ফেসবুকে সম্প্রতি অনলাইন নিউজপোর্টাল রাইজিং বিডি ডট কম কর্তৃক প্রধানমন্ত্রীর একটি বক্তব্যের প্রতিবেদনের ছবি ভাইরাল হয়েছে। ফ্যাক্টওয়াচের অনুসন্ধানে প্রতিবেদনটি রাইজিং বিডি ডট কমে পাওয়া যায় নি। এছাড়া প্রধানমন্ত্রীর বক্তব্যটিও রাইজিং বিডি ডট কম বা অন্য কোনো সংবাদমাধ্যমে পাওয়া যায় নি। রাইজিং বিডি ডট কম ইতোমধ্যে এ ছবিকে তাদের নাম ব্যবহার করে মিথ্যা প্রচারণা দাবি করেছে। তাই ফ্যাক্টওয়াচ এ ছবিকে মিথ্যা আখ্যা দিচ্ছে।
ফটো স্টিকারেপ্রধানমন্ত্রীশেখহাসিনারযেবক্তব্যপাওয়াযাচ্ছে তা হল — “যতসময়বসেকাঁচামরিচেরদামেরস্ট্যাটাসদেনততোসময়ছাদেরটবেএকটামরিচগাছলাগালেদৈনন্দিনেরচাহিদামিটেযেতো।গাছনালাগালেতো৭০০টাকাকেজিহবেই।“
এই নিবন্ধটি ফেসবুকের ফ্যাক্ট-চেকিং প্রোগ্রামের নীতি মেনে লেখা হয়েছে।। এর উপর ভিত্তি করে ফেসবুক যে ধরণের বিধিনিষেধ আরোপ করতে পারে, সে সম্পর্কে বিস্তারিত জানুন এখানে। এছাড়া এই নিবন্ধ সম্পর্কে আপনার মূল্যায়ন, সম্পাদনা কিংবা আরোপিত বিধিনিষেধ তুলে নেয়ার জন্য আবেদন করতে এই লিঙ্কের সাহায্য নিন।