সম্প্রতি ‘সুবাস দাস’ নামের একটি শিশুর চিকিৎসার জন্য ৮-৯ লাখ টাকার একটি তহবিল সংগ্রহের আবেদন ফেসবুকে ভাইরাল হয়েছে। কিন্তু ফ্যাক্টওয়াচের অনুসন্ধানে দেখা যায়, শিশুটির আসল নাম ‘মোহাম্মদ আয়ান (Mohammed Ayaan)’ এবং সে একজন ভারতীয় মুসলিম। ‘Impact Guru’ নামক একটি ভারতীয় তহবিল সংগ্রহকারী ওয়েবসাইট থেকে বিষয়টি নিশ্চিত হওয়া যায় সে নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে চলতি বছরের ১৫ মার্চ মারা যায়। কিন্তু এই মৃত ভারতীয় শিশুকে বাংলাদেশী দাবি করে আর্থিক প্রতারণা করা হচ্ছে।
ভাইরাল হওয়া এই ফেসবুক পোস্টগুলোতে দাবি করা হয়, “সুবাস দাস কুমিল্লা জেলার কাইমপুর গ্রামের বাসিন্দা ভিমল দাস এবং কান্তি দাসের সন্তান। মুখে ক্যান্সার আক্রান্ত হয়ে শিশুটি বর্তমানে কুমিল্লা মেডিকেলে চিকিৎসাধীন। উন্নত চিকিৎসার জন্য ৮/৯ লক্ষ টাকা প্রয়োজন। সুবাস দাসের বাবা ভিমল দাস সামান্য দিনমজুর। তার পক্ষে এতো টাকা ব্যাবস্থা করা কঠিন”। শিশুটির চিকিৎসার জন্য আর্থিক তহবিল সংগ্রহের উদ্দেশ্যে বিকাশ এবং নগদ একাউন্টের একটি নাম্বার যুক্ত করা হয়েছে। কিন্তু, ফ্যাক্টওয়াচ এই নাম্বারে যোগাযোগ করলেও কোনো সাড়া মেলেনি।
এরপরে, ভাইরাল পোস্টগুলোতে ব্যবহৃত ছবিগুলো দিয়ে গুগল রিভার্স ইমেজ সার্চ করা হলে, আর্থিক সহায়তার জন্য তহবিল সংগ্রহকারী একটি প্রতিষ্ঠান “Impact Guru” এর ওয়েবসাইটে একটি আবেদন খুঁজে পাওয়া যায়। “Ventilated in the ICU! Help Ayaan!” শিরোনামের এই আবেদনে ব্যবহৃত শিশুর ছবির সাথে বর্তমানে ভাইরাল হওয়া পোস্টগুলোতে ব্যবহৃত শিশুর হুবহু মিল পাওয়া যায়। আবেদনটি থেকে জানা যায়, শিশুটির নাম মোহাম্মদ আয়ান (Mohammed Ayaan) যার মায়ের নাম নাসরিন (Nasreen)। মোহাম্মদ আয়ানের বাবার নাম উল্লেখ না করে কেবল বলা হয়েছে তিনি ২০২০ সালে মারা গেছেন।
আবেদনটিতে যুক্ত করা বিভিন্ন ব্যবস্থাপনা পত্র এবং আপডেট থেকে নিশ্চিত হওয়া যায় যে মোহাম্মদ আয়ান একজন ভারতীয়। ২০২৪ সালের আগস্টে, তার নিউমোনিয়া ধরা পড়ে। হাসপাতালে কয়েকদিন থাকার পর সে সম্পূর্ণ সুস্থ হয়ে ওঠে এবং তাকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়। ২০২৪ সালের ডিসেম্বরের শেষের দিকে, শিশুটির স্বাস্থ্যের অবনতি ঘটে। কয়েকদিনের মধ্যেই নিউমোনিয়া তার পুরো শরীরে সংক্রমিত হয়। আয়ানকে ভারতের হায়দারাবাদের ‘অঙ্কুরা হসপিটাল ফর উইমেন অ্যান্ড চিলড্রেন’ এর পিআইসিইউতে ভর্তি করা হয়েছিল এবং ভেন্টিলেটর সাপোর্টে রাখা হয়েছিল। এই চিকিৎসা সেবা অব্যহত রাখার খরচ তার পরিবারের পক্ষে বহন করা সম্ভব ছিল না।
উল্লেখ্য, ‘Impact Guru’ নামের এই ওয়েবসাইটে যেই রোগীর জন্য তহবিল সংগ্রহ করা হয় তার ব্যাপারে আপডেট দেওয়া হয়। মোহাম্মদ আয়ানের চিকিৎসার জন্য তহবিল সংগ্রহের আবেদনটিতে চলতি বছরের ১৫ মার্চ সর্বশেষ আপডেট দেওয়া হয়। সেখানে উল্লেখ করা হয় মোহাম্মদ আয়ান মারা গেছে।
অর্থাৎ, মৃত শিশুটির নাম, জাতীয়তা এবং ধর্ম বদলে আর্থিক সাহায্যের আবেদন করা হচ্ছে। সঙ্গত কারণে, ভিত্তিহীন এই পোস্টগুলোকে ফ্যাক্টওয়াচ “মিথ্যা” হিসেবে সাব্যস্ত করছে।
ইতিপূর্বে ফ্যাক্টওয়াচ থেকে এমন কিছু আর্থিক সাহায্যের নামে প্রতারণামূলক ফেসবুক পোস্ট নিয়ে প্রতিবেদন প্রকাশিত হয়েছিল। প্রতিবেদনগুলো দেখুন এখানে, এখানে, এখানে, এখানে, এখানে, এখানে এবং এখানে।
Claim: সুবাস দাস’ নামের একটি শিশুর চিকিৎসার জন্য ৮-৯ লাখ টাকার একটি তহবিল সংগ্রহের আবেদন ফেসবুকে ভাইরাল হয়েছে।
Claimed By: Facebook users
Rating: False
এই নিবন্ধটি ফেসবুকের ফ্যাক্ট-চেকিং প্রোগ্রামের
নীতি মেনে লেখা হয়েছে। এর উপর ভিত্তি করে ফেসবুক যে ধরণের বিধিনিষেধ আরোপ করতে পারে, সে সম্পর্কে বিস্তারিত জানুন এখানে।
এছাড়া এই নিবন্ধ সম্পর্কে আপনার মূল্যায়ন, সম্পাদনা কিংবা আরোপিত বিধিনিষেধ তুলে নেয়ার জন্য আবেদন করতে এই লিঙ্কের সাহায্য নিন।
কোনো তথ্যের সত্যতা যাচাই করতে আমাদেরকে ইমেইল করুনঃ contact@fact-watch.org অথবা ফেইসবুকে মেসেজ দিনঃ facebook.com/fwatch.bangladesh