সম্প্রতি “ফেনী তে এক হিন্দু পরিবারে ৫ সদস্য মুসলমান হলেন।“ শিরোনামে একটি সংবাদ প্রকাশ করেছ dailybdlive24.com নামের একটি ওয়েব পোর্টাল। গুগল রিভার্স ইমেজ সার্চের মাধ্যমে অনুসন্ধানে দেখা যায়, মূল খবরটি ৩ বছরের পুরনো। ঘটনার তারিখ উল্লেখ না করে ভিন্ন প্রেক্ষাপটে নতুন করে প্রচার করায় ফ্যাক্টওয়াচ এটিকে “বিভ্রান্তিকর” সাব্যস্ত করেছে।
সম্প্রতি ফেসবুকের বিভিন্ন গ্রুপ এবং পেইজ থেকে উক্ত সংবাদটি শেয়ার হয়েছে। এমন কিছু পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে, এখানে, এখানে।
উক্ত সংবাদটিতে ব্যবহৃত ছবিটি গুগল রিভার্স ইমেজ সার্চের মাধ্যমে অনুসন্ধানে দেখা যায়, মূল খবরটি প্রায় ৩ বছরের পুরনো। মূল খবরটি হচ্ছে, ফেনীতে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন এক হিন্দু পরিবারের ৫ সদস্য। স্ত্রী স্বরসতি দাস ও তিন সন্তানসহ স্বপরিবারে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন ফেনী শহরের সুলতানপুর এলাকার বাসিন্দা-সনাতন ধর্মালম্বী লিঠন চন্দ্র দাস।
২০ এবং ২২ এপ্রিল ২০১৮ তারিখে এ বিষয়ক দুটি সংবাদ পড়ুন এখানে এবং এখানে।
ঘটনার তারিখ উল্লেখ না করে ৩ বছরের পুরনো সংবাদ চলমান ভিন্ন প্রেক্ষাপটে নতুন করে প্রচার করায় ফ্যাক্টওয়াচ এটিকে “বিভ্রান্তিকর” সাব্যস্ত করেছে।
আপনি কি এমন কোন খবর দেখেছেন যার সত্যতা যাচাই করা প্রয়োজন? কোন বিভ্রান্তিকর ছবি/ভিডিও পেয়েছেন? নেটে ছড়িয়ে পড়া কোন গুজব কি চোখে পড়েছে?