বাংলাদেশের নারী ক্রিকেটার ফারিহা তৃষ্ণা বিশ্বের একমাত্র ক্রিকেটার হিসেবে ডাবল হ্যাট্ট্রিক করেছেন- এমন একটি সংবাদ ছড়িয়ে পড়েছে। তবে অনুসন্ধানে দেখা যাচ্ছে, ক্যারিয়ারে দুটি করে হ্যাট্ট্রিক করার কীর্তিতে তিনি একমাত্র কিংবা প্রথম নন। বরং নারী ক্রিকেটে আরো দুই জন বোলার এর আগেই দুইটি করে হ্যাট্ট্রিক করেছেন। আইসিসির পূর্ণাঙ্গ সদস্যদেশগুলোর নারী ক্রিকেটারদের মধ্যে ফারিহা প্রথম বোলার, কিন্তু পূর্ণাঙ্গ ও সহযোগী দেশগুলো মিলিয়ে দেখলে তিনি তৃতীয়। সঙ্গত কারণে এই খবরকে ফ্যাক্টওয়াচ ‘আংশিক মিথ্যা’ হিসেবে চিহ্নিত করছে।
Merriam-Webstar ডিকশনারির সংজ্ঞা অনুযায়ী,ক্রিকেট খেলায় কোনো বোলার কর্তৃক পরপর ৩ বলে ৩ জন ব্যাটসম্যান (বা ব্যাটার এর) আউট হওয়ার ঘটনাকে হ্যাটট্রিক বলে। ( the dismissing of three batsmen with three consecutive balls by a bowler in cricket )
Collins dictionary এর সংজ্ঞা অনুযায়ী, ক্রিকেটে কোনো বোলারের পরপর ৩ বলে ৩ উইকেট নেওয়ার কৃতিত্বকেই হ্যাট্ট্রিক বলে । (the achievement of a bowler in taking three wickets with three successive balls )
তবে ডাবল হ্যাট্ট্রিক নামে ক্রিকেটে স্বীকৃত কোনো শব্দ নেই। কোনো বোলার পরপর ৪ বলে ৪ উইকেট নিলে তাকে অনেক সময় অনানুষ্ঠানিকভাবে ডাবল হ্যাট্ট্রিক বলা হয়। পুরুষদের আন্তর্জাতিক ক্রিকেটে লাসিথ মালিঙ্গা (ওয়ানডে ফরম্যাটে) এবং রশিদ খান,লাসিথ মালিঙ্গা, কার্টিস ক্যাম্ফার ও জেসন হোল্ডার ( টি-টুয়েন্টি ফরম্যাটে) ৪ বলে ৪ উইকেট নেওয়ার কৃতিত্ব অর্জন করেছেন। মেয়েদের আন্তর্জাতিক ক্রিকেটে এখন পর্যন্ত ৪ বলে ৪ উইকেট নেওয়ার কোনো কৃতিত্ব কেউ দেখাতে পারেননি।
মেয়েদের টেস্ট মর্যাদাসম্পন্ন আন্তর্জাতিক ম্যাচে এখন পর্যন্ত তিনটা হ্যাট্ট্রিক হয়েছে। তিন জন আলাদা বোলার এই তিনটা হ্যাট্ট্রিক করেছেন, কোনো বোলারই এককভাবে দুইটা হ্যাট্ট্রিক করেনি।
মেয়েদের এক দিনের আন্তর্জাতিক ম্যাচে এখন পর্যন্ত ১১জন বোলারের ১১ টা হ্যাট্ট্রিক হয়েছে। কোনো বোলারই দুইটি হ্যাট্ট্রিক করেন নি।
মেয়েদের টি টুয়েন্টি ইন্টারন্যাশনালে এখন পর্যন্ত ৩৯ জন বোলার ৪২ টা হ্যাট্ট্রিক করেছেন, অর্থাৎ ৩ জন বোলার দুইটা করে হ্যাট্ট্রিক করেছেন। এই তিন জন হলেন হংকংয়ের ক্যারি চ্যান (karry Chan), উগান্ডার কন্সি এউকো (Concy Aweko) এবং বাংলাদেশের ফারিহা তৃষ্ণা (Fariha Trisna)। এদের মধ্যে মধ্যে উগান্ডার ডানহাতি স্পিনার কন্সি এউকো ২০১৯ সালে কেনিয়ার বিপক্ষে, এবং ২০২১ সালে ক্যামেরনের বিপক্ষে হ্যাট্ট্রিক করেন। হংকং এর বাহাতি স্পিনার ক্যারি চ্যান ২০১৯ সালে চীনের বিপক্ষে এবং ২০২৩ সালে জাপানের বিপক্ষে হ্যাট্ট্রিক করেন। আর বাংলাদেশের বাহাতি পেসার ফারিহা তৃষ্ণা ২০২২ সালে মালয়েশিয়ার বিপক্ষে এবং ২০২৪ সালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে হ্যাট্ট্রিক করেন। এই সবগুলো ম্যাচই আন্তর্জাতিক টি-টুয়েন্টি স্বীকৃতিপ্রাপ্ত।
এসব প্রতিবেদন থেকে জানা যাচ্ছে, আইসিসির পূর্ণাঙ্গ সদস্য দেশগুলোর খেলোয়াড়দের মধ্য থেকে তিনিই একমাত্র দুইটি হ্যাট্ট্রিক করা বোলার। কিন্তু পূর্ণাঙ্গ ও সহযোগী সবগুলো দেশকে বিবেচনায় নিলে তিনি তৃতীয় বোলার।
সার্বিক বিবেচনায়, যেসকল ফেসবুক পোস্টে কোনো শর্ত ছাড়াই ফারিহাকে বিশ্বের একমাত্র ক্রিকেটার হিসেবে ডাবল বা ২ টি হ্যাটট্রিক অর্জনের দাবি করা হচ্ছে, সেসকল পোস্টকে ফ্যাক্টওয়াচ ‘আংশিক মিথ্যা’ সাব্যস্ত করছে।
এই নিবন্ধটি ফেসবুকের ফ্যাক্ট-চেকিং প্রোগ্রামের নীতি মেনে লেখা হয়েছে।। এর উপর ভিত্তি করে ফেসবুক যে ধরণের বিধিনিষেধ আরোপ করতে পারে, সে সম্পর্কে বিস্তারিত জানুন এখানে। এছাড়া এই নিবন্ধ সম্পর্কে আপনার মূল্যায়ন, সম্পাদনা কিংবা আরোপিত বিধিনিষেধ তুলে নেয়ার জন্য আবেদন করতে এই লিঙ্কের সাহায্য নিন।