শাহজালাল বিমানবন্দরে অগ্নিকান্ডের ভিডিওটি মূলত একটি মহড়ার

7
শাহজালাল বিমানবন্দরে অগ্নিকান্ডের ভিডিওটি মূলত একটি মহড়ার শাহজালাল বিমানবন্দরে অগ্নিকান্ডের ভিডিওটি মূলত একটি মহড়ার

Published on: [post_published]

সম্প্রতি “লঞ্চের পর এবার বিমান বন্দরে ভয়াবহ আগুন | হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানে আগুন” ক্যাপশনে একটি ভিডিও ফেসবুকে শেয়ার হয়েছে। মূলত ৩০ ডিসেম্বর (বৃহস্পতিবার) মধ্যরাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আগুন লাগলে কীভাবে, কখন, কে, কী পদক্ষেপ নেবে তার ওপরে একটি মহড়া অনুষ্ঠিত হয়েছিল। ভিডিওর ক্যাপশনে “মহড়া” উল্লেখ না করায় ফ্যাক্টওয়াচ এটিকে “বিভ্রান্তিকর” সাব্যস্ত করেছে।

সম্প্রতি ফেসবুকে উক্ত ক্যাপশনে শেয়ার হওয়া কিছু ভিডিও দেখুন এখানে, এখানে, এখানে, এখানে, এবং এখানে।

ভাইরাল ভিডিওটির ক্যাপশনের জের ধরে বিভিন্ন কী-ওয়ার্ড দিয়ে অনুসন্ধান করে ফ্যাক্টওয়াচ টিম। অনুসন্ধানে “Mission TV” নামের একটি ইউটিউব ভিডিও পাওয়া যায় যার শিরোনামের শেষে “অগ্নি নির্বাপণ ও জরুরি সেবার মহড়া” কথাটি উল্লেখিত ছিল। 

এ বিষয়ে আরও বিস্তারিত অনুসন্ধানে উক্ত মহড়া নিয়ে কয়েকটি প্রতিবেদন খুঁজে পেয়েছে ফ্যাক্টওয়াচ টিম।

প্রতিবেদন সূত্রে জানা যায়, কোনও আন্তর্জাতিক বিমানবন্দরে বিমানে আগুন লাগলে কীভাবে তা মোকাবেলা করা হবে, সেজন্য প্রতি দুই বছর পর পর মহড়ার বিধান করেছে আন্তর্জাতিক সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ। বাংলাদেশের আন্তর্জাতিক বিমানবন্দরগুলোতে নিয়মিত এ ধরনের মহড়া অনুষ্ঠিত হয়।

উক্ত মহড়ায় বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ, বাংলাদেশ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স, বিমানবাহিনী, সেনাবাহিনী, র‍্যাব, আনসার, স্বাস্থ্য বিভাগ, কুর্মিটোলা হাসপাতাল,  বাংলাদেশ বিমানসহ বিভিন্ন সংস্থা অংশ নেয়।

মহড়ার জন্য রানওয়ের পাশেই একটি ডামি উড়োজাহাজে আগুন ধরিয়ে দেওয়া হয়। মহড়ার সময় রাত ১টা ১৭ মিনিটে ‘এবিসি এয়ারলাইন্সের’ একটি উড়োজাহাজে আগুন লাগার খবর দেয় এয়ার ট্রাফিক কন্ট্রোল টাওয়ার। চার মিনিট পর রাত ১টা ২১ মিনিটে বিমানবন্দরের ফায়ার সার্ভিসের গাড়ি আসে আগুন নেভাতে। একইসঙ্গে বিমান বাহিনীর ফায়ার সার্ভিসের গাড়িও আসে। সেই সময় বিমান বাহিনীর একটি অস্ত্রধারী দল উড়োজাহাজটি ঘিরে রাখে। স্বাস্থ্য বিভাগের অ্যাম্বুলেন্স আহত যাত্রীদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। গুরুতর আহদের দ্রুত হাসপাতালে নিতে ঘটনাস্থলে আসে বিমান বাহিনীর একটি হেলিকপ্টার। নিহত যাত্রীদের মরদেহ মর্গে নিয়ে যাওয়া হয়। রাত ১টা ৪৩ মিনিটে মহড়াটি শেষ হয়।

বিমানবন্দরের তৃতীয় টার্মিনালে হাই স্পিড ট্যাক্সিওয়ে নির্মাণকাজের জন্য গত  ১০ ডিসেম্বর থেকে  রাত ১২টার পর থেকে ৮ ঘণ্টা ফ্লাইট বন্ধ রয়েছে।  এ কারণে দিনের বেলার পরিবর্তে রাতে এই মহড়া করা হচ্ছে।

এ বিষয়ে বেবিচকের (বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মফিদুর রহমান বলেন, এই মহড়া আমাদের কাজের গতিকে বাড়িয়ে দিল। যে কোনো দুর্ঘটনা মোকাবিলায় আমরা কাজ করতে পারব।  

 

আপনি কি এমন কোন খবর দেখেছেন যার সত্যতা যাচাই করা প্রয়োজন?
কোন বিভ্রান্তিকর ছবি/ভিডিও পেয়েছেন?
নেটে ছড়িয়ে পড়া কোন গুজব কি চোখে পড়েছে?

এসবের সত্যতা যাচাই করতে আমাদেরকে জানান।
আমাদেরকে ইমেইল করুনঃ contact@factwatch.org
অথবা ফেইসবুকে মেসেজ দিনঃ facebook.com/fwatch.bangladesh

 

No Factcheck schema data available.