২০২৩ সালের ফেব্রুয়ারি মাসের মতো একই বিন্যাসযুক্ত মাস পুনরায় ৮২৩ বছর পর পাওয়া যাবে, এমন একটি গুজব ভাইরাল হয়েছে। এসব গুজবে দাবি করা হচ্ছে, এই ফেব্রুয়ারি মাসে ৪টি শনিবার, ৪টি রোববার, ৪টি সোমবার, ৪টি মঙ্গলবার, ৪টি বুধবার, ৪টি বৃহস্পতিবার ও ৪টি শুক্রবার আছে , এমন ফেব্রুয়ারি মাসের আগমন হয় ৮২৩ বছর পর পর।
তবে ফ্যাক্টওয়াচের অনুসন্ধানে দেখা যাচ্ছে, দাবিটি সত্য নয়। অধিবর্ষ ছাড়া প্রতিটি ফেব্রুয়ারি মাসেই সপ্তাহের ৭টা দিন ৪ বার করে আসে।
বাংলাভিশন এর এই প্রতিবেদনে বলা হয়েছে, এ বছরের ফেব্রুয়ারি মাসটা বিরাট রহস্যময়। এরকম রহস্যময় ফেব্রুয়ারি দেখতে হলে অপেক্ষা করতে হবে আরও ৮২৩ বছর। এখন প্রশ্ন হলো- কি আছে এবছরের ফেব্রুয়ারিতে?
চলতি সালের ফেব্রুয়ারি মাসে রয়েছে চমৎকার রহস্য। এ মাস ২৮ দিনে। আর সপ্তাহের সাতটি দিনই চারবার ঘুরে ফিরে আসবে। অর্থাৎ ৪ গুণ ৭ সমান ২৮। এ মাসে ৪টি শনিবার, ৪টি রবিবার, ৪টি সোমবার, ৪টি মঙ্গলবার, ৪টি বুধবার, ৪টি বৃহস্পতিবার ও ৪টি শুক্রবার। যা দীর্ঘদিন পরপর দেখা যায়। গবেষণা বলছে, এমন ফেব্রুয়ারি মাসের আগমন হয় ৮২৩ বছর পর পর।
এমন ফেব্রুয়ারি মাস দেখতে অপেক্ষা করতে হবে কয়েক প্রজন্মকে।
ফ্যাক্টওয়াচ অনুসন্ধান
অধিবর্ষ (লিপ ইয়ার) ব্যতীত প্রতিটি ফেব্রুয়ারি মাসেই ২৮ দিন থাকে । যেহেতু এক সপ্তাহে ৭ দিন, তাই প্রতিটি ফেব্রুয়ারি মাস ৪ টি পূর্ণাঙ্গ সপ্তাহ নিয়ে গঠিত হয়। অর্থাৎ ,অধিকাংশ ফেব্রুয়ারি মাসেই ৪ টি করে সপ্তাহের ৭ দিন ( অর্থাৎ , ৪ টি করে শনিবার, ৪ টি রবিবার, ৪ টি সোমবার, ৪ টি মঙ্গলবার, ৪ টি বুধবার, ৪ টি বৃহস্পতিবার এবং ৪ টি শুক্রবার) থাকে।
অধিবর্ষে যেহেতু অতিরিক্ত এক দিন যুক্ত হয়, তাই সেই বছর ফেব্রুয়ারি মাসে অতিরিক্ত একটি বার পাওয়া যায়।
অধিবর্ষ বাদে বাদবাকি বছরগুলোতে সব বার ই ৪ টি করে থাকে। যেমন-২০২৫,২০২৬,২০২৭ এর ফেব্রুয়ারি মাসের ক্যালেন্ডারে দেখা যাচ্ছে, প্রতি বছরেই সবগুলো বার ৪ বার করে আছে।
এমনকি ২০২২ এবং ২০২১ সালের ফেব্রুয়ারি মাসের ক্যালেন্ডারেও ৪ টি করে সবগুলো বার দেখা যায়।
অন্যদিকে ,২০২৪ এবং ২০২৮ ,অর্থাৎ, অধিবর্ষের ফেব্রুয়ারি মাসের ক্যালেন্ডারে এই নিয়মের ব্যতিক্রম দেখা যায়। ২০২০ সালের ফেব্রুয়ারিতে ৫ টি শনিবার, ২০২৪ এর ফেব্রুয়ারিতে ৫ টি বৃহস্পতিবার এবং ২০২৮ এর ফেব্রুয়ারিতে ৫ টি মঙ্গলবার দেখা যায়। সপ্তাহের অন্যান্য বারগুলো ৪ বার করেই দেখা যায়।
অর্থাৎ , এটা নিশ্চিত হওয়া যাচ্ছে যে, প্রতি ৪ বছরের মধ্যে ৩ বছরেই ফেব্রুয়ারি মাসে সপ্তাহের প্রতিটি দিন ৪ বার করে পাওয়া যায়। এর জন্য ৮২৩ বছর অপেক্ষা করার দরকার নেই।
ফ্যাক্টওয়াচ এ সংক্রান্ত পোস্ট গুলোকে মিথ্যা সাব্যস্ত করছে।