একটি আইসিইউয়ের ছবি এবং ডাক্তারদের একটি লিস্ট দিয়ে প্রচার করা হচ্ছে প্রধান উপদেষ্টা হৃদরোগে আক্রান্ত। তার জন্য একটি মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। বোর্ডের চিকিৎসকগণ হার্ট ও আইসিইউ স্পেশালিষ্ট - এই সূত্র ধরেই ছড়িয়েছে গুজব। তবে, প্রধান উপদেষ্টার কার্যালয়ের সাথে সংশ্লিষ্ট একাধিক কর্মকর্তার মারফত জানা গেছে, তিনি সুস্থ আছেন। তবে, প্রধান উপদেষ্টার চিকিৎসার জন্য মঙ্গলবার (২২ অক্টোবর) একটি মেডিক্যাল টিম গঠন করা হয়েছে মর্মে যে খবরটি প্রচার করা হচ্ছে সেটি সঠিক। মূলত, প্রটোকল অনুযায়ী প্রধান উপদেষ্টার জরুরি চিকিৎসা ব্যবস্থাপনা নিশ্চিত করার জন্য সার্বক্ষণিক একটি আইসিইউ বেড প্রস্তুত রাখার নির্দেশনা দিয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের এ্যানেসথেসিয়া এনালজেসিয়া এন্ড ইনটেনসিভ কেয়ার মেডিসিন বিভাগ। কিন্তু তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালের আইসিইউতে আছেন, এই খবরটি মিথ্যা। সঙ্গত কারণে ফ্যাক্টওয়াচ সামাজিক মাধ্যমে শেয়ারকৃত পোস্টের দাবিগুলোকে মিথ্যা বলে সাব্যস্ত করছে।
এই আইডি থেকে আইসিইউয়ের এই ছবি দিয়ে বলা হয়েছে, ইউনূস আইসিইউতে। আইসিইউ এর এই ছবিটি একটি মেডিকেল ওয়েবসাইটের। এই ছবিটি আরও শেয়ার করা হয়েছে এখানে।
প্রধান উপদেষ্টা সুস্থ আছেন বলে জানিয়েছেন তার প্রেস সচিব, শফিকুল আলম।
বনিকবার্তা এর প্রতিবেদনে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক মো. সায়েদুর রহমানকে উদ্ধৃত করে বলা হয়েছে, ”প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. ইউনূসের চিকিৎসার জন্য মঙ্গলবার (২৩ অক্টোবর) একটি মেডিক্যাল টিম গঠন করা হয়েছে। এটি একটি নৈমিত্তিক বিষয়। রাষ্ট্র ও সরকারপ্রধানদের চিকিৎসার জন্য এ ধরনের মেডিক্যাল টিম নিয়মিত গঠন করা হয়ে থাকে। এ নিয়ে কোনো ধরনের গুজব না ছড়ানোর জন্য সবাইকে বিশেষভাবে অনুরোধ জানানো যাচ্ছে।”
“সুস্থ আছেন প্রধান উপদেষ্টা” শিরোনামে প্রতিবেদন প্রকাশ করেছে বাংলা ট্রিবিউন।
দেশ রূপান্তরের প্রতিবেদনে চিকিৎসকদের নামের ব্যাপারে নিশ্চিত করা হয়েছে। দায়িত্বপ্রাপ্ত চিকিৎসকরা হলেন- ১. কার্ডিয়াক এ্যানেসথেসিয়া বিভাগের সহকারী অধ্যাপক ডা. শাকিল আহমেদ ২. কার্ডিয়াক এ্যানেসথেসিয়া বিভাগের সহকারী অধ্যাপক ডা. হাসানুজ্জামান ৩. কার্ডিয়াক এ্যানেসথেসিয়া বিভাগের আরেক সহকারী অধ্যাপক ডা. নাজির আহসান ৪. আইসিইউ বিভাগের সহকারী অধ্যাপক ডা. মো. সেলিম মোড়ল রাব্বি ৫.আইসিইউ বিভাগের আরেক সহকারী অধ্যাপক ডা. আবু তাহের ৬. একই বিভাগের আরেক সহকারী অধ্যাপক ডা. আব্দুল আলীম ৭. আইসিইউ বিভাগের কনসালটেন্ট ডা. দীপঙ্কর চক্রবর্তী।
২২ অক্টোবর রাতে প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস অসুস্থ, এমন একটি গুজব সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। গুজবের উৎস পশ্চিমবঙ্গের দ্য ওয়াল নামের একটি ওয়েব পোর্টালের একটি প্রতিবেদন। ওই প্রতিবেদনের তিন লাইনের শিরোনামে বলা হয়, ”বাংলাদেশের অন্তরবর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মহাম্মদ ইউনুসের হার্টের গুরুতর সমস্যা দেখা দিয়েছে। ইউনুসের হার্টের সমস্যা, জরুরি অপারেশন দরকার হতে পারে, তৈরি হল চিকিৎসকদের টিম।” প্রতিবেদন সঙ্গে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের চিকিৎসকদের একটি তালিকা প্রকাশ করে বলা হয়, ”ঢাকার বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালে বেড রিজার্ভ করা হয়েছে। প্রস্তুত রাখা হয়েছে চিকিৎসক দল।” ২০১৮ সালে রেজিস্ট্রেশন নেওয়া ওই পোর্টালের প্রতিবেদনের ভেতরের অংশে অবশ্য বলা হয়, ”তিনি হার্টের কোনও জটিল সমস্যায় ভুগছেন কিনা জানা যায়নি।” চিকিৎসকের কোন ব্যবস্থাপত্র প্রতিবেদনের সঙ্গে সংযুক্ত নেই।
রিউমর স্ক্যানারের পক্ষ থেকে প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের একাধিক শীর্ষ কর্মকর্তার সাথে যোগাযোগ করা হলে তারা জানান, অসুস্থতার দাবিটি সঠিক নয়। ড. ইউনূস সুস্থ আছেন।
প্রধান উপদেষ্টার হাসপাতালে ভর্তি নিয়ে ফেসবুক পোষ্টগুলি এখানে, এখানে, এখানে এবং এখানে।
সুতরাং, সবকিছু বিবেচনা করে ফ্যাক্টওয়াচ উক্ত পোস্টগুলোর দাবিকে মিথ্যা বলে সাব্যস্ত করছে।
No Factcheck schema data available.
এই নিবন্ধটি ফেসবুকের ফ্যাক্ট-চেকিং প্রোগ্রামের
নীতি মেনে লেখা হয়েছে। এর উপর ভিত্তি করে ফেসবুক যে ধরণের বিধিনিষেধ আরোপ করতে পারে, সে সম্পর্কে বিস্তারিত জানুন এখানে।
এছাড়া এই নিবন্ধ সম্পর্কে আপনার মূল্যায়ন, সম্পাদনা কিংবা আরোপিত বিধিনিষেধ তুলে নেয়ার জন্য আবেদন করতে এই লিঙ্কের সাহায্য নিন।
কোনো তথ্যের সত্যতা যাচাই করতে আমাদেরকে ইমেইল করুনঃ contact@fact-watch.org অথবা ফেইসবুকে মেসেজ দিনঃ facebook.com/fwatch.bangladesh