ভোটকেন্দ্র ছাত্রলীগের দখলে থাকলে সুষ্ঠু ভোট সম্ভব নয় – সিইসি বলেছেন একথা?

37
ভোটকেন্দ্র ছাত্রলীগের দখলে থাকলে সুষ্ঠু ভোট সম্ভব নয় – সিইসি বলেছেন একথা?
ভোটকেন্দ্র ছাত্রলীগের দখলে থাকলে সুষ্ঠু ভোট সম্ভব নয় – সিইসি বলেছেন একথা?

Published on: [post_published]

যা দাবি করা হচ্ছে: “ভোটকেন্দ্র দখলে থাকবে ছাত্রলীগ তাই সুষ্ঠু ভোট সম্ভব নয় এমন বক্তব্য দিয়েছেন সিইসি” – শিরোনামে একটি ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়েছে। এর সাথে ভিডিওর ভিতরে দাবি করা হচ্ছে, নিবার্চনকে কেন্দ্র করে ভারত থেকে অবৈধ অস্ত্রের চালান ঢুকেছে দেশে। 

ফ্যাক্টওয়াচের সিদ্ধান্ত: দাবিগুলো মিথ্যা। প্রথমত, সিইসির এমন কোনো মন্তব্য মূলধারার গণমাধ্যম কিংবা নির্বাচন কমিশনের বরাতে খুঁজে পাওয়া যায় নি। ভিন্ন প্রসঙ্গে সিইসির দেওয়া একটি মন্তব্যকে ভুলভাবে উপস্থাপন করা হয়েছে। এছাড়া ভারত থেকে অস্ত্র আসার তথ্য অনুসন্ধানে জানা যায়, সম্প্রতি চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত পেরিয়ে ভারি আগ্নেয়াস্ত্র জব্দ হওয়ায় ঘটনা ঘটেছে। তবে এর সাথে নির্বাচনের সরাসরি কোনো যোগসূত্র আছে কি না তা জানা যায় নি।

গুজবের উৎস:

ফেসবুকে শেয়ারকৃত ভিডিওটি দেখুন এখানেএখানে। 

 

ফ্যাক্টওয়াচের অনুসন্ধান:

সামাজিক মাধ্যমে শেয়ারকৃত ভিডিওটির দাবি যথাযথ কি না তা যাচাই করতে প্রাসঙ্গিক কিছু কি-ওয়ার্ড ধরে অনুসন্ধান শুরু করা হয়। ভিডিওটিতে লক্ষ্য করলে দেখা যায়, “Jamuna TV” এর একটি লোগো ব্যবহার করা হয়েছে। এর সূত্র ধরে ইউটিউবে অনুসন্ধান করা হলে, গত ১৯ ডিসেম্বর, ২০২৩ এ যমুনা টিভির প্রকাশিত মূল ভিডিওটি খুঁজে পাওয়া যায়।

“রংপুরে ক্ষমতাসীন এমপিদের বিরুদ্ধে আচরণ বিধি ভঙ্গের অভিযোগ” শিরোনামে প্রকাশিত এই প্রতিবেদনটি মূলত রংপুরের নির্বাচন প্রসঙ্গে। সম্প্রতি প্রধান নির্বাচন কমিশনারের কাছে স্পিকার, বাণিজ্যমন্ত্রী, স্বাস্থ্য সচিব এবং এমপিদের বিরুদ্ধে নির্বাচনে আচরণবিধি ভঙ্গের অভিযোগ করছেন রংপুরের স্বতন্ত্র এবং লাঙ্গলের প্রার্থীরা। তারই প্রেক্ষিতে এই ভিডিওতে কথা বলেন তিনি। ভিডিওতে প্রধান নির্বাচন কমিশনারের যে অংশটুকু ব্যবহার করা হয়েছে, সেখানে তিনি প্রার্থীদের আচরণবিধি সঠিকভাবে পালন না করলে অবাধ ও সুষ্ঠু ভোট গ্রহ কঠিন হয়ে পড়বে বলে সাংবাদিকদের জানান।

এছাড়া অন্য কোথাও ছাত্রলীগ নিয়ে এমন কোনো মন্তব্য সিইসি করেছেন কি না অনুসন্ধান করা হলে, তার বরাতে এমন কোনো মন্তব্য খুঁজে পাওয়া যায় নি। 

পরবর্তীতে, ছাত্রলীগের ভোটের দিন কেন্দ্র দখল করার দাবি সম্পর্কে অনুসন্ধানে, মূলধারার গণমাধ্যম থেকে কোনো ধরণের তথ্য খুঁজে পাওয়া যায় নি । তবে, “৪৩ হাজার ভোট কেন্দ্রে থাকবে ছাত্রলীগের ৮ লাখ নেতা-কর্মী” এই শিরোনামে ইন্ডিপেন্ডেন্ট টিভির গত ২১ ডিসেম্বর, ২০২৩ এ একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। সেখানে বর্তমান ছাত্রলীগ কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম হোসেন আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে তাদের সাংগঠনিক কার্যক্রম নিয়ে কথা বলেন। 

উল্লেখ্য ভিডিওটিতে, আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে ভারত থেকে অস্ত্র আসার বিষয়টি অনুসন্ধান করা হলে, মূলধারার গণমাধ্যম যমুনা টিভি থেকে প্রকাশিত একটি প্রতিবেদন পাওয়া যায়। গত ২৩ ডিসেম্বর, ২০২৩ এ প্রকাশিত এই  ভিডিও প্রতিবেদন থেকে জানা যায়, প্রতিবেশি দেশ ভারতের সীমান্ত পেরিয়ে চাঁপাইনবাবগঞ্জে প্রথমবারের মতো ভারি আগ্নেয়াস্ত্র ও গুলি জব্দ হওয়ায় ঘটনা ঘটেছে। তবে এই ঘটনার সাথে সরাসরি নির্বাচনের কোনো যোগসূত্র আছে কি না সে সম্পর্কে বিস্তারিত তথ্য পাওয়া যায় নি।

সুতরাং, ফেসবুকে যে ভিডিওটি  ছড়িয়ে পড়েছে তার দাবিগুলোর মধ্যে একটি দাবি সম্পূর্ণ ভিত্তিহীন এবং মিথ্যা। অস্ত্র সম্পর্কিত ঘটনাটির সত্যতা পাওয়া গেলেও এর পিছনের কারণ এখনো জানা যায় নি। 

যেহেতু ভাইরাল এই দাবিটির শিরোনামে উল্লেখিত দাবিটি মিথ্যা তাই ফ্যাক্টওয়াচ ভাইরাল এই ফেসবুক পোস্টগুলোকেও “মিথ্যা” হিসেবে সাব্যস্ত করছে।

এই নিবন্ধটি ফেসবুকের ফ্যাক্ট-চেকিং প্রোগ্রামের নীতি মেনে লেখা হয়েছে।।
এর উপর ভিত্তি করে ফেসবুক যে ধরণের বিধিনিষেধ আরোপ করতে পারে, সে সম্পর্কে বিস্তারিত জানুন এখানে
এছাড়া এই নিবন্ধ সম্পর্কে আপনার মূল্যায়ন, সম্পাদনা কিংবা আরোপিত বিধিনিষেধ তুলে নেয়ার জন্য আবেদন করতে এই লিঙ্কের সাহায্য নিন।

কোনো তথ্যের সত্যতা যাচাই করতে আমাদেরকেঃ
ইমেইল করুনঃ contact@factwatch.org
অথবা ফেইসবুকে মেসেজ দিনঃ facebook.com/fwatch.bangladesh

No Factcheck schema data available.