গতকাল বঙ্গবাজারের ভয়াবহ অগ্নিকান্ডের পর থেকে ফেসবুকে একটি ছবি পাওয়া যাচ্ছে যেখানে দেখা যাচ্ছে বাংলাদেশের ফায়ার সার্ভিসের অগ্নিনির্বাপক গাড়িতে আগুন নেভানোর দোয়া লেখা রয়েছে। ফ্যাক্টওয়াচের অনুসন্ধানে দেখা যাচ্ছে, ২০১৫ সালে ইন্টারনেটে আপলোড করা ফায়ার সার্ভিসের গাড়ির একটি পুরোনো ছবিতে বাংলা ও আরবি ভাষায় আগুন নেভানোর দোয়া লিখে সম্পাদিত করে ফেসবুকে দেয়া হয়েছে। তাই ফ্যাক্টওয়াচ এ ছবিকে বিকৃত ছবি আখ্যা দিচ্ছে।
বিভ্রান্তির উৎস
গতকাল ৪ এপ্রিল ঢাকার বঙ্গবাজারের ভয়াবহ অগ্নিকান্ডের পর থেকে ফেসবুকে এ ছবিটি ছড়িয়ে পড়তে থাকে। ছবি সম্বলিত কিছু পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে, এখানে, এখানে, এখানে, এখানে, এখানে।
ফ্যাক্টওয়াচ অনুসন্ধান
ফ্যাক্টওয়াচ টিম প্রথমেই ইন্টারনেট সার্চের মাধ্যমে বাংলাদেশ ফায়ার সার্ভিসের অগ্নিনির্বাপক গাড়ির কিছু ছবি বের করে। উক্ত ছবিতে যেহেতু গাড়িটির ডানপাশের অংশ দেখা যাচ্ছে, তাই ফায়ার সার্ভিসের গাড়িগুলোর ডানপাশের অংশ দেখা যাচ্ছে এমন ছবি খুঁজে বের করার চেষ্টা করা হয়।
জনপ্রিয় হাই রেজুলিউশন ইমেজ শেয়ারিং ওয়েবসাইট flickr.com এ Shadman Samee নামক একজন আলোকচিত্রীর অ্যালবাম থেকে বাংলাদেশ ফায়ার সার্ভিসের অগ্নিনির্বাপক গাড়ির কিছু ছবি দেখুন।
উইকিমিডিয়া কমন্স থেকে পাওয়া ফায়ার সার্ভিসের গাড়ির কিছু ছবি দেখুন –এখানে, এখানে
Bangladesh Fire Service & Civil Defense নামক ফেসবুক পেইজ থেকে পাওয়া অগ্নিনির্বাপক গাড়ির ডানপাশের অংশ প্রদর্শিত হচ্ছে এমন একটি ছবি দেখুন –
ছবিগুলোয় দেখা যাচ্ছে, ফায়ার সার্ভিসের অগ্নিনির্বাপক গাড়িগুলোতে বাংলা অথবা ইংরেজিতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, FIRE & RESCUE RESPONSE, বাংলাদেশ ফায়ার সার্ভিসের লোগো, ফোন নাম্বার, টেন্ডারের নাম ইত্যাদি লেখা রয়েছে। কিন্তু বাংলা ও আরবিতে আগুন নেভানোর দোয়া লেখা নেই।
ইউটিউবে একটি শর্ট ক্লিপ খুঁজে পাওয়া যাচ্ছে যেখানে রাস্তা থেকে ফায়ার সার্ভিসের অগ্নিনির্বাপক গাড়ির চলমান দৃশ্য ভিডিও করা হয়েছে। ভিডিওতে গাড়িতে আগুন নেভানোর কোনো দোয়া লেখা নেই।
এদিকে গণমাধ্যমে প্রকাশিত বিভিন্ন রিপোর্ট থেকেও ফায়ার সার্ভিসের অগ্নিনির্বাপক গাড়ির ছবি পাওয়া যাচ্ছে। দেখুন এখানে , এখানে ।
কালের কণ্ঠের একটি রিপোর্ট থেকে ৪ এপ্রিল বঙ্গবাজারে অগ্নিনির্বাপনে নিয়োজিত একটি ফায়ার সার্ভিসের গাড়ির ছবি দেখা যাচ্ছে। এই গাড়িতেও আগুন নেভানোর দোয়া খুঁজে পাওয়া যায় না।
সুতরাং দেখা যাচ্ছে, বাংলাদেশ ফায়ার সার্ভিসের অগ্নিনির্বাপক গাড়িগুলোয় সাধারণত আগুন নেভানোর দোয়া লেখা থাকে না। বিশেষভাবে এক বা একাধিক গাড়িতে আগুন নেভানোর দোয়া লেখা থাকলে গণমাধ্যমে এবং ইন্টারনেটে সেটার ছবি খুঁজে পাওয়ার কথা। তবে এমনটি পাওয়া যায় নি।
পরবর্তীতে ফ্যাক্টওয়াচ টিম গুগল ম্যাপ থেকে সিলেটের বিয়ানীবাজার ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স অফিসের লোকেশনে আলোচিত ছবির মতো একটি ছবি খুঁজে পায় যেটি ২০১৯ সালে সংযুক্ত করা হয়েছিলো। জনৈক মো. আবিদুর রহমান গুগল ম্যাপে এই ছবিটি সংযুক্ত করেছিলেন ২০১৯ সালে।
পাশাপাশি রেখে ছবি দুটো তুলনা করলে বোঝা যাচ্ছে (লাল রঙে মার্ক করা অংশগুলো খেয়াল করুন), আসলে দুটো একই ছবি। মূল ছবিতে দেখা যাচ্ছে গাড়িটায় লেখা রয়েছে – ‘ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স’, এর নিচে দুর্ঘটনায় জরুরি ফোন নাম্বার এবং এর নিচে ইংরেজিতে লেখা রয়েছে ‘FIRE & RESCUE RESPONSE’. মূল ছবিতে বাংলা বা আরবিতে লেখা কোনো দোয়া খুঁজে পাওয়া যাচ্ছে না। এ থেকে নিশ্চিত হওয়া যায় যে আলোচিত ছবিটি কম্পিউটারে সম্পাদিত করা হয়েছে।
একই ছবিটি উইকিমিডিয়া কমন্স থেকেও পাওয়া যাচ্ছে । জানা যাচ্ছে, ফটোগ্রাফার তানভির মোর্শেদ (Tanweer Morshed) এই ছবিটি ধারন করেছিলেন এবং ২০১৫ সালের ৩রা এপ্রিল ছবিটি আপলোড করেছিলেন।
এদিকে চারু তুহিন নামক একজন ফেসবুক ব্যবহারকারী একটি পোস্টে উক্ত ছবিকে মিথ্যা প্রচার বলে দাবি করছেন।
সুতরাং উপযুক্ত প্রমাণের ভিত্তিতে ফ্যাক্টওয়াচ এই ছবিকে বিকৃত ছবি আখ্যা দিচ্ছে।
আপনি কি এমন কোন খবর দেখেছেন যার সত্যতা যাচাই করা প্রয়োজন? কোন বিভ্রান্তিকর ছবি/ভিডিও পেয়েছেন? নেটে ছড়িয়ে পড়া কোন গুজব কি চোখে পড়েছে?