জেলখানায় ফারুক খানের স্ট্যাটাস প্রসঙ্গে স্বরাষ্ট্র মন্ত্রীকে জড়িয়ে ভুয়া ফটোকার্ড

26
জেলখানায় ফারুক খানের স্ট্যাটাস প্রসঙ্গে স্বরাষ্ট্র মন্ত্রীকে জড়িয়ে ভুয়া ফটোকার্ড
জেলখানায় ফারুক খানের স্ট্যাটাস প্রসঙ্গে স্বরাষ্ট্র মন্ত্রীকে জড়িয়ে ভুয়া ফটোকার্ড

সাম্প্রতিক সময়ে ‘Faruk Khan’ নামের একটি ফেসবুক আইডি থেকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে একটি ফেসবুক স্ট্যাটাস শেয়ার করা হয়েছে যা ভাইরাল হয়েছে। স্ট্যাটাসটি কারাগারে থাকা আওয়ামী লীগ নেতা ও সাবেক মন্ত্রী কর্নেল (অব.) ফারুক খানের বলে প্রচার করা হচ্ছে। এ প্রেক্ষিতে প্রথম আলোর আদলে বানানো একটি ফটোকার্ড পাওয়া যাচ্ছে ফেসবুকে। ফটোকার্ডে দাবি করা হয়েছে যে এই ফেসবুক স্ট্যাটাস প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন, শেখ হাসিনার বিরুদ্ধে মুখ খোলার শর্তে ফারুক খানকে জেলখানায় বসে ফেসবুক চালানোর সুযোগ দিয়েছি আমরা। ফ্যাক্টওয়াচের অনুসন্ধানে জানা যাচ্ছে, প্রথম আলোর নামে প্রচারিত ফটোকার্ড এবং সংবাদ দুটিই ভুয়া। প্রথম আলো তাদের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে একটি পোস্টের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে। এছাড়া মূলধারার গণমাধ্যমে এমন কোনো সংবাদ প্রকাশিত হয়নি। তাই ফ্যাক্টওয়াচ এ পোস্টকে “মিথ্যা” আখ্যা দিচ্ছে।

গুজবের উৎস 

৩ ফেব্রুয়ারি থেকে ফেসবুকে ফটোকার্ডটি শেয়ার হতে থাকে। কিছু পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে। 

ফ্যাক্টওয়াচের অনুসন্ধান 

অনুসন্ধানে দেখা যাচ্ছে, স্ট্যাটাস প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা উক্ত বিবৃতি দিয়েছেন– এমন কোনো ফটোকার্ড ও খবর প্রথম আলো প্রকাশ করেনি। বরং প্রথম আলো তাদের ফেসবুক পেজ থেকে একটি সতর্কতামূলক পোস্ট করে জানিয়েছে তাদের নাম ব্যবহার করে ছড়ানো এই ফটোকার্ড এবং সংবাদ উভয়ই ভুয়া।

গণমাধ্যমে অনুসন্ধান করে জানা যাচ্ছে, জেলবন্দী ফারুক খানের ফেসবুক স্ট্যাটাস প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা কোনো বিবৃতি দেননি। বরং ফেসবুকে ভাইরাল এই স্ট্যাটাস সম্পর্কে কারা কর্তৃপক্ষ একটি বিবৃতি প্রকাশ করেছে (,,)। বিবৃতিতে বলা হয়েছে, ফারুক খান বর্তমানে ঢাকার কেন্দ্রীয় কারাগার কেরানীগঞ্জে বন্দী রয়েছেন। কারাগারে আটক কোনো বন্দীর পক্ষে সেখানে ফেসবুক চালানো সম্ভব নয়।  তবে Faruk Khan নামের ওই ফেসবুক আইডিটি তার কোনো স্বজন বা কারাগারের বাইরে থাকা অন্য কেউ পরিচালনা করছে কি না, সে সম্পর্কে কারা কর্তৃপক্ষ অবগত নয়। বিষয়টি অনুসন্ধান করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি অনুরোধও জানানো হয়েছে বিবৃতিতে।

সঙ্গত কারণে ফ্যাক্টওয়াচ এ ফটোকার্ডকে “মিথ্যা” সাব্যস্ত করছে। 

Claim:
সাম্প্রতিক সময়ে ‘Faruk Khan’ নামের একটি ফেসবুক আইডি থেকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে একটি ফেসবুক স্ট্যাটাস শেয়ার করা হয়েছে যা ভাইরাল হয়েছে। স্ট্যাটাসটি কারাগারে থাকা আওয়ামী লীগ নেতা ও সাবেক মন্ত্রী কর্নেল (অব.) ফারুক খানের বলে প্রচার করা হচ্ছে। এ প্রেক্ষিতে প্রথম আলোর আদলে বানানো একটি ফটোকার্ড পাওয়া যাচ্ছে ফেসবুকে। ফটোকার্ডে দাবি করা হয়েছে যে এই ফেসবুক স্ট্যাটাস প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন, শেখ হাসিনার বিরুদ্ধে মুখ খোলার শর্তে ফারুক খানকে জেলখানায় বসে ফেসবুক চালানোর সুযোগ দিয়েছি আমরা।

Claimed By:
Facebook Users

Rating:
False

এই নিবন্ধটি ফেসবুকের ফ্যাক্ট-চেকিং প্রোগ্রামের নীতি মেনে লেখা হয়েছে। এর উপর ভিত্তি করে ফেসবুক যে ধরণের বিধিনিষেধ আরোপ করতে পারে, সে সম্পর্কে বিস্তারিত জানুন এখানে

এছাড়া এই নিবন্ধ সম্পর্কে আপনার মূল্যায়ন, সম্পাদনা কিংবা আরোপিত বিধিনিষেধ তুলে নেয়ার জন্য আবেদন করতে এই লিঙ্কের সাহায্য নিন।

কোনো তথ্যের সত্যতা যাচাই করতে আমাদেরকে
ইমেইল করুনঃ contact@fact-watch.org
অথবা ফেইসবুকে মেসেজ দিনঃ facebook.com/fwatch.bangladesh