সম্প্রতি “ইউক্রেনের প্রেসিডেন্টের স্ত্রী অস্ত্র হাতে যুদ্ধে নেমেছেন” এমন শিরোনামে একটি ছবি সামাজিক মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। অনুসন্ধানে জানা যায়, ছবিতে থাকা নারী ইউক্রেনের প্রেসিডেন্টের স্ত্রী নন এবং ছবিটিও সাম্প্রতিক যুদ্ধাবস্থার ছবি নয়। গত ২২ আগস্ট ২০২১ তারিখে ইউক্রেনের ৩০ তম স্বাধীনতা দিবস উপলক্ষে আয়োজিত সামরিক কুচকাওয়াজের প্রস্তুতি নেওয়ার সময় কিয়েভের রাস্তায় একজন ইউক্রেনিয়ান নারী সৈনিকের হাস্যোজ্জ্বল এই ছবিটি তোলা হয়। তাই এমন ভুল শিরোনাম-সংবলিত ফেসবুক পোস্টগুলোকে ফ্যাক্টওয়াচ “মিথ্যা” সাব্যস্ত করছে।
একজন নারী সৈনিকের ছবি-সংবলিত এসব ফেসবুক পোস্টে দাবি করা হয় তিনি ইউক্রেনের প্রেসিডেন্টের স্ত্রী এবং বর্তমান রাশিয়া-ইউক্রেন যুদ্ধের ইংগিত দিয়ে বলা হয়, তিনি নিজের দেশকে বাঁচাতে অস্ত্র হাতে যুদ্ধে নেমে পড়েছেন।
ফ্যাক্টওয়াচের অনুসন্ধান
উক্ত ফেসবুক পোস্টে থাকা ছবিটির সাহায্যে গুগল রিভার্স ইমেজ সার্চ করা হলে, ২২ আগস্ট ২০২১ তারিখে স্টক ফটোগ্রাফি কোম্পানি “Alamy” প্রকাশিত একটি ছবি সামনে আসে।
ছবির বিবরণ থেকে জানা যায়, ছবিটি ইউক্রেনের ৩০ তম স্বাধীনতা দিবস উপলক্ষে আয়োজিত সামরিক কুচকাওয়াজের প্রস্তুতির সময় তোলা হয়। ইউক্রেনের রাজধানী কিয়েভের ক্রেশসাটিক (Khreshchatyk) নামক একটি সড়কে ইউক্রেনের একজন নারী সৈনিকের এই ছবিটি তোলা হয়। যদিও সেখানে এই সৈনিক সম্পর্কে বিস্তারিত কোনো তথ্য পাওয়া যায়নি।
তবে এটি নিশ্চিত যে ছবিটি সাম্প্রতিক যুদ্ধের ছবি নয়।
অন্যদিকে, ইউক্রেনের ফার্স্ট লেডি বা প্রেসিডেন্টের স্ত্রীর নাম ওলেনা জেলেনস্কা (Olena Zelenska)। ওলেনা স্থাপত্যবিদ্যার একজন ছাত্রী এবং পেশায় একজন লেখক।
ওলেনা সম্পর্কে এবং সম্প্রতি রাশিয়া এবং ইউক্রেন যুদ্ধে তার অবস্থান সম্পর্কে বিস্তারিত জানতে পড়ুন এখানে।
সুতরাং, বুঝাই যাচ্ছে ইউক্রেনের ফার্স্ট লেডি পেশায় সৈনিক নন তাছাড়া তার ছবি এবং ভাইরাল সৈনিকের ছবি দেখে বুঝাই যাচ্ছে এই ছবিটি ইউক্রেনের ফার্স্ট লেডির নয়।
এছাড়াও অনেকেই দাবি করছেন ছবিটি ইউক্রেনের ভাইস প্রেসিডেন্টের স্ত্রীর। কিন্তু অনুসন্ধানে জানা যায়, ইউক্রেনে “ভাইস প্রেসিডেন্ট” নামে কোনো প্রশাসনিক পদবি নেই তাই ভাইস প্রেসিডেন্টের স্ত্রী এই দাবিটিও সঠিক নয়।
অতএব, পরিষ্কারভাবেই বুঝা যাচ্ছে সম্প্রতি ইউক্রেনের প্রেসিডেন্টের স্ত্রী হিসেবে দাবি করা ছবিটি তার নয় এবং সাম্প্রতিক যুদ্ধের ছবিও নয় বরং ইউক্রেনের ৩০তম স্বাধীনতা দিবস উপলক্ষে আয়োজিত সামরিক কুচকাওয়াজের প্রস্তুতির সময় ইউক্রেনের একজন নারী সৈনিকের ছবি এটি। তাই ফ্যাক্টওয়াচ এমন দাবি সংবলিত ছবিসহ পোস্টগুলোকে “মিথ্যা” চিহ্নিত করছে।
আপনি কি এমন কোন খবর দেখেছেন যার সত্যতা যাচাই করা প্রয়োজন? কোন বিভ্রান্তিকর ছবি/ভিডিও পেয়েছেন? নেটে ছড়িয়ে পড়া কোন গুজব কি চোখে পড়েছে?