বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরবলেছেন,আগামী ১৮ অক্টোবরের সমাবেশে সরকারের পতন ঘটাতে না পারলে হাতে চুড়ি পরবেন— এমন একটি উক্তি পাওয়া যাচ্ছেফেসবুকে।সেটি আবার শেয়ার করা হচ্ছে প্রথম আলোর আদলে বানানো ফটোকার্ডে। তবে,ফ্যাক্টওয়াচের অনুসন্ধানে ফটোকার্ডটি প্রথম আলো বা অন্য কোনো সংবাদমাধ্যমে পাওয়া যায় নি। এছাড়া বিএনপি এবং বিএনপি সংশ্লিষ্ট ভেরিফাইড ফেসবুক পেইজগুলোয় এমন কোনো বিবৃতি খুঁজে পাওয়া যায় নি। প্রথমআলোইতোমধ্যেতাদেরফেসবুকপেইজথেকেজানিয়েছেএপ্রতিবেদনেরছবিটিনকল।এসবের ভিত্তিতেফ্যাক্টওয়াচ দাবিকে মিথ্যা আখ্যা দিচ্ছে।
গুজবের উৎস
১৭ অক্টোবর থেকে ফটোকার্ডটি ফেসবুকে পাওয়া যাচ্ছে। এমন কিছু পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে, এখানে।
ফ্যাক্টওয়াচ অনুসন্ধান
ফটোকার্ডটি প্রকাশের তারিখ লেখা রয়েছে ১৭ অক্টোবর, ২০২৩।
প্রথম আলোর ওয়েবসাইট এবং অফিশিয়াল ফেসবুক পেইজে উক্ত তারিখ এবং সাম্প্রতিক তারিখের সংবাদ সন্ধান করে এমন কোনো ফটোকার্ড বা সংবাদ পাওয়া যায় নি। একই তারিখে প্রথম আলো তাদের অফিশিয়াল ফেসবুক পেইজ থেকে নিশ্চিত করেছে যে, এ ছবি ও সংবাদটি নকল, এবং তাদের নাম ব্যবহার করে ভুয়া প্রচারণা।
মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রকৃতপক্ষে এমন উক্তি করেছেন কিনা তা জানতে মূলধারার গণমাধ্যম, বিএনপির ভেরিফাইড ফেসবুক পেইজ, বিএনপির ভেরিফাইড মিডিয়া সেল পেইজ এবং বিএনপি সমর্থক অন্যান্য ফেসবুক পেইজ সন্ধান করা হলে এ দাবির সপক্ষে কিছু পাওয়া যায়নি।
তাই সঙ্গত কারণে ফ্যাক্টওয়াচ এ ছবিকে “মিথ্যা” সাব্যস্ত করছে।
এই নিবন্ধটি ফেসবুকের ফ্যাক্ট-চেকিং প্রোগ্রামের নীতি মেনে লেখা হয়েছে।। এর উপর ভিত্তি করে ফেসবুক যে ধরণের বিধিনিষেধ আরোপ করতে পারে, সে সম্পর্কে বিস্তারিত জানুন এখানে। এছাড়া এই নিবন্ধ সম্পর্কে আপনার মূল্যায়ন, সম্পাদনা কিংবা আরোপিত বিধিনিষেধ তুলে নেয়ার জন্য আবেদন করতে এই লিঙ্কের সাহায্য নিন।