যাপারে সুপারিশ করছেন, তাদের বাসায় বাসায় গিয়ে সান্ত্বনা দিচ্ছেন, বলছেন আমার আত্বীয়, আমার বন্ধু, সেই সব বিএনপির নেতা কর্মী কে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ও অঙ্গসংগঠন থেকে আজিবনের জন্য বহিষ্কার করা হবে.

বাংলাদেশ জাতীয়তাবাদী দল এর লেটারপ্যাডে লেখা এই বিবৃতিতে মির্জা ফখরুল ইওলাম আলমগীর ও এ্যাডভোকেট রুহুল কবির রিজভীর স্বাক্ষর দেখা যাচ্ছে।


অনুসন্ধান

ছড়িয়ে পড়া বিবৃতিতে বেশ কিছু অসঙ্গতি দেখা যায়। যেমন-

১। বিরাম চিহ্নের অস্বাভাবিক ব্যবহার ।
২। শব্দচয়ন ও বাক্য বিন্যাসের অস্বাভাবিক ব্যবহার ।
৩। বিবৃতির সবার ওপরে বিএনপি’র প্রধান ৩ ব্যক্তিত্বের ছবি, এবং দলীয় স্লোগানের ব্যবহার, যা বিএনপির অন্যান্য নিয়মিত বিবৃতিতে দেখা যায় না।
৪। সেন্ট্রালি বিন্যস্ত লাইন এলাইনমেন্ট , যা বিএনপির অন্যান্য প্রেস বিজ্ঞপ্তিতে বামদিকে বিন্যস্ত থাকতে দেখা গেছে।

বিএনপি’র অন্যান্য কিছু প্রেস বিজ্ঞপ্তি দেখতে পাবেন এখানে,এখানে,এখানে

এছাড়া, বিএনপি মিডিয়া সেল নামক ভেরিফাইড ফেসবুক পেজ থেকে ৩০শে আগস্ট প্রকাশিত এক পোস্টে জানানো হয়, ফেসবুকে ছড়িয়ে পড়া বিবৃতিটি ভুয়া।

এই পোস্টে বলা হয়, আমি বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী এই মর্মে দলের সকল পর্যায়ের নেতাকর্মীদের জ্ঞাতার্থে জানাচ্ছি যে, কোন স্বার্থান্বেষী কুচক্রী মহল বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং আমার স্বাক্ষর জাল করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি প্রেস বিজ্ঞপ্তি পোষ্ট করে। ফেসবুকে পোষ্টকৃত প্রেস বিজ্ঞপ্তিটি সম্পূর্ণরুপে মিথ্যা, বানোয়াট ও অসৎ উদ্দেশ্যপ্রণোদিত। ভুয়া প্রেস বিজ্ঞপ্তি নিন্মে উল্লেখ করা হলো-

উল্লিখিত প্রেস বিজ্ঞপ্তি বিএনপি মহাসচিব এবং আমার স্বাক্ষরে বিএনপির দফতর থেকে গণমাধ্যমে পাঠানো হয়নি। এটি সম্পূর্ণরুপে বানোয়াট ও ভুয়া।

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বিএনপি মাহসচিব ও আমার স্বাক্ষর জাল করে প্রচারিত ভুয়া প্রেস বিজ্ঞপ্তিটির বিষয়ে দলের সকল পর্যায়ের নেতাকর্মীকে বিভ্রান্ত না হওয়ার জন্য অনুরোধ করা হলো।

(অ্যাডভোকেট রুহুল কবির রিজভী)

সিনিয়র যুগ্ম মহাসচিব

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি।

সঙ্গত কারণে ফেসবুকে ছড়িয়ে পড়া এ সকল পোস্টকে ফ্যাক্টওয়াচ ‘মিথ্যা’ সাব্যস্ত করছে।

এই নিবন্ধটি ফেসবুকের ফ্যাক্ট-চেকিং প্রোগ্রামের নীতি মেনে লেখা হয়েছে।।
এর উপর ভিত্তি করে ফেসবুক যে ধরণের বিধিনিষেধ আরোপ করতে পারে, সে সম্পর্কে বিস্তারিত জানুন এখানে
এছাড়া এই নিবন্ধ সম্পর্কে আপনার মূল্যায়ন, সম্পাদনা কিংবা আরোপিত বিধিনিষেধ তুলে নেয়ার জন্য আবেদন করতে এই লিঙ্কের সাহায্য নিন।

কোনো তথ্যের সত্যতা যাচাই করতে আমাদেরকেঃ
ইমেইল করুনঃ contact@factwatch.org
অথবা ফেইসবুকে মেসেজ দিনঃ facebook.com/fwatch.bangladesh

No Factcheck schema data available.