কাতার বিশ্বকাপে প্রতিটি ফুটবল ম্যাচ কি ১০০ মিনিটের হবে?

36
কাতার বিশ্বকাপে প্রতিটি ফুটবল ম্যাচ কি ১০০ মিনিটের হবে?
কাতার বিশ্বকাপে প্রতিটি ফুটবল ম্যাচ কি ১০০ মিনিটের হবে?

Published on: [post_published]

সম্প্রতি “ক্রিড়াঙ্গনে পরিবর্তন কাতার বিশ্বকাপে প্রতিটি ম্যাচ হবে ১০০ মিনিট করে” শিরোনামে একটি খবর ফেসবুকে প্রচুর শেয়ার  হয়েছে। অনুসন্ধানে দেখা গেছে সংবাদটি সঠিক নয়। ভাইরাল সংবাদটির বিষয়ে ইতিপূর্বেই আন্তর্জাতিক ফুটবল সংস্থা ফিফা টুইটারে  বিবৃতি দিয়ে জানিয়েছে যে, ২০২২ বিশ্বকাপে ম্যাচের নির্ধারিত সময় নিয়ে কোনো নিয়ম পরিবর্তন হবে না। সঙ্গত কারণে ফ্যাক্টওয়াচ পোস্টগুলোকে “মিথ্যা” হিসেবে চিহ্নিত করছে।  

গুজবের উৎস

ধারণা করা হচ্ছে,  udanto  নামের একটি অনলাইন পোর্টাল থেকে “ক্রিড়াঙ্গনে পরিবর্তন কাতার বিশ্বকাপে প্রতিটি ম্যাচ হবে ১০০ মিনিট করে”  শিরোনামে  সংবাদটি প্রথমে প্রকাশিত হয়। পরবর্তীতে সংবাদটি দ্রুতগতিতে বিভিন্ন একাউন্ট, পেজ এবং পোর্টাল থেকে শেয়ার হতে শুরু করে এবং সাধারণ ব্যবহারকারীদের বিভ্রান্ত করে।

ফেসবুকে শেয়ারকৃত কিছু পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে, এবং এখানে। 

বিভ্রান্তিকর কিছু কমেন্টের স্ক্রিনশট দেখুন …


ফ্যাক্টওয়াচের অনুসন্ধান

রিভার্স ইমেজ সার্চের মাধ্যমে অনুসন্ধান করে আন্তর্জাতিক ফুটবল সংস্থা ফিফার  অফিশিয়াল টুইটার একাউন্টে একটি বিবৃতি পাওয়া গেছে । স্ক্রিনশট দেখুন নিচে।

৭ এপ্রিল ২০২২ তারিখে টুইটারে প্রকাশিত বিবৃতিতে ফিফা জানাচ্ছে, কিছু প্রতিবেদন ও গুজবের পরিপ্রেক্ষিতে ফিফা পরিস্কার করে জানাচ্ছে ২০২২ কাতার বিশ্বকাপে ম্যাচের নির্ধারিত সময় অথবা কোনো প্রকার প্রতিযোগিতা মূলক ম্যাচের নিয়মের পরিবর্তন হবে না।

এ ব্যাপারে আরও বিস্তারিত জানতে বিভিন্ন কী-ওয়ার্ড সার্চের মাধ্যমে  অনুসন্ধান করলে মূলধারার গণমাধ্যম  NEWAGE এর  একটি প্রতিবেদন পাওয়া যায়।  প্রতিবেদনটি দেখুন, এখানে  প্রতিবেদনটিতে বলা হয়েছে, ইতালিয়ান গণমাধ্যম “কোরিয়েরে দেল্লো স্পোর্ত” বরাত দিয়ে দেশ বিদেশের  বিভিন্ন গণমাধ্যম ‘২০২২ কাতার বিশ্বকাপের ম্যাচের নির্ধারিত সময় বাড়ানোর পরিকল্পনা’  শিরোনামে একাধিক নিউজ প্রকাশ করে। যেকারণে পরবর্তী সময়ে ফিফা তার অফিশিয়াল টুইটারে বিবৃত প্রদান করে জানায়  ফিফার এ ধরণের কোনো পরিকল্পনা নেই।

সঙ্গত কারণেই বহুল আলোচিত পোস্টগুলোকে ফ্যাক্টওয়াচ “মিথ্যা” সাব্যস্ত করছে।

 

আপনি কি এমন কোন খবর দেখেছেন যার সত্যতা যাচাই করা প্রয়োজন?
কোন বিভ্রান্তিকর ছবি/ভিডিও পেয়েছেন?
নেটে ছড়িয়ে পড়া কোন গুজব কি চোখে পড়েছে?

এসবের সত্যতা যাচাই করতে আমাদেরকে জানান।
আমাদেরকে ইমেইল করুনঃ contact@factwatch.org
অথবা ফেইসবুকে মেসেজ দিনঃ facebook.com/fwatch.bangladesh