জাতীয় সঙ্গীতের বদলে সুরা ফাতিহা পড়তে বলেন নি ড. ইউনূস

213
জাতীয় সঙ্গীতের বদলে সুরা ফাতিহা পড়তে বলেন নি ড. ইউনূস জাতীয় সঙ্গীতের বদলে সুরা ফাতিহা পড়তে বলেন নি ড. ইউনূস

আলেমদের সাথে কাজ করতে চাওয়ার দাবিটিও মিথ্যা

জহিরুল ইসলাম

Published on: [post_published]

যমুনা টেলিভিশনের লোগোযুক্ত একটি ফটোকার্ড অনুযায়ী, জাতীয় সঙ্গীতের পরিবর্তে প্রধান উপদেষ্টা ড. ইউনূস সুরা ফাতিহা পড়তে অনুরোধ করেছেন। আবার ডিবিসি নিউজের লোগোযুক্ত আরেকটি ফটোকার্ডে দেখা যাচ্ছে, ড ইউনূস আলেমদের সাথে কাজ করার আগ্রহ নিয়ে আলাদাভাবে মন্তব্য করেছেন। তবে ফ্যাক্টওয়াচের অনুসন্ধানে দেখা যাচ্ছে, এই দুটি ফটোকার্ডই ভুয়া। যমুনাটিভি বা ডিবিসি নিউজ থেকে এই কার্ডগুলো প্রকাশ করা হয়নি এবং ড. ইউনূসও কোথাও এমন কোনো কথা বলেননি।  

অনুসন্ধান

জাতীয় সঙ্গীতের পরিবর্তে সূরা ফাতিহা পড়ার অনুরোধযুক্ত কয়েকটি পোস্ট দেখতে পাবেন এখানে,এখানে,এখানে,এখানে,এখানে,এখানে,এখানে,এখানে,এখানে, এখানে, এখানে, এখানে, এখানে,এখানে,এখানে,এখানে,এখানে, এখানে,এখানে,এখানে।


যমুনা টিভির মনোগ্রাম এবং ৫ সেপ্টেম্বর,২০২৪ তারিখযুক্ত এই কার্ডে ড ইউনূসের ছবির নিচে শিরোনাম ছিল – জাতীয় সঙ্গীতের পরিবর্তে সূরাহ ফাতিহা পড়তে অনুরোধ করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস!

যমুনা টেলিভিশনের ভেরিফাইড ফেসবুক পেজ ঘেটে দেখা গেল,৫ই সেপ্টেম্বর তারিখে ২৯টি ফটোকার্ড আপলোড করা হয়েছিল। তবে জাতীয় সঙ্গীত বিষয়ক আলোচ্য কার্ডটি খুজে পাওয়া যায়নি।

এছাড়া ডক্টর মুহম্মদ ইউনূস এর ভেরিফাইড ফেসবুক পেজে বা অন্য কোনো গণমাধ্যমে এমন কোনো বক্তব্য খুঁজে পাওয়া যায়নি।

এবার আসা যাক দ্বিতীয় ফটোকার্ড প্রসঙ্গে। ডিবিসি নিউজ এর লোগোযুক্ত এই কার্ডে ৩ সেপ্টেম্বর,২০২৪ তারিখে দেখা যাচ্ছে। প্রধান উপদেষ্টা ড মুহম্মদ ইউনূস এর ছবির নিচে তাঁর উদ্ধৃতি হিসেবে লেখা রয়েছে,  আমি আলেমদের ভালোবাসি! তাদের সাথে কাজ করতে চাই: ড. ইউনূস।

ফটোকার্ড ছাড়াও টেক্সট ফরম্যাটেও এই গুজবের অনেকগুলো পোস্ট দেখা যাচ্ছে।

এমন কয়েকটা পোস্ট দেখতে পাবেন এখানে,এখানে,এখানে,এখানে,এখানে,এখানে,এখানে,এখানে,এখানে,এখানে,এখানে,এখানে,এখানে,এখানে,এখানে,এখানে,এখানে,এখানে, এখানে,এখানে,এখানে,এখানে,এখানে,এখানে,এখানে, এখানে

ডিবিসি নিউজের ভেরিফাইড ফেসবুক পেজ ঘেঁটে দেখা গেল, ৩রা সেপ্টেম্বর তারিখে এই পেজ থেকে ১০০টা ফটোকার্ড আপলোড করা হয়েছিল। এর মধ্যে আলোচ্য ফটোকার্ডটা অন্তর্ভুক্ত ছিল না। তবে ৩রা সেপ্টেম্বর বিকাল ৫টা ৫৭ মিনিটে প্রকাশিত এই ফটোকার্ডের সাথে আলোচ্য কার্ডের মিল রয়েছে। এখানে ডক্টর ইউনূসের ছবির নিচে লেখা ছিল- দেশে ফিরলে ক্রিকেটারদের সংবর্ধনা দেয়া হবে : ড. মুহম্মদ ইউনূস। এই কার্ডের ছবি এবং ডিজাইন ঠিক রেখে কথা পরিবর্তন করা হয়েছিল বলে প্রতীয়মান হচ্ছে।

ডক্টর মুহম্মদ ইউনূস এর ভেরিফাইড ফেসবুক পেজে বা অন্য কোনো গণমাধ্যমে এমন কোনো বক্তব্য খুঁজে পাওয়া যায়নি।

সঙ্গত কারণে ফেসবুকে ছড়িয়ে পড়া এ সকল পোস্টকে ফ্যাক্টওয়াচ ‘মিথ্যা’ সাব্যস্ত করছে।

এই নিবন্ধটি ফেসবুকের ফ্যাক্ট-চেকিং প্রোগ্রামের নীতি মেনে লেখা হয়েছে।।
এর উপর ভিত্তি করে ফেসবুক যে ধরণের বিধিনিষেধ আরোপ করতে পারে, সে সম্পর্কে বিস্তারিত জানুন এখানে
এছাড়া এই নিবন্ধ সম্পর্কে আপনার মূল্যায়ন, সম্পাদনা কিংবা আরোপিত বিধিনিষেধ তুলে নেয়ার জন্য আবেদন করতে এই লিঙ্কের সাহায্য নিন।

কোনো তথ্যের সত্যতা যাচাই করতে আমাদেরকেঃ
ইমেইল করুনঃ contact@factwatch.org
অথবা ফেইসবুকে মেসেজ দিনঃ facebook.com/fwatch.bangladesh

No Factcheck schema data available.