মেট্রোরেলে আগুন লেগেছে দাবিতে প্রচারিত ভিডিওটি এআই জেনারেটেড

22
মেট্রোরেলে আগুন লেগেছে দাবিতে প্রচারিত ভিডিওটি এআই জেনারেটেড
মেট্রোরেলে আগুন লেগেছে দাবিতে প্রচারিত ভিডিওটি এআই জেনারেটেড

ঢাকায় চলাচলরত মেট্রোরেলে আগুন লেগেছে দাবিতে ফেসবুকে একটি ভিডিও প্রচার করা হচ্ছে। এতে দেখা যাচ্ছে, মেট্রোরেলের একটি ট্রেন লাইনের ওপর কাত হয়ে পড়ে আছে। ট্রেনটির একটি অংশে আগুন জ্বলছে। মেট্রোরেলের লাইনের নিচে পথচারীরা এই দৃশ্যের ভিডিও ধারণ করছে। ফ্যাক্টওয়াচের অনুসন্ধানে দেখা যায়, ভিডিওটি এআই জেনারেটেড। ঢাকায় মেট্রোরেলে সম্প্রতি আগুনের কোনো ঘটনা ঘটেনি।

এই দাবিতে ফেসবুকে প্রচারিত কিছু ভিডিও দেখুন এখানে, এখানে, এখানে, এখানে, এখানে । 

ভিডিওটি পর্যবেক্ষণ করে দেখা যায়, মেট্রোরেলের চলাচলের রাস্তার পাশে রেলিং রয়েছে। ঢাকায় নির্মিত মেট্রোরেলের চলাচলের পথে এই ধরনের রেলিং দেখা যায় না। পাশাপাশি ট্রেনটি যেভাবে কাত হয়ে ঝুলছে তা কিছুটা অস্বাভাবিক। সাম্প্রতিক সময়ে ঢাকায় চলাচলরত মেট্রোরেলে আগুন লাগার দাবিটি নিয়ে দেশীয় সংবাদমাধ্যমে কোনো তথ্য পাওয়া যায়নি।

পরে ভিডিওটি নিয়ে অধিকতর অনুসন্ধানে ডিপফেক ভিডিও শনাক্তের টুল হাইভ মডারেশন ভিডিওটি যাচাই করে জানিয়েছে, এটি এআই জেনারেটেড কনটেন্ট হওয়ার সম্ভাবনা ৮৬ শতাংশ। 

এ ছাড়া  ডিপফেক ভিডিও শনাক্তের আরেকটি টুল ডিপফেক-ও-মিটারের সাহায্যেও এটি যাচাই করে দেখা হয়। এতে দেখা যায়, টুলটির একাধিক মডেল ভিডিওটি এআই জেনারেটেড বা কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি বলে নিশ্চিত করেছে। 

প্রসঙ্গত, গত রোববার (২৬ অক্টোবর) রাজধানীর ফার্মগেট এলাকায় মেট্রোরেলের পিলারের বিয়ারিং প্যাড খুলে পড়ে যায়। এতে এক পথচারীর মৃত্যু হয়। এ সম্পর্কিত একটি প্রতিবেদন দেখুন এখানে।  

ফলে ফ্যাক্টওয়াচ মেট্রোরেলে আগুন লেগেছে দাবিতে প্রচারিত ভিডিওগুলোকে মিথ্যা হিসেবে চিহ্নিত করছে।

Claim:
ঢাকায় চলাচলরত মেট্রোরেলে আগুন লেগেছে দাবিতে ফেসবুকে একটি ভিডিও প্রচার করা হচ্ছে। এতে দেখা যাচ্ছে, মেট্রোরেলের একটি ট্রেন লাইনের ওপর কাত হয়ে পড়ে আছে। ট্রেনটির একটি অংশে আগুন জ্বলছে। মেট্রোরেলের লাইনের নিচে পথচারীরা এই দৃশ্যের ভিডিও ধারণ করছে।

Claimed By:
Facebook User

Rating:
False

এই নিবন্ধটি ফেসবুকের ফ্যাক্ট-চেকিং প্রোগ্রামের নীতি মেনে লেখা হয়েছে। এর উপর ভিত্তি করে ফেসবুক যে ধরণের বিধিনিষেধ আরোপ করতে পারে, সে সম্পর্কে বিস্তারিত জানুন এখানে

এছাড়া এই নিবন্ধ সম্পর্কে আপনার মূল্যায়ন, সম্পাদনা কিংবা আরোপিত বিধিনিষেধ তুলে নেয়ার জন্য আবেদন করতে এই লিঙ্কের সাহায্য নিন।

কোনো তথ্যের সত্যতা যাচাই করতে আমাদেরকে
ইমেইল করুনঃ contact@fact-watch.org
অথবা ফেইসবুকে মেসেজ দিনঃ facebook.com/fwatch.bangladesh